কলকাতা, 16 এপ্রিল: 'চিরসখা'র পর ফের নতুন ধারাবাহিকে সায়ক চক্রবর্তী। বাংলা টেলিভিশনের পর্দায় চলছে ধারাবাহিক 'তুই আমার হিরো'। সেই ধারাবাহিকেই নেগেটিভ রোলে ফিরছেন সায়ক। নতুন বছরের শুরুর দিন থেকেই ধারাবাহিকের জন্য শুটিং শুরু করেছেন তিনি।
সায়ক এদিন প্রথম এই খবর শেয়ার করেন ইটিভি ভারতের সঙ্গে। তিনি বলেন, "আবার নেগেটিভ রোলে ফিরলাম। তুই আমার হিরো'তে। এটা সৃজিত রায় আর সৌভিক চক্রবর্তীর প্রযোজনায় প্রথম ধারাবাহিক। আর সেখানে আমি সুযোগ পেয়ে খুব খুশি। আর কৃতজ্ঞও ওঁদের কাছে যে আমাকে আবার একটা গ্রে শেডের চরিত্রে অভিনয় করার সুযোগ দিয়েছেন। এখানে আমি হলাম নায়কের পিসতুতো ভাই। বাকিটা তো দেখতে হবে দর্শককে।"
অভিনেতা এদিন আরও বলেন, "পয়লা বৈশাখ এলেই মা ছোটবেলায় একটা কথা বলত। বলত যে, বছর শুরুর প্রথম দিনে যেটা করবি দেখবি সেটাই করবি সারাবছর। আর ভালোভাবে করবি। এই বলে বলে আমাকে পয়লা বৈশাখের দিনেও সকাল বেলা ছুটি দিত না। ঠিক ধরে বেঁধে পড়তে বসিয়ে দিত। তাই আজ ভাবছি পয়লা বৈশাখ শুটিং শুরু করলাম একটা নতুন কাজের। তার মানে সারাটা বছর শুটিং করব। একজন অভিনেতা এর থেকে বেশি আর কী চায়?..."
সায়ক এদিন লীনা গঙ্গোপাধ্যায়ের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, "অনেকদিন পর লীনা দি'র হাত ধরেই বাংলা ধারাবাহিকে কাম ব্যাক করেছি 'চিরসখা' ধারাবাহিকে। লীনা দি সাধারণত ওনার প্রজেক্টে কাজ করাকালীন অন্য কারও কাজে ব্যস্ত হতে দেন না। কিন্তু আমাকে দিলেন। বললেন, কর। এটা আমার পরম প্রাপ্তি। একসঙ্গে দুটো ধারাবাহিকে অভিনয় করব। সবথেকে মজার বিষয় হল, দুটো ধারাবাহিকে একেবারে দুই ধরনের চরিত্র।"
সায়ক জানান, "'চিরসখা'তে সহজ সরল একটা ছেলে ফিডেল। যে কিনা পাড়াটাকে মাতিয়ে রাখে। কারওকে মুখ গোমরা করে থাকতে দেখতে পারে না সে। অন্যদিকে 'তুই আমার হিরো'তে সে আউট অ্যান্ড আউট ভিলেন। একইসঙ্গে দুটো ইমেজ নিজের মধ্যে ক্যারি করাটাই চ্যালেঞ্জ। আর সেটাই করতে হয় আমাদের অভিনেতাদের। চেষ্টা করব লীনা দি এবং সৃজিত দা দুজনেরই মান রাখার।" ইতিমধ্যেই টিআরপি তালিকায় তুই আমার হিরো ধীরেধীরে জায়গা করে নিচ্ছে ৷ আগামী দিনে দর্শকদের এই ধারাবাহিক কতটা মন জয় করে, সেটাই দেখার ৷