কলকাতা, 28 মার্চ: বাংলা নববর্ষের আবহে আসছে সত্রাজিৎ সেন পরিচালিত বাংলা ছবি 'চেক ইন চেক আউট'। বেশ অনেকদিন পরে সত্রাজিৎ আবার পরিচালনায়। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে ছবির টিজার। এবার মুক্তি পেল ঈশা সাহা এবং রাতুল শংকর অভিনীত ছবি 'চেক ইন চেক আউট'-এর গান 'বহু দূরে'।
সত্রাজিৎ সেন পরিচালিত ছবি 'চেক ইন চেক আউট'- এর মাধ্যমে প্রথম বারের জন্য বিখ্যাত সুরকার জুটি সালিম সুলেমান এর মিউজিক লেভেল এর সঙ্গে বাংলা সিনেমার সুরের মেলবন্ধন ঘটল। নবাগত সায়নের সুরে 'বহু দূরে' গানটি গেয়েছেন আদিত্য কালবে এবং মালিনী বন্দ্যোপাধ্যায়। পরিচালক সত্রাজিৎ সেন জানিয়েছেন, "আগামী 18 এপ্রিল মুক্তি পেতে চলছে এই ছবি। 'বহু দূরে' গানটি অসাধারণ গেয়েছেন আদিত্য এবং মালিনী। গানটির মধ্যে একটা দূরত্ব, একটা চলে যাওয়ার দুঃখ আছে। আমার সব ছবিতেই আমি নতুন প্রতিভাদের নিয়ে কাজ করতে পছন্দ করি । 'চেক ইন চেক আউট'-এও অনেক নতুন শিল্পীদের দেখা যাবে এবং গানে নতুন শিল্পীদের কণ্ঠ শোনা যাবে। আশা করছি আমাদের দর্শকদের পছন্দ হবে এই গান।"
টেকনো ইন্ডিয়া গ্রুপের কর্ণধার মেঘদূত রায়চৌধুরী জানান, "এই চেক ইন চেক আউট- এর মাধ্যমে আমার প্রযোজক এবং অভিনেতা হিসেবে আত্মপ্রকাশ হতে চলেছে। অভিজ্ঞতা বলতে আমি সবকিছুই নতুন করে শেখার চেষ্টা করেছি। পাশে পেয়েছি সত্রাজিৎ সেনের মতো একজন গুণী মানুষকে। 'চেক ইন চেক আউট' আমাদের প্রিয় শহর কলকাতার আতিথেয়তা নিয়ে একটি গল্প। আশা করি মানুষের ভালোবাসা পাবে আমাদের এই সিনেমা।"
প্রসঙ্গত, সত্রাজিৎ এর আগে বানিয়েছেন 'মাছ মিষ্টি অ্যান্ড মোর' (2013), 'আমি আর আমার গার্ল ফ্রেন্ডস' (2013), 'বাকিটা ব্যক্তিগত' (2013), 'বাড়ি তার বাংলা' (2014), 'বন্ধন' (2015), '89' (2015), 'পিস হেভেন' (2015), 'মাইকেল' (2017)। আর এবার সেই তালিকায় যুক্ত হল 'চেক ইন চেক আউট'।