কলকাতা, 21 ফেব্রুয়ারি: 'বেঙ্গল ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল'-এও পড়ল সন্দেশখালির ছায়া ৷ যে এলাকা নিয়ে বর্তমানে তপ্ত রাজ্য ও দেশের রাজনীতি, তার কথা মাথায় রেখে উৎসবে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত বলিউডের পরিচালক মধুর ভান্ডারকরের হাত দিয়ে ওড়ানো হল সাদা পায়রা ৷ শান্তি কামনা করা হয় গোটা পশ্চিমবঙ্গের ৷ পাশেই উপস্থিত ছিলেন মমতা শঙ্কর, হিরণ চট্টোপাধ্য়ায়, পাপিয়া অধিকারীর মতো নানা বিশিষ্ট ব্য়ক্তি ৷ এ দিন অনুরাগ কাশ্যপের 'ঘটিয়া' মন্তব্য নিয়েও মুখ খোলেন মধুর ভান্ডারকর ৷
কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের সহযোগিতায় 'বাংলা আবার'-এর উদ্যোগে দ্বিতীয় বার্ষিক 'বেঙ্গল ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল'-এর সমাপ্তি অনুষ্ঠানে এ দিন উত্তপ্ত সন্দেশখালির কথা মাথায় রেখে ছয়টি সাদা পায়রা উড়িয়ে পশ্চিমবঙ্গের সার্বিক শান্তি কামনা করা হয় । বিশেষ অতিথি হিসেবে হাজির ছিলেন বলিউড পরিচালক মধুর ভান্ডারকর, অভিনেত্রী পাপিয়া অধিকারী, অভিনেত্রী তথা নৃত্যশিল্পী মমতা শঙ্কর- সহ বহু বিশিষ্টজন ।
চলচ্চিত্র উৎসবের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সন্দেশখালির ঘটনা মাথায় রেখে পায়রা ওড়ানোর পর একটা প্রশ্ন উঠে আসে সিনেপ্রেমীদের মনে । তাহলে কি সন্দেশখালির ঘটনার উপর ভিত্তি করে ছবি হতে পারে ? এই ব্যাপারে 'বেঙ্গল ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল'-এর সাধারণ সম্পাদক প্রীতম সরকার বলেন, "এ রাজ্যের সার্বিক শান্তি কামনায় আমরা পায়রা ওড়ালাম । যে চিত্র সন্দেশখালিতে দেখা গেল তা দেখতে আমরা অভ্যস্ত নই ।" তাহলে কি এই ঘটনা নিয়েও সিনেমা হওয়া উচিত? প্রশ্নের উত্তরে প্রীতম সরকার বলেন, "বাস্তবের চিত্রই আমরা সিনেমায় দেখি। অনেক ছবি তৈরি হয় বাস্তব ঘটনা অবলম্বনে । তাই সন্দেশখালি নিয়েও আগামী দিনে ছবি হতেই পারে ।"
এ দিন অনুরাগ কাশ্যপের বাংলা সিনেমাকে 'ঘাটিয়া' বলা নিয়েও সাংবাদিকদের প্রশ্নে মুখ খোলেন মধুর ভান্ডারকর । তিনি বলেন, "অনুরাগের পয়েন্ট অফ ভিউ নিয়ে আমার কিছু বলার নেই । তবে, খারাপ সিনেমা তো শুধু টলিউড বা বলিউডে হয় না । হলিউডেও হয় । আর সব ছবিই খারাপ হয় এটাও বলা যায় না । সুতরাং উনি কেন বললেন আমি জানি না । বরং সব ইন্ডাস্ট্রিতেই কিছু ছবি ভালো আর কিছু ছবি খারাপ থাকে বললে ভালো হত ৷"
ছবির পরিচালকদের হাতে এ দিন পুরস্কার তুলে দেন মধুর ভান্ডারকর । জীবনকৃতী সম্মান দেওয়া হয় চপল ভাদুড়ি এবং বীরেশ চট্টোপাধ্যায়কে । বাংলা সিনেমায় অসামান্য অবদানের জন্য পুরষ্কৃত হন মমতা শঙ্কর । কলকাতায় এসে 'বেঙ্গল ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল'-এ যোগ দিতে পেরে তিনি দারুণ খুশি বলে জানালেন মধুর ভান্ডারকর । তিনি বলেন, "ফিল্ম ফেস্টিভ্যাল যত বেশি হবে ততই ভালো । কারণ পরিচালকেরা নিজদের কাজ দেখানোর সুযোগ পাবেন । নানা ধরনের ছবি দেখার সুযোগ পাবেন দর্শকরা । আরও অনেক ফেস্টিভ্যাল হওয়ার দরকার আছে ।"
এ দিন কলকাতার প্রতি তাঁর ভালোবাসার কথা উজার করে দেন বলিউডের পরিচালক । বলেন, "আমি বাংলা ছবি দেখে বড় হয়েছি । এখানকার জল হাওয়া, খাবার, আতিথেয়তা আমাকে বরাবরই মুগ্ধ করে । যার টানে আমি বারবার আসি কলকাতায় । আর এবার এই ফেস্টিভ্যালে এসেও খুব ভালো লাগল ।"
আরও পড়ুন: