ETV Bharat / entertainment

'আজও লজ্জা লাগে...', সামাজিক ট্যাবু নিয়ে সোচ্চার সামান্থা - SAMANTHA RUTH PRABHU

সমাজের নানা স্তরে ঋতুস্রাব ও পিরিয়ডস নিয়ে কথা বলা যায় না ৷ আজ সমাজে এটা একটা জঘন্য ট্যাবু ৷ মত সামান্থা রুথ প্রভুর ৷

Samantha Ruth Prabhu
সামান্থা রুথ প্রভু (এএনআই)
author img

By ETV Bharat Entertainment Team

Published : April 16, 2025 at 5:19 PM IST

2 Min Read

হায়দরাবাদ, 16 এপ্রিল: ঋতুস্রাব ও পিরিয়ডস (periods) মেয়েদের প্রাকৃতিক পরিবর্তনের লক্ষণ ৷ কিন্তু আজও সমাজের নানা স্তরে মেয়েদের শারীরিক এই পরিবর্তন নিয়ে কথা বলা লজ্জার কারণ হয়ে দাঁড়ায় ৷ আজও এই বিষয় নিয়ে চর্চা হয় চুপিসারে, কানে কানে লজ্জার সঙ্গে ৷ আইএএনএসকে দেওয়া এক সাক্ষাৎকারে পিরিয়ডস নিয়ে সামাজিক ট্যাবুর বিষয়ে সুর চড়ান দক্ষিণী অভিনেত্রী সামান্থা রুথ প্রভু ৷

সামান্থ বলেন, "একজন মহিলা হিসাবে আমরা অনেকটা পথ অতিক্রম করেছি ৷ কিন্তু যখনই পিরিয়ডস বা ঋতুস্রাব নিয়ে কথা হয় তখনই তা লজ্জার সঙ্গে হয় ৷" সম্প্রতি এক পডকাস্টে উপস্থিত ছিলেন অভিনেত্রী ৷ তিনি কথা বলেন পুষ্টিবিদ রাশি চৌধুরীর সঙ্গে ৷ সেই আলাপচারিতায় উঠে আসে মেন্সট্রুয়েশন, সাইক্লিং সিস্টেম ইত্যাদির কারণে মেয়েদের যেরকম সমস্যার সম্মুখীন হতে হয় ৷

অভিনেত্রী বলেন, "সমাজে প্রচলিত এই ভুল ধারণা ও ট্যাবু ভাঙা অনেক কঠিন ৷ আমাদের চক্রগুলি শক্তিশালী এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, ৷ জীবনকে নিশ্চিত করে এই চক্র। এটায় লজ্জা পাওয়ার বা লুকানোর বা হালকাভাবে নেওয়ার মতো বিষয় নয়।" এদিনের পডকাস্টে সামান্থা তাঁর শরীরের সঙ্গে কীভাবে একাত্ম বোধ করেন, তুলে ধরেন মনের কথা ৷ সামান্থার কথায়, "পিরিয়ডস বা মাসিক চক্র আমাদের মন ও শরীরে ওপর কীভাবে প্রভাব ফেলে, সেই বিষয়ে বছরের পর বছর আরও বেশি শেখা উচিত ৷ পুষ্টিবিদ রাশি খুব সুন্দর করে নিজের মতো করে জানিয়েছেন ৷ আমার খুব ভালো লেগেছে ৷ একজন মহিলা হয়ে জন্মানো কতটা আশীর্বাদ স্বরূপ তা বুঝেছি ৷"

কেরিয়ারের দিকে নজর দিলে দেখা যায়, অভিনেত্রীর পাশাপাশি প্রযোজকের জুতোতে পা গলিয়েছেন সামান্থা ৷ ছবির নাম 'সুভম' ৷ 7 এপ্রিল এই ছবির টিজার সামনে এসেছে ৷ তিনি লেখেন, "সকলের সামনে আমাদের পরিশ্রমের ফসল ৷ একটা ছোট্ট টিম অনেক বড় স্বপ্ন নিয়ে ৷ আশা করি আমাদের এই ছবি আপনাদের ভালো লাগবে ৷ আর হয়তো এটা খুব সুন্দর একটা জার্নির শুরু ৷" ছবিটি পরিচালনা করেছেন বসন্ত মারিগান্তি ৷

হায়দরাবাদ, 16 এপ্রিল: ঋতুস্রাব ও পিরিয়ডস (periods) মেয়েদের প্রাকৃতিক পরিবর্তনের লক্ষণ ৷ কিন্তু আজও সমাজের নানা স্তরে মেয়েদের শারীরিক এই পরিবর্তন নিয়ে কথা বলা লজ্জার কারণ হয়ে দাঁড়ায় ৷ আজও এই বিষয় নিয়ে চর্চা হয় চুপিসারে, কানে কানে লজ্জার সঙ্গে ৷ আইএএনএসকে দেওয়া এক সাক্ষাৎকারে পিরিয়ডস নিয়ে সামাজিক ট্যাবুর বিষয়ে সুর চড়ান দক্ষিণী অভিনেত্রী সামান্থা রুথ প্রভু ৷

সামান্থ বলেন, "একজন মহিলা হিসাবে আমরা অনেকটা পথ অতিক্রম করেছি ৷ কিন্তু যখনই পিরিয়ডস বা ঋতুস্রাব নিয়ে কথা হয় তখনই তা লজ্জার সঙ্গে হয় ৷" সম্প্রতি এক পডকাস্টে উপস্থিত ছিলেন অভিনেত্রী ৷ তিনি কথা বলেন পুষ্টিবিদ রাশি চৌধুরীর সঙ্গে ৷ সেই আলাপচারিতায় উঠে আসে মেন্সট্রুয়েশন, সাইক্লিং সিস্টেম ইত্যাদির কারণে মেয়েদের যেরকম সমস্যার সম্মুখীন হতে হয় ৷

অভিনেত্রী বলেন, "সমাজে প্রচলিত এই ভুল ধারণা ও ট্যাবু ভাঙা অনেক কঠিন ৷ আমাদের চক্রগুলি শক্তিশালী এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, ৷ জীবনকে নিশ্চিত করে এই চক্র। এটায় লজ্জা পাওয়ার বা লুকানোর বা হালকাভাবে নেওয়ার মতো বিষয় নয়।" এদিনের পডকাস্টে সামান্থা তাঁর শরীরের সঙ্গে কীভাবে একাত্ম বোধ করেন, তুলে ধরেন মনের কথা ৷ সামান্থার কথায়, "পিরিয়ডস বা মাসিক চক্র আমাদের মন ও শরীরে ওপর কীভাবে প্রভাব ফেলে, সেই বিষয়ে বছরের পর বছর আরও বেশি শেখা উচিত ৷ পুষ্টিবিদ রাশি খুব সুন্দর করে নিজের মতো করে জানিয়েছেন ৷ আমার খুব ভালো লেগেছে ৷ একজন মহিলা হয়ে জন্মানো কতটা আশীর্বাদ স্বরূপ তা বুঝেছি ৷"

কেরিয়ারের দিকে নজর দিলে দেখা যায়, অভিনেত্রীর পাশাপাশি প্রযোজকের জুতোতে পা গলিয়েছেন সামান্থা ৷ ছবির নাম 'সুভম' ৷ 7 এপ্রিল এই ছবির টিজার সামনে এসেছে ৷ তিনি লেখেন, "সকলের সামনে আমাদের পরিশ্রমের ফসল ৷ একটা ছোট্ট টিম অনেক বড় স্বপ্ন নিয়ে ৷ আশা করি আমাদের এই ছবি আপনাদের ভালো লাগবে ৷ আর হয়তো এটা খুব সুন্দর একটা জার্নির শুরু ৷" ছবিটি পরিচালনা করেছেন বসন্ত মারিগান্তি ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.