ETV Bharat / entertainment

'আর উত্তেজনা ধরে রাখতে পারছি না...!' কেন বললেন সায়নী ঘোষ ? - SAAYONI GHOSH

রামকমল মুখোপাধ্যায়ের আগামী ছবিতে সাংসদ-অভিনেত্রী সায়নী ঘোষ ৷ কোন চরিত্রে দেখা যাবে তারকাকে ?

Saayoni Ghosh
সায়নী ঘোষ (Special Arrangement)
author img

By ETV Bharat Entertainment Team

Published : April 16, 2025 at 1:34 PM IST

2 Min Read

কলকাতা, 16 এপ্রিল: "আর উত্তেজনা ধরে রাখতে পারছি না..."- সামাজিক মাধ্যমে লিখলেন তৃণমূল যুবনেত্রী তথা সাংসদ সায়নী ঘোষ। উত্তেজনা কীসের? না, কোনও রাজনৈতিক কারণ নয়। কারণটা সায়নীর ভালোবাসার, পরিচিত হওয়ার শিকড়ের। রামকমল মুখোপাধ্যায়ের পরিচালনায় 'লক্ষ্মীকান্তপুর লোকাল'-এ পরিচারিকার ভূমিকায় দেখা যাবে সাংসদ সায়নী ঘোষকে।

আগামী 20 মে সর্বসমক্ষে আসতে চলেছে তাঁর পরিচারিকা চরিত্রের ফার্স্ট লুক। ছবির টিজার পোস্টার সামাজিক মাধ্যমে ভাগ করে নিয়েই নিজের উত্তেজনার কথা জানিয়েছেন সায়নী। টিজার পোস্টারেই লেখা রয়েছে যে আগামী 20 মে সামনে আসবে ছবির চরিত্রদের ফার্স্ট লুক। সেই কারণেই আর উত্তেজনা ধরে রাখতে পারছেন না সায়নী। তবে, তাঁর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাঁর সাড়া মেলেনি।

যাঁদের ছাড়া আমাদের একটি দিনও চলে না, আমরা অচল হয়ে যাই তাঁদের পোশাকি নাম 'পরিচারিকা'। এই যেমন মালতীর মা কাজে না গেলে মেমসাহেবের পার্লারে যাওয়া হবে না। আবার লক্ষ্মী দি কামাই করলে কারি কারি বাসন মাজবে কে? এই সব ভেবে মাথায় হাত ওঠে বাড়ির মহিলাদের। সেই সব মালতী দি, লক্ষ্মী দি'রাই এই গল্পের মূল নায়িকা। যে চরিত্রগুলিতে দেখা যাবে সায়নী ঘোষ, চান্দ্রেয়ী ঘোষ, পাওলি দামকে। এ ছাড়া এই ছবির হাত ধরেই পর্দায় জুটি বাঁধছেন কৌশিক গঙ্গোপাধ্যায় এবং ঋতুপর্ণা সেনগুপ্ত। তাঁদেরকে কেন্দ্রে রেখেই এগোবে ছবির গল্প। মন্ত্রীর ভূমিকাতে দেখা যাবে বিধায়ক মদন মিত্রকে। এ ছাড়াও রয়েছেন ইন্দ্রনীল সেনগুপ্ত, সঙ্গীতা সিনহা, জন ভট্টাচার্য, শ্যামল দত্ত, অসীম রায়চৌধুরী, রাজনন্দিনী পাল এবং দেবাশিস মণ্ডল প্রমুখ। অ্যাঞ্জেল ক্রিয়েশনসের ব্যানারে সঙ্গীতা সিনহার প্রযোজনায় আসবে এই ছবি।

উল্লেখ্য, লক্ষ্মীকান্তপুর লোকালে চেপে দিনের একটা বিশেষ সময়ে ক্যানিংয়ের দিক থেকে প্রতিদিন কলকাতায় আসেন ওঁরা। তারপর ছড়িয়ে পড়েন শহর ও শহরতলির উচ্চ, মধ্য ও নিম্ন মধ্যবিত্ত পরিবারে। যেখানে তাঁদের খুব কদর। রামকমল মুখোপাধ্যায় প্রথম বাংলা ছবি 'বিনোদিনী- একটি নটীর উপাখ্যান' বানিয়ে সাড়া ফেলেছেন বাঙালি দর্শকের মনে। এই 'লক্ষ্মীকান্তপুর লোকাল' যে আম বাঙালির মনে সাড়া ফেলবে তেমন আশা অমূলক নয়। কোথাও না কোথাও নিজেকে খুঁজে পাবেন বাড়ির মহিলারা। বাকিটা সময় বলবে। কবে এই ছবির মুক্তি, সেই ব্যাপারে এখনও কিছু জানা যায়নি ।

কলকাতা, 16 এপ্রিল: "আর উত্তেজনা ধরে রাখতে পারছি না..."- সামাজিক মাধ্যমে লিখলেন তৃণমূল যুবনেত্রী তথা সাংসদ সায়নী ঘোষ। উত্তেজনা কীসের? না, কোনও রাজনৈতিক কারণ নয়। কারণটা সায়নীর ভালোবাসার, পরিচিত হওয়ার শিকড়ের। রামকমল মুখোপাধ্যায়ের পরিচালনায় 'লক্ষ্মীকান্তপুর লোকাল'-এ পরিচারিকার ভূমিকায় দেখা যাবে সাংসদ সায়নী ঘোষকে।

আগামী 20 মে সর্বসমক্ষে আসতে চলেছে তাঁর পরিচারিকা চরিত্রের ফার্স্ট লুক। ছবির টিজার পোস্টার সামাজিক মাধ্যমে ভাগ করে নিয়েই নিজের উত্তেজনার কথা জানিয়েছেন সায়নী। টিজার পোস্টারেই লেখা রয়েছে যে আগামী 20 মে সামনে আসবে ছবির চরিত্রদের ফার্স্ট লুক। সেই কারণেই আর উত্তেজনা ধরে রাখতে পারছেন না সায়নী। তবে, তাঁর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাঁর সাড়া মেলেনি।

যাঁদের ছাড়া আমাদের একটি দিনও চলে না, আমরা অচল হয়ে যাই তাঁদের পোশাকি নাম 'পরিচারিকা'। এই যেমন মালতীর মা কাজে না গেলে মেমসাহেবের পার্লারে যাওয়া হবে না। আবার লক্ষ্মী দি কামাই করলে কারি কারি বাসন মাজবে কে? এই সব ভেবে মাথায় হাত ওঠে বাড়ির মহিলাদের। সেই সব মালতী দি, লক্ষ্মী দি'রাই এই গল্পের মূল নায়িকা। যে চরিত্রগুলিতে দেখা যাবে সায়নী ঘোষ, চান্দ্রেয়ী ঘোষ, পাওলি দামকে। এ ছাড়া এই ছবির হাত ধরেই পর্দায় জুটি বাঁধছেন কৌশিক গঙ্গোপাধ্যায় এবং ঋতুপর্ণা সেনগুপ্ত। তাঁদেরকে কেন্দ্রে রেখেই এগোবে ছবির গল্প। মন্ত্রীর ভূমিকাতে দেখা যাবে বিধায়ক মদন মিত্রকে। এ ছাড়াও রয়েছেন ইন্দ্রনীল সেনগুপ্ত, সঙ্গীতা সিনহা, জন ভট্টাচার্য, শ্যামল দত্ত, অসীম রায়চৌধুরী, রাজনন্দিনী পাল এবং দেবাশিস মণ্ডল প্রমুখ। অ্যাঞ্জেল ক্রিয়েশনসের ব্যানারে সঙ্গীতা সিনহার প্রযোজনায় আসবে এই ছবি।

উল্লেখ্য, লক্ষ্মীকান্তপুর লোকালে চেপে দিনের একটা বিশেষ সময়ে ক্যানিংয়ের দিক থেকে প্রতিদিন কলকাতায় আসেন ওঁরা। তারপর ছড়িয়ে পড়েন শহর ও শহরতলির উচ্চ, মধ্য ও নিম্ন মধ্যবিত্ত পরিবারে। যেখানে তাঁদের খুব কদর। রামকমল মুখোপাধ্যায় প্রথম বাংলা ছবি 'বিনোদিনী- একটি নটীর উপাখ্যান' বানিয়ে সাড়া ফেলেছেন বাঙালি দর্শকের মনে। এই 'লক্ষ্মীকান্তপুর লোকাল' যে আম বাঙালির মনে সাড়া ফেলবে তেমন আশা অমূলক নয়। কোথাও না কোথাও নিজেকে খুঁজে পাবেন বাড়ির মহিলারা। বাকিটা সময় বলবে। কবে এই ছবির মুক্তি, সেই ব্যাপারে এখনও কিছু জানা যায়নি ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.