ETV Bharat / entertainment

দিলীপ দা বিয়ে করেছে বেশ করেছে... কটাক্ষের জবাব দুই প্রাক্তন দলীয় সদস্যার - DILIP GHOSH WEDS RINKU MAJUMDER

বেশি বয়সে মাথায় টোপর বিজেপি নেতা দিলীপ ঘোষের ৷ সমাজমাধ্যমে জোর চর্চা-ট্রলড ৷ সরব এককালে তাঁরই দলের সমর্থনে থাকা দুই অভিনেত্রী রূপা ভট্টাচার্য-রূপাঞ্জনা মিত্র।

Etv Bharat
অভিনেত্রী রূপা ভট্টাচার্য-রূপাঞ্জনা মিত্র (Special Arrangement)
author img

By ETV Bharat Entertainment Team

Published : April 19, 2025 at 9:46 AM IST

2 Min Read

কলকাতা, 19 এপ্রিল: বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ। তাঁর বিয়ে নিয়ে জোর চর্চা নানা মহলে। শুক্রবার থেকেই সাড়া পড়েছে নেট পাড়ায়। এসে গিয়েছে নতুন দম্পতির এআই নির্ভর স্থির চিত্রও। অনেকের মতে, 61-তে বিয়ে! কেউ আবার বলছেন বয়স তো কেবল সংখ্যা। আবার শুভেচ্ছা বার্তাও কম পাচ্ছেন না এই জুটি। একইসঙ্গে তৈরি হচ্ছে মিম। কমেন্ট বক্স ভরে উঠছে তীর্যক মন্তব্যেও।

জনৈক ব্যক্তি লিখছেন, এবার যদি মেয়েদের একটু সম্মান দিয়ে কথা বলতে শেখেন। উল্লেখ্য, তাঁকে শুভেচ্ছা জানিয়েও কটাক্ষ করতে ছাড়েননি তৃণমূলের কল্যাণ বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি দিলীপ ঘোষকে তাঁর নতুন ইনিংসের জন্য শুভেচ্ছাও জানাচ্ছেন বহু মানুষ। অনেকের মতে, "দু তিনটে বিয়ে করে অস্বীকার করার মতন কাজ উনি করেননি। কিংবা নিজের বউকে ফেলে হাঁটুর বয়সি কারওকে বিয়ে করেননি।" এহেন সব নিয়ে নেটপাড়া এখন দিলীপময়। সরব হয়েছেন এককালে তাঁরই দলের সমর্থনে থাকা দুই অভিনেত্রী। রূপা ভট্টাচার্য এবং রূপাঞ্জনা মিত্র।

ইটিভি ভার‍তে রূপাঞ্জনা মিত্র বলেন, "অনেক শুভেচ্ছা ওঁদের। নতুন জীবন সুখের হোক ওঁদের। শুনলাম দিলীপ দা যাঁকে বিয়ে করেছেন তাঁর একটি ছেলেও আছে। সকলকে নিয়ে সুখী হোন দিলীপ দা। আমি যখন দলে সশরীরে ছিলাম আমার সঙ্গে সম্পর্ক ভালো ছিল। ভদ্র মানুষ। রাজনৈতিক জগতে মানুষ সবার কাছে তো প্রিয় হন না। সেই জায়গা থেকে অনেকের রাগও আছে ওঁর উপরে। তাই ট্রোলড হচ্ছেন। একদিন সব বন্ধ হয়ে যাবে। আসলে হঠাৎ করে একটা খবর সামনে এলে সবাই মন্তব্য করতে শুরু করে। দিলীপ দা'র ক্ষেত্রেও সেটাই হয়েছে। থেমে যাবে।"

রূপা ভট্টাচার্য সামাজিক মাধ্যমেই লিখেছেন, "আমি ওনাকে পছন্দ করি না । ওনার ভাষা ওনার বোধ এবং ওনার রগড়ে দেওয়ার অভিপ্রায় সবই আমি detest করি । কিন্তু দুজন মানুষ যে বয়সে হোক ভালোবেসে নিজের পছন্দে বিয়ে করেছে, বেশ করেছে । হেট স্পিচ দেওয়া( Hate speech) দেওয়া অথবা ওনার রাজনৈতিক বক্তব্যর থেকে ওনার বিয়ে অনেক বেশি সুস্থ রুচির।" রূপার কাছে এই ব্যাপারে আরও কিছু জানতে চাইলে বলেন, "আমি সামাজিক মাধ্যমে যা লিখেছি ওটাই আমার বক্তব্য।"

যতই ট্রলড হোক, জয় সবসময় ভালোবাসারই হয় ৷ দিলীপ ঘোষ ও রিঙ্কু মজুমদারের আগামী আরও সুন্দর হবে, সেই প্রার্থণাও করেছেন অনেকে ৷

কলকাতা, 19 এপ্রিল: বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ। তাঁর বিয়ে নিয়ে জোর চর্চা নানা মহলে। শুক্রবার থেকেই সাড়া পড়েছে নেট পাড়ায়। এসে গিয়েছে নতুন দম্পতির এআই নির্ভর স্থির চিত্রও। অনেকের মতে, 61-তে বিয়ে! কেউ আবার বলছেন বয়স তো কেবল সংখ্যা। আবার শুভেচ্ছা বার্তাও কম পাচ্ছেন না এই জুটি। একইসঙ্গে তৈরি হচ্ছে মিম। কমেন্ট বক্স ভরে উঠছে তীর্যক মন্তব্যেও।

জনৈক ব্যক্তি লিখছেন, এবার যদি মেয়েদের একটু সম্মান দিয়ে কথা বলতে শেখেন। উল্লেখ্য, তাঁকে শুভেচ্ছা জানিয়েও কটাক্ষ করতে ছাড়েননি তৃণমূলের কল্যাণ বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি দিলীপ ঘোষকে তাঁর নতুন ইনিংসের জন্য শুভেচ্ছাও জানাচ্ছেন বহু মানুষ। অনেকের মতে, "দু তিনটে বিয়ে করে অস্বীকার করার মতন কাজ উনি করেননি। কিংবা নিজের বউকে ফেলে হাঁটুর বয়সি কারওকে বিয়ে করেননি।" এহেন সব নিয়ে নেটপাড়া এখন দিলীপময়। সরব হয়েছেন এককালে তাঁরই দলের সমর্থনে থাকা দুই অভিনেত্রী। রূপা ভট্টাচার্য এবং রূপাঞ্জনা মিত্র।

ইটিভি ভার‍তে রূপাঞ্জনা মিত্র বলেন, "অনেক শুভেচ্ছা ওঁদের। নতুন জীবন সুখের হোক ওঁদের। শুনলাম দিলীপ দা যাঁকে বিয়ে করেছেন তাঁর একটি ছেলেও আছে। সকলকে নিয়ে সুখী হোন দিলীপ দা। আমি যখন দলে সশরীরে ছিলাম আমার সঙ্গে সম্পর্ক ভালো ছিল। ভদ্র মানুষ। রাজনৈতিক জগতে মানুষ সবার কাছে তো প্রিয় হন না। সেই জায়গা থেকে অনেকের রাগও আছে ওঁর উপরে। তাই ট্রোলড হচ্ছেন। একদিন সব বন্ধ হয়ে যাবে। আসলে হঠাৎ করে একটা খবর সামনে এলে সবাই মন্তব্য করতে শুরু করে। দিলীপ দা'র ক্ষেত্রেও সেটাই হয়েছে। থেমে যাবে।"

রূপা ভট্টাচার্য সামাজিক মাধ্যমেই লিখেছেন, "আমি ওনাকে পছন্দ করি না । ওনার ভাষা ওনার বোধ এবং ওনার রগড়ে দেওয়ার অভিপ্রায় সবই আমি detest করি । কিন্তু দুজন মানুষ যে বয়সে হোক ভালোবেসে নিজের পছন্দে বিয়ে করেছে, বেশ করেছে । হেট স্পিচ দেওয়া( Hate speech) দেওয়া অথবা ওনার রাজনৈতিক বক্তব্যর থেকে ওনার বিয়ে অনেক বেশি সুস্থ রুচির।" রূপার কাছে এই ব্যাপারে আরও কিছু জানতে চাইলে বলেন, "আমি সামাজিক মাধ্যমে যা লিখেছি ওটাই আমার বক্তব্য।"

যতই ট্রলড হোক, জয় সবসময় ভালোবাসারই হয় ৷ দিলীপ ঘোষ ও রিঙ্কু মজুমদারের আগামী আরও সুন্দর হবে, সেই প্রার্থণাও করেছেন অনেকে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.