ETV Bharat / entertainment

'তৃণমূলী ফতোয়া, আমাকে সিনেমায় নিলে হল মিলবে না !' রুদ্র-বাণে কী মত টলিপাড়ার - Rudranil Ghosh

Rudranil Ghosh on Cinema: বরবরাই টলিউডে কাজ না-পাওয়া নিয়ে নিজের ক্ষোভ প্রকাশ করে থাকেন অভিনেতা রুদ্রনীল ঘোষ ৷ এ বার তাঁর অভিযোগ, তাঁকে কাজ নিলে হল পাবেন না প্রযোজকরা ৷ যদিও এই অভিযোগ মানতে নারাজ পরিচালক সুদেষ্ণা রায় ৷

author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 29, 2024, 1:48 PM IST

Etv Bharat
রুদ্রনীলের অভিযোগে টলিপাড়ার প্রতিক্রিয়া
কাজ না-পাওয়া নিয়ে সরব অভিনেতা রুদ্রনীল

কলকাতা, 29 মার্চ: বিগত কয়েকদিন ধরেই আলোচনার শীর্ষে বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ । আসন্ন লোকসভা নির্বাচনে এখনও পর্যন্ত যে ক'টি আসনে প্রার্থীর নাম ঘোষণা হয়েছে তার মধ্যে নাম নেই রুদ্রনীলের ৷ যদিও আরও চারটি কেন্দ্রের নাম ঘোষণা এখনও বাকি । এরই মাঝে বিজেপি'র বেশকিছু হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে বেরিয়ে যাওয়ার পর থেকেই তাঁর দল ছাড়া নিয়ে শুরু হয় জল্পনা ৷ তার মাঝেই ইটিভি ভারতকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে ফের টলিউডে কাজ না-পাওয়ার অভিযোগ তুলেছেন অভিনেতা ৷ পাশাপাশি, তিনি যে দল ছাড়ছেন না, তাও স্পষ্ট করেছেন রুদ্রনীল ৷

তিনি বলেন, "বাংলায় আমার কাছ থেকে জীবিকা কেড়ে নেওয়া হয়েছে । সিনেমায় আমাকে নিলে হল পাওয়া যাবে না, ব্যবসায় লোকসান হবে এরকম একটা ফতোয়া জারি করে রেখেছে রাজ্যের সরকার । বেশ স্বাচ্ছন্দ্যে ছিলাম নিজের কাজ নিয়ে । সেটা কেড়ে নেওয়া হয়েছে । সৃজিত মুখোপাধ্যায়ের মতো যে সব পরিচালক তৃণমূলের ভয়ে ভীত না হয়ে, অভিনেতাকে কাজে লাগাতে জানেন, তাঁরা হয়তো আমাকে ভবিষ্যতে কাজে লাগাবেন । কিন্তু সবাই তো তা নয় । ফলত আমার কাজ এখানে নেই বললেই চলে ।"

এই অভিযোগ নিয়ে আগেও হুঙ্কার দিতে দেখা গিয়েছে অনেক অভিনেতাকে । এমনই একজন অনিন্দ্য বন্দ্যোপাধ্যায় । তাঁর কাছে এই ব্যাপারে জানতে চাইলে তিনি রুদ্রনীলের কথার রেশ টেনে বলেন, "অলিখিতভাবে এই ব্যাপারটা তো আছেই যে শাসক দলের পক্ষে না-হলে ইন্ডাস্ট্রিতে কাজ পাওয়া মুশকিল । সেটা শুধু অভিনেতার ক্ষেত্রে প্রযোজ্য নয়, পরিচালক, প্রযোজক সবার ক্ষেত্রে প্রযোজ্য ।"

তিনি আরও বলেন, " 2016-তে তৃণমূলে যোগ দিতে বললে আমরা কয়েকজন না-করায় কাজ ছিল না কয়েকদিন আমাদের । এরপর বিজেপিতে আসি । বিজেপি ছাড়ার পর দেখছি কাজ আসছে । তবে, আমরা যেহেতু থিয়েটারটা করে এসেছি তাই কাজটা পাই কম-বেশি । থিয়েটারের লোক হয়েও কিন্তু আমার কাছে একটা সময়ে কাজ ছিল না ।"

অভিনেত্রী তথা পরিচালক সুদেষ্ণা রায় আবার এই অভিযোগ সম্পূর্ণ উড়িয়ে দিয়েছেন ৷ তিনি বলেন, "রুদ্র মন গড়া কথা বলেছে । এ রকম কোনও ফতোয়া জারি নেই যে ওকে সিনেমায় নিলে হল পাওয়া যাবে না । ও তো কাজ করেছে বিজেপিতে আসার পরেও । 'বিবাহ অভিযান' করল তো । আমিও একটা সিনেমার কথা ভেবেছি । সেখানে একটা চরিত্র আছে যেখানে রুদ্রকেই মানায় । আমি ছবিটা করলে রুদ্রকেই বলব । ওর সঙ্গে তো রাজের ভালো বন্ধুত্ব । এখন ওর সঙ্গে মানানসই চরিত্র হয়তো নেই, তাই ওর কাজ নেই । ইন্ডাস্ট্রির কারও ওর সঙ্গে কাজ করতে কোনও অসুবিধা নেই । কাজ না-থাকলে এ রকম কথা বলবে তা তো হয় না । মিঠুন দা'কে নিয়ে রাজ কাজ করছে । দেব করল, সোহম করছে ।"

এই ব্যাপারে অভিনেত্রী রূপালি ভট্টাচার্য এবং জিতু কমলের কাছে প্রশ্ন করা হলে তাঁরা কিছু বলতে চাননি ।

উল্লেখ্য, টলিউড নিয়ে রুদ্রনীল ঘোষ যা-ই অভিযোগ করুন না কেন, বলিউডে নিজের মাটি শক্ত করতে প্রস্তুত অভিনেতা ৷ অমিত শর্মার পরিচালনায় আসন্ন হিন্দি ছবি 'ময়দান'-এ তাঁকে দেখবে দর্শক । তাঁর সহ-অভিনেতা বলিউডের সুপারস্টার অজয় দেবগন । এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে তিনি ইটিভি ভারতকে বলেন, "আমার কাজ এখন অধিকাংশই হিন্দিতে । কে কে মেনন, অমিত শর্মার সঙ্গে কাজ করার সৌভাগ্য হয়েছে । 'ময়দান' রিলিজ করছে 10 এপ্রিল । সেখানে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছি । এই দিক থেকে আমি টলিউডের কাছে কৃতজ্ঞ । এই ইন্ডাস্ট্রি আমাকে রুদ্র থেকে রুদ্রনীল না-বানালে মায়ানগরীতে পা দিতে পারতাম না ।"

'ময়দান'-এ কাজ প্রসঙ্গে তিনি বলেন, "বেশ ভয়ে ভয়েই ছিলাম । কারণ এখান থেকে এর আগে শাশ্বত চট্টোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায়, পাওলি দাম, স্বস্তিকা মুখোপাধ্যায়, টোটা রায়চৌধুরী, অনির্বাণ ভট্টাচার্য সকলেই মুম্বইতে কাজ করেছেন । সবসময়েই মাথায় ছিল আমি যেন সেখানে গিয়ে মান রাখতে পারি আমার ইন্ডাস্ট্রির ।" 'ময়দান' ছবিতে রুদ্রনীলকে কেমন ভূমিকায় দেখা যাবে তা ছবি মুক্তির পরেই বোঝা যাবে ৷ তার আগে সকলের নজর রয়েছে বিজেপির হয়ে কীভাবে তিনি ভোটের ময়দানে নামেন সেটাই দেখার ৷

আরও পড়ুন

1. কোথায় দাঁড়িয়ে বাংলা থিয়েটার ? বিশ্ব নাট্য দিবসে হাল-হকিকত জানল ইটিভি ভারত

2. 'বাড়ির পাইথনদের সঙ্গে আলাপ হয়নি', ইটিভি ভারতের সঙ্গে আড্ডায় মিথিলা

3. ছেলেকে নিয়ে কলকাতায় পরীমণি, শুরু হচ্ছে তাঁর নতুন ছবির শ্যুটিং

কাজ না-পাওয়া নিয়ে সরব অভিনেতা রুদ্রনীল

কলকাতা, 29 মার্চ: বিগত কয়েকদিন ধরেই আলোচনার শীর্ষে বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ । আসন্ন লোকসভা নির্বাচনে এখনও পর্যন্ত যে ক'টি আসনে প্রার্থীর নাম ঘোষণা হয়েছে তার মধ্যে নাম নেই রুদ্রনীলের ৷ যদিও আরও চারটি কেন্দ্রের নাম ঘোষণা এখনও বাকি । এরই মাঝে বিজেপি'র বেশকিছু হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে বেরিয়ে যাওয়ার পর থেকেই তাঁর দল ছাড়া নিয়ে শুরু হয় জল্পনা ৷ তার মাঝেই ইটিভি ভারতকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে ফের টলিউডে কাজ না-পাওয়ার অভিযোগ তুলেছেন অভিনেতা ৷ পাশাপাশি, তিনি যে দল ছাড়ছেন না, তাও স্পষ্ট করেছেন রুদ্রনীল ৷

তিনি বলেন, "বাংলায় আমার কাছ থেকে জীবিকা কেড়ে নেওয়া হয়েছে । সিনেমায় আমাকে নিলে হল পাওয়া যাবে না, ব্যবসায় লোকসান হবে এরকম একটা ফতোয়া জারি করে রেখেছে রাজ্যের সরকার । বেশ স্বাচ্ছন্দ্যে ছিলাম নিজের কাজ নিয়ে । সেটা কেড়ে নেওয়া হয়েছে । সৃজিত মুখোপাধ্যায়ের মতো যে সব পরিচালক তৃণমূলের ভয়ে ভীত না হয়ে, অভিনেতাকে কাজে লাগাতে জানেন, তাঁরা হয়তো আমাকে ভবিষ্যতে কাজে লাগাবেন । কিন্তু সবাই তো তা নয় । ফলত আমার কাজ এখানে নেই বললেই চলে ।"

এই অভিযোগ নিয়ে আগেও হুঙ্কার দিতে দেখা গিয়েছে অনেক অভিনেতাকে । এমনই একজন অনিন্দ্য বন্দ্যোপাধ্যায় । তাঁর কাছে এই ব্যাপারে জানতে চাইলে তিনি রুদ্রনীলের কথার রেশ টেনে বলেন, "অলিখিতভাবে এই ব্যাপারটা তো আছেই যে শাসক দলের পক্ষে না-হলে ইন্ডাস্ট্রিতে কাজ পাওয়া মুশকিল । সেটা শুধু অভিনেতার ক্ষেত্রে প্রযোজ্য নয়, পরিচালক, প্রযোজক সবার ক্ষেত্রে প্রযোজ্য ।"

তিনি আরও বলেন, " 2016-তে তৃণমূলে যোগ দিতে বললে আমরা কয়েকজন না-করায় কাজ ছিল না কয়েকদিন আমাদের । এরপর বিজেপিতে আসি । বিজেপি ছাড়ার পর দেখছি কাজ আসছে । তবে, আমরা যেহেতু থিয়েটারটা করে এসেছি তাই কাজটা পাই কম-বেশি । থিয়েটারের লোক হয়েও কিন্তু আমার কাছে একটা সময়ে কাজ ছিল না ।"

অভিনেত্রী তথা পরিচালক সুদেষ্ণা রায় আবার এই অভিযোগ সম্পূর্ণ উড়িয়ে দিয়েছেন ৷ তিনি বলেন, "রুদ্র মন গড়া কথা বলেছে । এ রকম কোনও ফতোয়া জারি নেই যে ওকে সিনেমায় নিলে হল পাওয়া যাবে না । ও তো কাজ করেছে বিজেপিতে আসার পরেও । 'বিবাহ অভিযান' করল তো । আমিও একটা সিনেমার কথা ভেবেছি । সেখানে একটা চরিত্র আছে যেখানে রুদ্রকেই মানায় । আমি ছবিটা করলে রুদ্রকেই বলব । ওর সঙ্গে তো রাজের ভালো বন্ধুত্ব । এখন ওর সঙ্গে মানানসই চরিত্র হয়তো নেই, তাই ওর কাজ নেই । ইন্ডাস্ট্রির কারও ওর সঙ্গে কাজ করতে কোনও অসুবিধা নেই । কাজ না-থাকলে এ রকম কথা বলবে তা তো হয় না । মিঠুন দা'কে নিয়ে রাজ কাজ করছে । দেব করল, সোহম করছে ।"

এই ব্যাপারে অভিনেত্রী রূপালি ভট্টাচার্য এবং জিতু কমলের কাছে প্রশ্ন করা হলে তাঁরা কিছু বলতে চাননি ।

উল্লেখ্য, টলিউড নিয়ে রুদ্রনীল ঘোষ যা-ই অভিযোগ করুন না কেন, বলিউডে নিজের মাটি শক্ত করতে প্রস্তুত অভিনেতা ৷ অমিত শর্মার পরিচালনায় আসন্ন হিন্দি ছবি 'ময়দান'-এ তাঁকে দেখবে দর্শক । তাঁর সহ-অভিনেতা বলিউডের সুপারস্টার অজয় দেবগন । এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে তিনি ইটিভি ভারতকে বলেন, "আমার কাজ এখন অধিকাংশই হিন্দিতে । কে কে মেনন, অমিত শর্মার সঙ্গে কাজ করার সৌভাগ্য হয়েছে । 'ময়দান' রিলিজ করছে 10 এপ্রিল । সেখানে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছি । এই দিক থেকে আমি টলিউডের কাছে কৃতজ্ঞ । এই ইন্ডাস্ট্রি আমাকে রুদ্র থেকে রুদ্রনীল না-বানালে মায়ানগরীতে পা দিতে পারতাম না ।"

'ময়দান'-এ কাজ প্রসঙ্গে তিনি বলেন, "বেশ ভয়ে ভয়েই ছিলাম । কারণ এখান থেকে এর আগে শাশ্বত চট্টোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায়, পাওলি দাম, স্বস্তিকা মুখোপাধ্যায়, টোটা রায়চৌধুরী, অনির্বাণ ভট্টাচার্য সকলেই মুম্বইতে কাজ করেছেন । সবসময়েই মাথায় ছিল আমি যেন সেখানে গিয়ে মান রাখতে পারি আমার ইন্ডাস্ট্রির ।" 'ময়দান' ছবিতে রুদ্রনীলকে কেমন ভূমিকায় দেখা যাবে তা ছবি মুক্তির পরেই বোঝা যাবে ৷ তার আগে সকলের নজর রয়েছে বিজেপির হয়ে কীভাবে তিনি ভোটের ময়দানে নামেন সেটাই দেখার ৷

আরও পড়ুন

1. কোথায় দাঁড়িয়ে বাংলা থিয়েটার ? বিশ্ব নাট্য দিবসে হাল-হকিকত জানল ইটিভি ভারত

2. 'বাড়ির পাইথনদের সঙ্গে আলাপ হয়নি', ইটিভি ভারতের সঙ্গে আড্ডায় মিথিলা

3. ছেলেকে নিয়ে কলকাতায় পরীমণি, শুরু হচ্ছে তাঁর নতুন ছবির শ্যুটিং

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.