ETV Bharat / entertainment

হিন্দি ওয়েব সিরিজে পা রাখছেন ঋতুপর্ণা, কার পরিচালনায় ? - RITUPARNA SENGUPTA

একাধিক হিন্দি ছবিতে অভিনয় করতে দেখা গিয়েছে তাঁকে ৷ তাঁর ঝুলিতে রয়েছে, 'ম্যায় মেরি পত্নী অউর ও' থেকে 'দিল তো বাচ্চা হ্যায় জি' ৷

Rituparna Sengupta
হিন্দি ওয়েব সিরিজে পা রাখছেন ঋতুপর্ণা সেনগুপ্ত (নিজস্ব ছবি)
author img

By ETV Bharat Entertainment Team

Published : June 10, 2025 at 5:23 PM IST

2 Min Read

কলকাতা, 10 জুন: প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, জিৎ, পরমব্রত চট্টোপাধ্যায়, টোটা রায়চৌধুরী, আবির চট্টোপাধ্যায়ের পর এবার হিন্দি ওয়েব সিরিজে দেখা যাবে টলিকুইন ঋতুপর্ণা সেনগুপ্তকে । সূত্রের খবর, হনসল মেহেতার সঙ্গে ওই ওয়েব সিরিজে কাজ করতে চলেছেন তিনি ।

কিছুদিন আগেই মুক্তি পেয়েছে ঋতুপর্ণার প্রযোজনায় এবং অভিনয়ে বাংলা ছবি 'পুরাতন' । এই ছবির মাধ্যমেই অনেকদিন পর বাংলা ছবিতে কাজ করলেন শর্মিলা ঠাকুর । মা ও মেয়ের ভূমিকায় অভিনয় করেন তিনি এবং ঋতুপর্ণা সেনগুপ্ত ।

উল্লেখ্য, একাধিক হিন্দি ছবিতে অভিনয় করেছেন ঋতুপর্ণা সেনগুপ্ত । তালিকায় আছে 'তিসরা কৌন', 'কালি টোপি লাল রুমাল', 'আক্রোশ', 'ম্যায় মেরি পত্নী অউর ও', 'দিল তো বাচ্চা হ্যায় জি', 'বাঁসুরি', 'হাম তুমহে চাহতে হ্যায়', 'ম্যায় ক্ষুদিরাম বোস হুঁ', 'ফক্স', 'লাভ খিচড়ি', 'এস আর কে'-সহ আরও একগুচ্ছ হিন্দি ছবি । তবে হিন্দি সিরিজে এই প্রথম অভিষেক ঘটতে চলেছে তাঁর ৷ যদিও বাংলা সিরিজে এখনও দেখা যায়নি তাঁকে । তবে, অভিনেত্রীর সঙ্গে এই ব্যাপারে যোগাযোগ করলে কোনও সাড়া মেলেনি ।

কিছুদিন আগেই শোনা যাচ্ছিল 'গান্ধি' ওয়েব সিরিজের পর নতুন প্রজেক্টে হাত দিতে চলেছেন হনসল মেহেতা । দুই বিজনেস টাইকুনের দ্বৈরথ দেখানো হবে নেটফ্লিক্সের এই সিরিজে । কাস্টিং-এও আছে চমক । আরও জানা গিয়েছে, অনিল কাপুর, বিজয় ভার্মা, নেহা ধুপিয়াদের মতো অভিনেতা-অভিনেত্রীদের দেখা যাবে গুরুত্বপূর্ণ সব চরিত্রে । সিরিজে থাকছেন রাইমা সেনও । আর সেই সিরিজেই এক বিশেষ ভূমিকায় দেখা যাবে ঋতুপর্ণা সেনগুপ্তকে । চলতি মাসেই শ্রীলঙ্কায় শুটিং শুরু হবে বলে খবর ।

কলকাতা, 10 জুন: প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, জিৎ, পরমব্রত চট্টোপাধ্যায়, টোটা রায়চৌধুরী, আবির চট্টোপাধ্যায়ের পর এবার হিন্দি ওয়েব সিরিজে দেখা যাবে টলিকুইন ঋতুপর্ণা সেনগুপ্তকে । সূত্রের খবর, হনসল মেহেতার সঙ্গে ওই ওয়েব সিরিজে কাজ করতে চলেছেন তিনি ।

কিছুদিন আগেই মুক্তি পেয়েছে ঋতুপর্ণার প্রযোজনায় এবং অভিনয়ে বাংলা ছবি 'পুরাতন' । এই ছবির মাধ্যমেই অনেকদিন পর বাংলা ছবিতে কাজ করলেন শর্মিলা ঠাকুর । মা ও মেয়ের ভূমিকায় অভিনয় করেন তিনি এবং ঋতুপর্ণা সেনগুপ্ত ।

উল্লেখ্য, একাধিক হিন্দি ছবিতে অভিনয় করেছেন ঋতুপর্ণা সেনগুপ্ত । তালিকায় আছে 'তিসরা কৌন', 'কালি টোপি লাল রুমাল', 'আক্রোশ', 'ম্যায় মেরি পত্নী অউর ও', 'দিল তো বাচ্চা হ্যায় জি', 'বাঁসুরি', 'হাম তুমহে চাহতে হ্যায়', 'ম্যায় ক্ষুদিরাম বোস হুঁ', 'ফক্স', 'লাভ খিচড়ি', 'এস আর কে'-সহ আরও একগুচ্ছ হিন্দি ছবি । তবে হিন্দি সিরিজে এই প্রথম অভিষেক ঘটতে চলেছে তাঁর ৷ যদিও বাংলা সিরিজে এখনও দেখা যায়নি তাঁকে । তবে, অভিনেত্রীর সঙ্গে এই ব্যাপারে যোগাযোগ করলে কোনও সাড়া মেলেনি ।

কিছুদিন আগেই শোনা যাচ্ছিল 'গান্ধি' ওয়েব সিরিজের পর নতুন প্রজেক্টে হাত দিতে চলেছেন হনসল মেহেতা । দুই বিজনেস টাইকুনের দ্বৈরথ দেখানো হবে নেটফ্লিক্সের এই সিরিজে । কাস্টিং-এও আছে চমক । আরও জানা গিয়েছে, অনিল কাপুর, বিজয় ভার্মা, নেহা ধুপিয়াদের মতো অভিনেতা-অভিনেত্রীদের দেখা যাবে গুরুত্বপূর্ণ সব চরিত্রে । সিরিজে থাকছেন রাইমা সেনও । আর সেই সিরিজেই এক বিশেষ ভূমিকায় দেখা যাবে ঋতুপর্ণা সেনগুপ্তকে । চলতি মাসেই শ্রীলঙ্কায় শুটিং শুরু হবে বলে খবর ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.