ETV Bharat / entertainment

নির্যাতিতার জন্মদিনে টিভির পর্দায় আজ 'আরজি কর কাণ্ড', কখন - RG KAR RAPE AND MURDER

আজ আরজি করের নির্যাতিতার জন্মদিন ৷ আর এই দিনেই টিভির পর্দায় আজ দেখাোনো হবে 'আরজি কর কাণ্ড' ৷ সময়টা জেনে নিন ৷

ETV BHARAT
টিভির পর্দায় আজ 'আরজি কর কাণ্ড' (ছোট পর্দায় 'আরজি কর কাণ্ড')
author img

By ETV Bharat Entertainment Team

Published : Feb 9, 2025, 11:00 AM IST

কলকাতা, 9 ফেব্রুয়ারি: বাংলা টেলিভিশন ফিরে দেখাবে গত বছর আরজি কর হাসপাতালে ঘটে যাওয়া নারকীয় ঘটনাকে । এই চ্যানেলের জনপ্রিয় শো 'পুলিশ ফাইলস'-এ দেখানো হবে 'আরজি কর কাণ্ড'। আরজি করের নির্যাতিতার জন্মদিনে, আজ দুপুর 12টায় পুলিশ ফাইলসে সম্প্রচারিত হবে 'আরজি কর কাণ্ড'।

9 অগস্ট 2024, কলকাতার এক ব্যস্ত সরকারি হাসপাতালে রাত তিনটে থেকে ছটার মধ্যে পোস্ট গ্রাজুয়েট শিক্ষানবিশ মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনা সারা দেশকে নাড়িয়ে দিয়েছিল । হাসপাতালের সেমিনার রুম থেকে উদ্ধার হয় তরুণী চিকিৎসকের মৃতদেহ ৷ এরপরেই তাঁর সঙ্গে ঘটে যাওয়া নারকীয় ঘটনার প্রতিবাদে রাস্তায় নামে অগণিত মানুষ । 'অপরাধীদের' শাস্তি চেয়ে দিকে দিকে মিছিল, অনশন, অবস্থান বিক্ষোভ, মানববন্ধনে শামিল হয় আট থেকে আশি ।

ETV BHARAT
টিভির পর্দায় 'আরজি কর কাণ্ড' (নিজস্ব চিত্র)

এই ঘটনার মূল অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে ঘটনার 48 ঘণ্টার মধ্যে আটক করে পুলিশ । ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ থেকে চিহ্নিত হয় যে, ওই সময়ে সেমিনার হলে গিয়েছিলেন সঞ্জয় । এমনই নানা তথ্য প্রমাণের ভিত্তিতে গ্রেফতার হন তিনি । তাকে আমৃত্যু কারাবাসের সাজা শুনিয়েছে আদালত ৷ তার ফাঁসির দাবিতে মামলা চলছে কলকাতা হাইকোর্টে ৷

ETV BHARAT
নির্যাতিতার ভূমিকায় শুভশ্রী (নিজস্ব চিত্র)

শহরতলির এক সাধারণ ঘরের মেয়ে ডাক্তার হওয়ার স্বপ্নপূরণ করতে এসেছিল আরজি কর হাসপাতালে । আর সেখানেই গেল তাঁর তাজা প্রাণ । কয়েকদিন পরেই কথা ছিল ঘর বাঁধার । সেই স্বপ্নও রয়ে গেল অধরা । আর এক বুক শূন্যতা নিয়ে বেঁচে রইলেন বাবা-মা ।

ETV BHARAT
নির্যাতিতার জন্মদিনে টিভির পর্দায় আজ 'আরজি কর কাণ্ড' (নিজস্ব চিত্র)

পুলিশ ফাইলসের 'আরজি কর কাণ্ড'-এ সেই গল্পই তুলে ধরা হবে ৷ অভিনয় করেছেন শুভশ্রী (নির্যাতিতা), আশিস পাঠক (নির্যাতিতার বাবা), রীণা মিত্র (নির্যাতিতার মা), চন্দন বন্দ্যোপাধ্যায় (অভিযুক্ত সঞ্জয় রায়), রানা রায় (হাসপাতালের অধ্যক্ষ)। 9 ফেব্রুয়ারি আরজি করের নির্যাতিতার জন্মদিনে বেলা 12টায় টিভির পর্দায় দেখা যাবে 'আরজি কর কাণ্ড'।

কলকাতা, 9 ফেব্রুয়ারি: বাংলা টেলিভিশন ফিরে দেখাবে গত বছর আরজি কর হাসপাতালে ঘটে যাওয়া নারকীয় ঘটনাকে । এই চ্যানেলের জনপ্রিয় শো 'পুলিশ ফাইলস'-এ দেখানো হবে 'আরজি কর কাণ্ড'। আরজি করের নির্যাতিতার জন্মদিনে, আজ দুপুর 12টায় পুলিশ ফাইলসে সম্প্রচারিত হবে 'আরজি কর কাণ্ড'।

9 অগস্ট 2024, কলকাতার এক ব্যস্ত সরকারি হাসপাতালে রাত তিনটে থেকে ছটার মধ্যে পোস্ট গ্রাজুয়েট শিক্ষানবিশ মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনা সারা দেশকে নাড়িয়ে দিয়েছিল । হাসপাতালের সেমিনার রুম থেকে উদ্ধার হয় তরুণী চিকিৎসকের মৃতদেহ ৷ এরপরেই তাঁর সঙ্গে ঘটে যাওয়া নারকীয় ঘটনার প্রতিবাদে রাস্তায় নামে অগণিত মানুষ । 'অপরাধীদের' শাস্তি চেয়ে দিকে দিকে মিছিল, অনশন, অবস্থান বিক্ষোভ, মানববন্ধনে শামিল হয় আট থেকে আশি ।

ETV BHARAT
টিভির পর্দায় 'আরজি কর কাণ্ড' (নিজস্ব চিত্র)

এই ঘটনার মূল অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে ঘটনার 48 ঘণ্টার মধ্যে আটক করে পুলিশ । ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ থেকে চিহ্নিত হয় যে, ওই সময়ে সেমিনার হলে গিয়েছিলেন সঞ্জয় । এমনই নানা তথ্য প্রমাণের ভিত্তিতে গ্রেফতার হন তিনি । তাকে আমৃত্যু কারাবাসের সাজা শুনিয়েছে আদালত ৷ তার ফাঁসির দাবিতে মামলা চলছে কলকাতা হাইকোর্টে ৷

ETV BHARAT
নির্যাতিতার ভূমিকায় শুভশ্রী (নিজস্ব চিত্র)

শহরতলির এক সাধারণ ঘরের মেয়ে ডাক্তার হওয়ার স্বপ্নপূরণ করতে এসেছিল আরজি কর হাসপাতালে । আর সেখানেই গেল তাঁর তাজা প্রাণ । কয়েকদিন পরেই কথা ছিল ঘর বাঁধার । সেই স্বপ্নও রয়ে গেল অধরা । আর এক বুক শূন্যতা নিয়ে বেঁচে রইলেন বাবা-মা ।

ETV BHARAT
নির্যাতিতার জন্মদিনে টিভির পর্দায় আজ 'আরজি কর কাণ্ড' (নিজস্ব চিত্র)

পুলিশ ফাইলসের 'আরজি কর কাণ্ড'-এ সেই গল্পই তুলে ধরা হবে ৷ অভিনয় করেছেন শুভশ্রী (নির্যাতিতা), আশিস পাঠক (নির্যাতিতার বাবা), রীণা মিত্র (নির্যাতিতার মা), চন্দন বন্দ্যোপাধ্যায় (অভিযুক্ত সঞ্জয় রায়), রানা রায় (হাসপাতালের অধ্যক্ষ)। 9 ফেব্রুয়ারি আরজি করের নির্যাতিতার জন্মদিনে বেলা 12টায় টিভির পর্দায় দেখা যাবে 'আরজি কর কাণ্ড'।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.