ETV Bharat / entertainment

কান টানলেই মাথা আসে...! শিবপ্রসাদের জীবনে 'বসগিরি' রাখি গুলজারের - AAMAR BOSS POSTER

প্রথম গানের পর এবার হাজির 'আমার বস' ছবির পোস্টার ৷

Amar Boss
প্রকাশ্যে 'আমার বস' ছবির পোস্টার (ফাইল ছবি)
author img

By ETV Bharat Entertainment Team

Published : March 26, 2025 at 5:08 PM IST

2 Min Read

কলকাতা, 26 মার্চ: বড়পর্দায় আসছে শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা রায় পরিচালিত এবং প্রযোজিত ছবি 'আমার বস'। 9 মে প্রেক্ষাগৃহে আসছে এই ছবি ৷ কিছুদিন আগেই সামনে এসেছে ছবির প্রথম গান ৷ এবার সামনে এল ছবির মজাদার পোস্টার ৷

পোস্টারে দেখা গিয়েছে শিবপ্রসাদের কান ধরে টানছেন রাখি গুলজার। আসলে এই গল্প একজন মা ছেলের। আর মা তো যে কোনও সময়েই ছেলের কান ধরতে পারেন। মা ও ছেলের পবিত্র বন্ধনের ছবি আমার বস'। মাদার্স ডে'র আবহে ছবিটি নিয়ে আসছে উইন্ডোজ। একেবারে অন্য ধরনের একটি ছবি উপহার পাবে দর্শক। যা একেবারে ঘরোয়া। এমনটাই দাবি প্রযোজক পরিচালকদ্বয়ের।

শিবপ্রসাদ মুখোপাধায় বলেন, “আমর বস একজন মা এবং তার ছেলের মধ্যে বন্ধনের কথা বলে। এই পোস্টারটি পুরোপুরিভাবেই তৈরি করেছিলাম যে একজন মা খেলার ছলে তার ছেলের কান ধরেছে।" তিনি আরও বলেন, " 'ছবিটি ইউনেস্কো গান্ধী' পদকটির জন্য 55 তম 'আইএফএফআই ইন্ডিয়ান প্যানোরামা' বিভাগের জন্য নমিনেশন পেয়েছে ৷ পাশাপাশি এনএফডিসি দ্বারা 'চেন্নাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব'-এ দেখানো হবে এই ছবি।"

ছবিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রাখি গুলজার, শিবপ্রসাদ মুখোপাধ্যায়, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, শ্রুতি দাস, সৌরসেনী মৈত্র, আভেরি সিংহ রায়, ঐশ্বর্য সেন, সোহম মজুমদার সহ আরও অনেকে। এই ছবির মাধ্যমেই বড় পর্দায় ডেবিউ হতে চলেছে শ্রুতি দাসের। তাই এই ছবি নিয়ে বেজায় আপ্লুত শ্রুতি। দিনকয়েক আগে আভেরি সিংহ রায় এই ছবিতে অভিনয় নিয়ে নিজের ভালো লাগা ব্যক্ত করেছেন সামাজিক মাধ্যমে।

লিখেছেন, "জীবনে অনেক ইচ্ছে থাকে। ইচ্ছে পুরণ হলে মনে হয় যেন সত্যি সত্যিই পাহাড় সমুদ্র পেয়ে গেছি। "ইচ্ছে" ছবিটি দেখার পর থেকেই মা বলতো তোকে যে কবে দেখবো উইন্ডোজের সিনেমা করতে... নন্দিতা রায়-শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের ডিরেকশনে অভিনয় করতে... দেখো মা! এমনই কিছু ঘটেছে! শুধু তাই নয় রাখি জির সঙ্গে স্ক্রিনও শেয়ার করেছে তোমার মেয়ে।" সেই পোস্টার ভাগ করে নিয়ে আভেরি লিখেছেন 'বসেরও বস থাকে হ্যাঁ'।

কলকাতা, 26 মার্চ: বড়পর্দায় আসছে শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা রায় পরিচালিত এবং প্রযোজিত ছবি 'আমার বস'। 9 মে প্রেক্ষাগৃহে আসছে এই ছবি ৷ কিছুদিন আগেই সামনে এসেছে ছবির প্রথম গান ৷ এবার সামনে এল ছবির মজাদার পোস্টার ৷

পোস্টারে দেখা গিয়েছে শিবপ্রসাদের কান ধরে টানছেন রাখি গুলজার। আসলে এই গল্প একজন মা ছেলের। আর মা তো যে কোনও সময়েই ছেলের কান ধরতে পারেন। মা ও ছেলের পবিত্র বন্ধনের ছবি আমার বস'। মাদার্স ডে'র আবহে ছবিটি নিয়ে আসছে উইন্ডোজ। একেবারে অন্য ধরনের একটি ছবি উপহার পাবে দর্শক। যা একেবারে ঘরোয়া। এমনটাই দাবি প্রযোজক পরিচালকদ্বয়ের।

শিবপ্রসাদ মুখোপাধায় বলেন, “আমর বস একজন মা এবং তার ছেলের মধ্যে বন্ধনের কথা বলে। এই পোস্টারটি পুরোপুরিভাবেই তৈরি করেছিলাম যে একজন মা খেলার ছলে তার ছেলের কান ধরেছে।" তিনি আরও বলেন, " 'ছবিটি ইউনেস্কো গান্ধী' পদকটির জন্য 55 তম 'আইএফএফআই ইন্ডিয়ান প্যানোরামা' বিভাগের জন্য নমিনেশন পেয়েছে ৷ পাশাপাশি এনএফডিসি দ্বারা 'চেন্নাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব'-এ দেখানো হবে এই ছবি।"

ছবিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রাখি গুলজার, শিবপ্রসাদ মুখোপাধ্যায়, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, শ্রুতি দাস, সৌরসেনী মৈত্র, আভেরি সিংহ রায়, ঐশ্বর্য সেন, সোহম মজুমদার সহ আরও অনেকে। এই ছবির মাধ্যমেই বড় পর্দায় ডেবিউ হতে চলেছে শ্রুতি দাসের। তাই এই ছবি নিয়ে বেজায় আপ্লুত শ্রুতি। দিনকয়েক আগে আভেরি সিংহ রায় এই ছবিতে অভিনয় নিয়ে নিজের ভালো লাগা ব্যক্ত করেছেন সামাজিক মাধ্যমে।

লিখেছেন, "জীবনে অনেক ইচ্ছে থাকে। ইচ্ছে পুরণ হলে মনে হয় যেন সত্যি সত্যিই পাহাড় সমুদ্র পেয়ে গেছি। "ইচ্ছে" ছবিটি দেখার পর থেকেই মা বলতো তোকে যে কবে দেখবো উইন্ডোজের সিনেমা করতে... নন্দিতা রায়-শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের ডিরেকশনে অভিনয় করতে... দেখো মা! এমনই কিছু ঘটেছে! শুধু তাই নয় রাখি জির সঙ্গে স্ক্রিনও শেয়ার করেছে তোমার মেয়ে।" সেই পোস্টার ভাগ করে নিয়ে আভেরি লিখেছেন 'বসেরও বস থাকে হ্যাঁ'।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.