কলকাতা, 14 অগস্ট: টলিপাড়ায় সুখবর। বাবা-মা হলেন টলি দম্পতি রাহুল মজুমদার-প্রীতি বিশ্বাস। সুখবর সামাজিক মাধ্যমে বুধবার শেয়ার করেন 'হরগৌরি পাইস হোটেল' ধারাবাহিকের অভিনেতা রাহুল ৷ এরপরেই তাঁকে শুভেচ্ছা জানাতে যোগাযোগ করা হয় ইটিভি ভারতের তরফে ৷
এদিন রাহুল ইটিভি ভারতের প্রতিনিধিকে বলেন, " দুপুর তিনটের সময় মেয়ে এসেছে প্রীতির কোল আলো করে। ওরা দুজনেই ভালো আছে। কবে বাড়ি নিয়ে যাব জানি না এখনও। আমরা সবাই খুব খুশি।" 2020 সালের 10 ফেব্রুয়ারি সাত পাকে বাঁধা পড়েন রাহুল ও প্রীতি ৷ এবার জীবনের নতুন এক অধ্যায় শুরু করলেন টলিপাড়ার জনপ্রিয় দম্পতি। দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে কন্যাসন্তানের জন্ম দেন প্রীতি। প্রথম বার মেয়েকে দেখার যে অনুভূতি অসাধারণ বলে জানিয়েছেন রাহুল ৷ মেয়ের নাম কী রাখবেন, তা এখনও ঠিক না হলেও তালিকায় বাছাই করা রয়েছে পছন্দের বেশ কয়েকটি নাম ৷
এখন শহর কলকাতায় মেয়েদের নিরাপত্তা নিয়ে প্রতিবাদে সোচ্চার সকলে ৷ সেই আবহেই রাহুলের ঘরে এসেছে ফুটফুটে কন্যা সন্তান ৷ এই ঘটনাকে কেন্দ্র করে মেয়ের নাম রাখবেন কি না, তা যদিও জানা যায়নি ৷ উল্লেখ্য, রাহুল বাংলা টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা। দিনকয়েক আগেই শেষ করেছেন 'হরগৌরী পাইস হোটেল' ধারাবাহিকের কাজ।
ওদিকে প্রীতিও বাংলা টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী। 'বালিঝড়' ছিল তাঁর শেষ ধারাবাহিক। বিশ্রামের কারণে ছুটি নিয়ে বাড়িতেই ছিলেন অভিনেত্রী। সময় দিতেন নিজেকে। অপেক্ষায় ছিলেন নতুন অতিথির। বেহালার বিজি প্রেসের বাড়িতে আজ খুশির হাওয়া। উল্লেখ্য, 'হরগৌরী পাইস হোটেল' ধারাবাহিকেও কন্যা সন্তানের বাবা হয়েছিলেন শঙ্কর থুড়ি রাহুল মজুমদার। আর বাস্তবেও কন্যা সন্তান এল তাঁর ঘরে।
রাহুলের পোস্ট দেখে তাঁকে আর প্রীতিকে ইতিমধ্যেই শুভেচ্ছায় ভরিয়ে দিচ্ছেন শুভানুধ্যায়ীরা ৷ জনৈক ব্যক্তি রাহুলকে আর্জি জানিয়েছেন তাঁদের মেয়ের নাম যেন 'দেবী' রাখা হয়। তবে এর উত্তরে কিছুই লেখেননি রাহুল। অভিনেতা ইটিভি ভারতকে জানিয়েছেন কবে প্রীতিকে নিয়ে বাড়ি ফেরা হবে কিংবা এই সংক্রান্ত অন্যান্য খবর শীঘ্রই তিনি জানাবেন। আপাতত এই সুন্দর সময়টাকে উপভোগ করতে চাইছেন রাহুল-প্রীতি ।