ETV Bharat / entertainment

বিয়েতে সত্যজিৎ রায় দেন সেরা উপহার..., 'পুরাতন' স্মৃতি রোমন্থনে শর্মিলা ঠাকুর - SHARMILA TAGORE ON SATYAJIT RAY

শর্মিলা খান ও মনসুর আলি খান পতৌদির বিয়েতে উপস্থিত ছিলেন সত্যজিৎ রায় ৷ বিয়েতে অভিনেত্রী পেয়েছিলেন জীবনের সেরা উপহার ৷ পুরাতন স্মৃতি রোমন্থনে অভিনেত্রী ৷

sharmila tagore on satyajit ray
'পুরাতন' স্মৃতি রোমন্থনে শর্মিলা ঠাকুর (ফাইল ছবি)
author img

By ETV Bharat Entertainment Team

Published : April 11, 2025 at 5:14 PM IST

3 Min Read

হায়দরাবাদ, 11 এপ্রিল: বাংলার মেয়ে শর্মিলা ঠাকুর (sharmila tagore) ৷ পরিচালক সত্যজিৎ রায়ের ( Satyajit Ray) আবিষ্কার বলা যায় ৷ 'অপুর সংসার' ছবিতে সৌমিত্র চট্টোপাধ্যায়ের বিপরীতে শর্মিলার কালজয়ী অভিনয় আজও স্মরণে সকলের ৷ এহেন অভিনেত্রীর বিয়েতে উপস্থিত ছিলেন সত্যজিৎ তথা শর্মিলার মানিক দা ৷ কী দিয়েছিলেন উপহার ? প্রাক্তন ক্রিকেটার প্রয়াত মনসুর আলি খানের সঙ্গে প্রথম পরিচয় কোথায় ? ক্ষণিকের আড্ডায় উঠে এল পুরনো স্মৃতি ৷

দেখতে দেখতে কেটে গিয়েছে 14টা বছর ৷ স্বপ্নের রানি ফের একবার ধরা দিচ্ছেন সিলভার স্ক্রিনে ৷ ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta) প্রযোজিত সুমন ঘোষের (suman ghosh) 'পুরাতন' (Puratawn) মুক্তি পাচ্ছে আজ অর্থাৎ 11 এপ্রিল ৷ প্রিমিয়ারের কারণে কলকাতায় উপস্থিত অভিনেত্রী শর্মিলা ঠাকুর ৷ ছবি ঘিরে দর্শকদের আগ্রহ আকাশ ছোঁয়া ৷ প্রিমিয়ারে যাওয়ার আগে ছোট্ট লাইভ আড্ডায় বসেন পরিচালক সুমন ঘোষ, অভিনেত্রী ইন্দ্রনীল সেনগুপ্ত, অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত ও লেজেন্ডারি অভিনেত্রী শর্মিলা ঠাকুর ৷ হাসি-ঠাট্টা গল্পে উঠে আসে আরাধনা অভিনেত্রীর ব্যক্তিগত মুহূর্তের কথা ৷

পরিচালক সুমন ঘোষ অভিনেত্রী শর্মিলার কাছে জানতে চান, বক্সঅফিস নাকি দর্শকদের প্রশংসা, কোনটা বেশি ভালোলাগে ? উত্তরে শর্মিলা জানান, "বক্সঅফিস নিয়ে অভিনেতাদের বেশি মাথা ব্যাথা থাকে ৷ কারণ একটা ছবি না চললে তখন পরবর্তী ছবিতে প্রযোজক-পরিচালক নিতে চাইবেন না ৷ তবে তিনি এখনও এমন চাপ অনুভব করেননি ৷ তিনি বক্সঅফিসের থেকে দর্শকদের কাছে কাজের প্রশংসা শুনতে বেশি পছন্দ করেন ৷"

শর্মিলা আরও বলেন, "হিন্দিতে বা কোনও কর্মাশিয়াল ছবিতে কাজটা লোকের ভালো লাগুক সেইটা চাইব ৷ অনেক ভালো এখন ভালো ব্যবসা করছে ৷ সেই সময় 'ওয়াক্ত' কত ভালো চলেছিল ৷ 'আরাধনা'-র মতো হিট না হলেও 'মৌসম' ভালো চলেছিল ৷ 'আরাধনা' ছবিতে রাজেশ খান্না সেই অর্থে নতুন ছিল ৷ সেই ছবি বক্সঅফিসে ভালো প্রভাব ফেলে ৷"

এরপরেই সুমন ঘোষ বলেন, আমি একটা বোকা বোকা প্রশ্ন করেছিলাম শর্মিলাজিকে ৷ সেটা হল সত্যজিৎ রায়ে শর্মিলা-মনসুরের বিয়েতে এসেছিলেন কি না ? তিনি কী উপহার দিয়েছিলেন ? উত্তর শোনার জন্য মুখিয়ে থাকেন ইন্দ্রনীল ও ঋতুপর্ণা ৷ শর্মিলা জানান, "আমার বিয়েতে মানিকদা আসবে না তা হয় নাকি ! তিনি বিয়েতে উপহার দিয়েছিলেন এইচএমএম অপুর সংসার ছবির প্রিন্ট ৷" এমনটা শুনে ইন্দ্রনীল বলেন, 'দারুণ ভাবনা' ৷ ঋতুপর্ণা বলেন, "সারাজীবনের সেরা উপহার ৷"

এরপর ঋতুপর্ণা শর্মিলার কাছে জানতে কবে-কোথায় প্রথম দেখা হয় স্বামী মনসুর আলি খানের সঙ্গে ৷ শর্মিলা জানান, তাঁদের প্রথম সাক্ষাৎ কলকাতাতেই ৷ তিনি বলেন, "কলকাতায় এক ক্রিকেট পার্টিতে আমার সঙ্গে প্রথম দেখা হয় টাইগারের ৷ আমি তখন কলকাতায় থাকতাম ৷ বোম্বেতে গিয়ে কাজ করতাম তারপর কলকাতায় ফিরে আসতাম ৷ কলকাতাকে ভালোবাসার এটাও একটা বড় কারণ ৷" এই প্রসঙ্গে ঋতুপর্ণা জানান, তাঁকে তাঁর বিয়েতে ঋতুপর্ণ ঘোষ উপহার দিয়েছিলেন পুরো রবীন্দ্র রচনাবলীর সেট ৷ এমনকী, অভিনেত্রী জানান, এই ছবির প্রিমিয়ারে উপস্থিত থাকতে একদিনের জন্য আমেরিকা থেকে কলকাতায় আসছেন তাঁর স্বামী সঞ্জয় ৷

পুরাতন ছবির ট্রেলার দেখে দর্শক মন একটু আবেগী আগেই হয়ে পড়েছে ৷ ইতিমধ্যেই রাধা ও সাউথসিটির একাধিক শো হাউসফুল ৷ আজকে অর্থাৎ 11 এপ্রিল বাংলায় এই ছবি মুক্তি পেলেও 18 তারিখ গ্লোবালি মুক্তি পাবে পুরাতন ৷ ছবির সাফল্য কামনা করে প্রিয়াঙ্কা চোপড়া, মিঠুন চক্রবর্তী, ইমতিয়াজ আলি, সোহা আলি খান, করিনা কাপুর খান-সহ আরও অনেকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন ৷

হায়দরাবাদ, 11 এপ্রিল: বাংলার মেয়ে শর্মিলা ঠাকুর (sharmila tagore) ৷ পরিচালক সত্যজিৎ রায়ের ( Satyajit Ray) আবিষ্কার বলা যায় ৷ 'অপুর সংসার' ছবিতে সৌমিত্র চট্টোপাধ্যায়ের বিপরীতে শর্মিলার কালজয়ী অভিনয় আজও স্মরণে সকলের ৷ এহেন অভিনেত্রীর বিয়েতে উপস্থিত ছিলেন সত্যজিৎ তথা শর্মিলার মানিক দা ৷ কী দিয়েছিলেন উপহার ? প্রাক্তন ক্রিকেটার প্রয়াত মনসুর আলি খানের সঙ্গে প্রথম পরিচয় কোথায় ? ক্ষণিকের আড্ডায় উঠে এল পুরনো স্মৃতি ৷

দেখতে দেখতে কেটে গিয়েছে 14টা বছর ৷ স্বপ্নের রানি ফের একবার ধরা দিচ্ছেন সিলভার স্ক্রিনে ৷ ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta) প্রযোজিত সুমন ঘোষের (suman ghosh) 'পুরাতন' (Puratawn) মুক্তি পাচ্ছে আজ অর্থাৎ 11 এপ্রিল ৷ প্রিমিয়ারের কারণে কলকাতায় উপস্থিত অভিনেত্রী শর্মিলা ঠাকুর ৷ ছবি ঘিরে দর্শকদের আগ্রহ আকাশ ছোঁয়া ৷ প্রিমিয়ারে যাওয়ার আগে ছোট্ট লাইভ আড্ডায় বসেন পরিচালক সুমন ঘোষ, অভিনেত্রী ইন্দ্রনীল সেনগুপ্ত, অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত ও লেজেন্ডারি অভিনেত্রী শর্মিলা ঠাকুর ৷ হাসি-ঠাট্টা গল্পে উঠে আসে আরাধনা অভিনেত্রীর ব্যক্তিগত মুহূর্তের কথা ৷

পরিচালক সুমন ঘোষ অভিনেত্রী শর্মিলার কাছে জানতে চান, বক্সঅফিস নাকি দর্শকদের প্রশংসা, কোনটা বেশি ভালোলাগে ? উত্তরে শর্মিলা জানান, "বক্সঅফিস নিয়ে অভিনেতাদের বেশি মাথা ব্যাথা থাকে ৷ কারণ একটা ছবি না চললে তখন পরবর্তী ছবিতে প্রযোজক-পরিচালক নিতে চাইবেন না ৷ তবে তিনি এখনও এমন চাপ অনুভব করেননি ৷ তিনি বক্সঅফিসের থেকে দর্শকদের কাছে কাজের প্রশংসা শুনতে বেশি পছন্দ করেন ৷"

শর্মিলা আরও বলেন, "হিন্দিতে বা কোনও কর্মাশিয়াল ছবিতে কাজটা লোকের ভালো লাগুক সেইটা চাইব ৷ অনেক ভালো এখন ভালো ব্যবসা করছে ৷ সেই সময় 'ওয়াক্ত' কত ভালো চলেছিল ৷ 'আরাধনা'-র মতো হিট না হলেও 'মৌসম' ভালো চলেছিল ৷ 'আরাধনা' ছবিতে রাজেশ খান্না সেই অর্থে নতুন ছিল ৷ সেই ছবি বক্সঅফিসে ভালো প্রভাব ফেলে ৷"

এরপরেই সুমন ঘোষ বলেন, আমি একটা বোকা বোকা প্রশ্ন করেছিলাম শর্মিলাজিকে ৷ সেটা হল সত্যজিৎ রায়ে শর্মিলা-মনসুরের বিয়েতে এসেছিলেন কি না ? তিনি কী উপহার দিয়েছিলেন ? উত্তর শোনার জন্য মুখিয়ে থাকেন ইন্দ্রনীল ও ঋতুপর্ণা ৷ শর্মিলা জানান, "আমার বিয়েতে মানিকদা আসবে না তা হয় নাকি ! তিনি বিয়েতে উপহার দিয়েছিলেন এইচএমএম অপুর সংসার ছবির প্রিন্ট ৷" এমনটা শুনে ইন্দ্রনীল বলেন, 'দারুণ ভাবনা' ৷ ঋতুপর্ণা বলেন, "সারাজীবনের সেরা উপহার ৷"

এরপর ঋতুপর্ণা শর্মিলার কাছে জানতে কবে-কোথায় প্রথম দেখা হয় স্বামী মনসুর আলি খানের সঙ্গে ৷ শর্মিলা জানান, তাঁদের প্রথম সাক্ষাৎ কলকাতাতেই ৷ তিনি বলেন, "কলকাতায় এক ক্রিকেট পার্টিতে আমার সঙ্গে প্রথম দেখা হয় টাইগারের ৷ আমি তখন কলকাতায় থাকতাম ৷ বোম্বেতে গিয়ে কাজ করতাম তারপর কলকাতায় ফিরে আসতাম ৷ কলকাতাকে ভালোবাসার এটাও একটা বড় কারণ ৷" এই প্রসঙ্গে ঋতুপর্ণা জানান, তাঁকে তাঁর বিয়েতে ঋতুপর্ণ ঘোষ উপহার দিয়েছিলেন পুরো রবীন্দ্র রচনাবলীর সেট ৷ এমনকী, অভিনেত্রী জানান, এই ছবির প্রিমিয়ারে উপস্থিত থাকতে একদিনের জন্য আমেরিকা থেকে কলকাতায় আসছেন তাঁর স্বামী সঞ্জয় ৷

পুরাতন ছবির ট্রেলার দেখে দর্শক মন একটু আবেগী আগেই হয়ে পড়েছে ৷ ইতিমধ্যেই রাধা ও সাউথসিটির একাধিক শো হাউসফুল ৷ আজকে অর্থাৎ 11 এপ্রিল বাংলায় এই ছবি মুক্তি পেলেও 18 তারিখ গ্লোবালি মুক্তি পাবে পুরাতন ৷ ছবির সাফল্য কামনা করে প্রিয়াঙ্কা চোপড়া, মিঠুন চক্রবর্তী, ইমতিয়াজ আলি, সোহা আলি খান, করিনা কাপুর খান-সহ আরও অনেকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.