ETV Bharat / entertainment

নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুললেন শ্রীলেখা, ন্যায় চেয়ে প্রতিবাদী পোস্ট প্রসেনজিতের - RG Kar rape and murder case

RG Kar Incident: আরজি করে ডাক্তারি পড়ুয়াকে নৃশংসভাবে ধর্ষণ-খুনের ঘটনায় প্রতিবাদে সরব অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ৷ 14 অগস্ট মধ্যরাতে শহরের বুকে নামছে প্রতিবাদের ঝড় ৷ যেখানে মেয়েদের নিরাপত্তা নিয়ে সেখানে দুর্গাপুজো কী করা যায়? প্রশ্ন তোলেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র ৷ পরে সেই পোস্ট ডিলিটও করে দেন ৷

author img

By ETV Bharat Entertainment Team

Published : Aug 14, 2024, 10:52 AM IST

RG Kar Incident
আরজি করের ঘটনায় প্রতিবাদ তারকাদের (ইটিভি ভারত)

কলকাতা, 14 অগস্ট: আরজি কর হাসপাতালে ডাক্তারি পড়ুয়ার ধর্ষণ-খুনের ঘটনায় পুলিশের তদন্তের উপর আস্থা নেই ৷ ফলে তদন্তভার গিয়েছে সিবিআইয়ের হাতে ৷ বুধবারই দিল্লি থেকে ফরেন্সিক বিশেষজ্ঞ-সহ সিবিআইয়ের কয়েকজন উচ্চপদস্থ আধিকারিক কলকাতা পৌঁছন। এই ঘটনার দোষীদের শাস্তির দাবিতে সোচ্চার সাধারণ মানুষ থেকে তারকারা ৷ সোশাল মিডিয়ায় ঘটনার প্রতিবাদে দোষীদের কড়া শাস্তির দাবি জানিয়েছেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ৷

এদিন সোশাল মিডিয়ায় লেখেন, আরজি কর হাসপাতালের ঘটনায় আমি মর্মাহত ৷ আমার প্রার্থনা-সমবেদনা নির্যাতিতার বন্ধু ও পরিবারের প্রতি রয়েছে ৷ সেই পরিবার কোন যন্ত্রণার মধ্য দিয়ে যাচ্ছে তা ভাষায় প্রকাশ করা সম্ভব নয় ৷ এই ঘটনার প্রতিবাদ জানাচ্ছি আমি ৷ ন্যায়বিচার চাই ৷ এটা আমাদের দায়বদ্ধতা যে সত্য ঘটনা যতক্ষণ না সামনে আসছে লড়ে যাওয়া ৷ চলুন সকলে একসঙ্গে এই লড়াইয়ে সামিল হই ৷ এই ধরনের জঘন্য ঘটনা যাতে আর না ঘটে সেই ব্যবস্থাও করতে হবে ৷"

নির্মম এই ঘটনার ন্যায় চেয়ে 14 অগস্ট রাত 11.55 মিনিটে যাদবপুর, অ্যাকাডেমি ও কলেজস্ট্রিট-সহ শহর তথা রাজ্যের বিভিন্ন প্রান্তে জমায়েত হতে চলেছেন তারকা থেকে সাধারণ মানুষ ৷ মেয়েরা রাত দখল করুক, স্বাধীনতার মধ্যরাতে নারী স্বাধীনতার জন্য এই গণ আন্দোলন ছড়িয়ে পড়েছে মুম্বই থেকে দিল্লি নৃত্যশিল্পী শ্রীনন্দা শঙ্কর একটি পোস্ট শেয়ার করেছেন ৷ যেখানে মুম্বইয়ের আন্ধেরি পশ্চিমের ইনফিনিটি মলে প্রতিবাদ জমায়েত হতে চলেছে ৷

অন্যদিকে এদিন রাতে যাঁরা উপস্থিত থাকতে পারবেন না তাঁদের শঙ্খ বাজিয়ে প্রতিবাদে সামিল হওয়ার কথা বলা হয়েছে ৷ সোশাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে সেই পোস্টও ৷

পাশাপাশি এদিন অভিনেত্রী শ্রীলেখা মিত্র সোশাল মিডিয়ায় একটি পোস্ট শেয়ার করেছেন ৷ যেখানে কলকাতা শহরে মেয়েদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে দুর্গাপুজো বন্ধ রাখার কথা বলা হয়েছে ৷ সেই পোস্টে লেখা, "যদি পশ্চিমবঙ্গ মেয়েদের জন্য নিরাপদ না হয় তাহলে সেই রাজ্যের কোনও অধিকার নেই দুর্গাপুজো উদযাপন করার ৷" বেশ কিছুক্ষণ সোশাল মিডিয়ায় এই পোস্ট থাকার পর তা যদিও ডিলিট করে দেন অভিনেত্রী ৷ এরপর তিনি আরজি কর নিয়ে অন্য একটি পোস্ট করেন ৷ উল্লেখ্য আজকের এই গণ জমাতেয়ে নেই কোনও রাজনৈতির রঙের পতাকা ৷ মেয়েদের জন্য মেয়েরা নামছেন রাস্তায় ৷ অন্যরকম স্বাধীনতার ভোর দেখার অপেক্ষায় রাজ্য তথা গোটা দেশ ৷

কলকাতা, 14 অগস্ট: আরজি কর হাসপাতালে ডাক্তারি পড়ুয়ার ধর্ষণ-খুনের ঘটনায় পুলিশের তদন্তের উপর আস্থা নেই ৷ ফলে তদন্তভার গিয়েছে সিবিআইয়ের হাতে ৷ বুধবারই দিল্লি থেকে ফরেন্সিক বিশেষজ্ঞ-সহ সিবিআইয়ের কয়েকজন উচ্চপদস্থ আধিকারিক কলকাতা পৌঁছন। এই ঘটনার দোষীদের শাস্তির দাবিতে সোচ্চার সাধারণ মানুষ থেকে তারকারা ৷ সোশাল মিডিয়ায় ঘটনার প্রতিবাদে দোষীদের কড়া শাস্তির দাবি জানিয়েছেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ৷

এদিন সোশাল মিডিয়ায় লেখেন, আরজি কর হাসপাতালের ঘটনায় আমি মর্মাহত ৷ আমার প্রার্থনা-সমবেদনা নির্যাতিতার বন্ধু ও পরিবারের প্রতি রয়েছে ৷ সেই পরিবার কোন যন্ত্রণার মধ্য দিয়ে যাচ্ছে তা ভাষায় প্রকাশ করা সম্ভব নয় ৷ এই ঘটনার প্রতিবাদ জানাচ্ছি আমি ৷ ন্যায়বিচার চাই ৷ এটা আমাদের দায়বদ্ধতা যে সত্য ঘটনা যতক্ষণ না সামনে আসছে লড়ে যাওয়া ৷ চলুন সকলে একসঙ্গে এই লড়াইয়ে সামিল হই ৷ এই ধরনের জঘন্য ঘটনা যাতে আর না ঘটে সেই ব্যবস্থাও করতে হবে ৷"

নির্মম এই ঘটনার ন্যায় চেয়ে 14 অগস্ট রাত 11.55 মিনিটে যাদবপুর, অ্যাকাডেমি ও কলেজস্ট্রিট-সহ শহর তথা রাজ্যের বিভিন্ন প্রান্তে জমায়েত হতে চলেছেন তারকা থেকে সাধারণ মানুষ ৷ মেয়েরা রাত দখল করুক, স্বাধীনতার মধ্যরাতে নারী স্বাধীনতার জন্য এই গণ আন্দোলন ছড়িয়ে পড়েছে মুম্বই থেকে দিল্লি নৃত্যশিল্পী শ্রীনন্দা শঙ্কর একটি পোস্ট শেয়ার করেছেন ৷ যেখানে মুম্বইয়ের আন্ধেরি পশ্চিমের ইনফিনিটি মলে প্রতিবাদ জমায়েত হতে চলেছে ৷

অন্যদিকে এদিন রাতে যাঁরা উপস্থিত থাকতে পারবেন না তাঁদের শঙ্খ বাজিয়ে প্রতিবাদে সামিল হওয়ার কথা বলা হয়েছে ৷ সোশাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে সেই পোস্টও ৷

পাশাপাশি এদিন অভিনেত্রী শ্রীলেখা মিত্র সোশাল মিডিয়ায় একটি পোস্ট শেয়ার করেছেন ৷ যেখানে কলকাতা শহরে মেয়েদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে দুর্গাপুজো বন্ধ রাখার কথা বলা হয়েছে ৷ সেই পোস্টে লেখা, "যদি পশ্চিমবঙ্গ মেয়েদের জন্য নিরাপদ না হয় তাহলে সেই রাজ্যের কোনও অধিকার নেই দুর্গাপুজো উদযাপন করার ৷" বেশ কিছুক্ষণ সোশাল মিডিয়ায় এই পোস্ট থাকার পর তা যদিও ডিলিট করে দেন অভিনেত্রী ৷ এরপর তিনি আরজি কর নিয়ে অন্য একটি পোস্ট করেন ৷ উল্লেখ্য আজকের এই গণ জমাতেয়ে নেই কোনও রাজনৈতির রঙের পতাকা ৷ মেয়েদের জন্য মেয়েরা নামছেন রাস্তায় ৷ অন্যরকম স্বাধীনতার ভোর দেখার অপেক্ষায় রাজ্য তথা গোটা দেশ ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.