ETV Bharat / entertainment

কল্কি 2898 এডি'র প্রাক-রিলিজে মুম্বইয়ে প্রভাস, কোথায়-কখন দেখবেন লাইভ ইভেন্ট ? - Kalki 2898 AD Pre release in Mumbai

Kalki 2898 AD Pre-release in Mumbai: কল্কি 2898 এডি-র আজ মুম্বইতে প্রি-রিলিজ ৷ এই ইভেন্টে যোগ দিতে গতকালই মুম্বই পৌঁছেছেন প্রভাস ৷ কোথায়, কখন এবং কীভাবে লাইভ দেখতে পাবেন কল্কি 2898 এডি-র প্রি-রিলিজ ? জানতে প্রতিবেদনটি পড়ুন ৷

author img

By ETV Bharat Bangla Team

Published : Jun 19, 2024, 5:43 PM IST

ETV BHARAT
কল্কি 2898 এডি'র প্রাক-রিলিজে প্রভাস (পোস্টারের ছবি)

হায়দরাবাদ, 19 জুন: প্রভাসের ফিল্ম কল্কি 2898 এডি-র আজ মুম্বইতে গ্র্যান্ড প্রাক-রিলিজ । এই ইভেন্টের জন্য প্রভাস গতকাল রাতেই মুম্বই চলে গিয়েছেন । কল্কি 2898 এডি-র মতো একটি ছবির এমন প্রচারমূলক ইভেন্ট যে ধূমধাম করে হবে তা বলাই বাহুল্য ৷

কোথায়, কখন এবং কীভাবে কল্কি 2898 এডি প্রি-রিলিজ ইভেন্ট দেখবেন:

কল্কি 2898 এডি-র মুম্বইতে আজ প্রি-রিলিজ ইভেন্ট ৷ 19 জুন সন্ধ্যা 6 টায় শুরু হবে এই ইভেন্ট ৷ নির্মাতারা বৈজয়ন্তী মুভিজের অফিসিয়াল ইউটিউব পৃষ্ঠায় ইভেন্টটি লাইভ স্ট্রিমিং করবেন । এখানে ক্লিক করলেই ইভেন্টটি সরাসরি দেখতে পাবেন ৷

প্রভাসের নেতৃত্বে কল্কি 2898 এডি তারকায় ভরপুর । আছেন অমিতাভ বচ্চন, কমল হাসান, দীপিকা পাড়ুকোন, দিশা পাটানি-সহ আরও অনেকে । প্রাক-রিলিজের আগে নির্মাতারা প্রবীণ অভিনেত্রী শোবানার চরিত্রের পোস্টারও উন্মোচন করেছেন, যিনি ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছে ৷

কল্কি 2898 এডি-র প্রি-রিলিজ ইভেন্টের জন্য মুম্বইতে প্রভাস:

মুক্তির আগে মুম্বই পৌঁছেছেন প্রভাস ও তাঁর দল । অভিনেতাকে প্রথমে হায়দরাবাদ বিমানবন্দরে দেখা গিয়েছিল এবং কয়েক ঘণ্টা পরেই তাঁর মুম্বইতে পৌঁছনোর ভিডিয়োগুলি অনলাইনে প্রকাশিত হয় । বাহুবলী স্টারকে একটি বেইজ রঙের ট্রাউজারের সঙ্গে বড় আকারের একটি সবুজ টি-শার্টে দেখা গিয়েছে । তার সঙ্গে ছিল একটি কালো জ্যাকেট ৷ বৈজয়ন্তী মুভিজ প্রযোজিত ছবিটি জাতীয় পুরস্কার বিজয়ী পরিচালক নাগ অশ্বিনের উচ্চাভিলাষী প্রজেক্ট । 38 বছর বয়সি পরিচালক পাঁচ বছর ধরে গল্পটি তৈরি করেছেন এবং 27 জুন গোটা বিশ্ব তার সাক্ষী হওয়ার জন্য তৈরি ৷

ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে নির্মিত সবচেয়ে ব্যয়বহুল কল্কি 2898 এডি ৷ পৌরাণিক কাহিনীর সঙ্গে সাই-ফাই ড্রামার মিশ্রণে তৈরি হয়েছে ছবিটি ৷ এটি সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন দ্বারা ইউ/এ সার্টিফিকেট পেয়েছে এবং প্রায় তিন ঘণ্টা ধরে দেখা যাবে দুরন্ত দৃশ্যায়নের এই ছবি ৷

হায়দরাবাদ, 19 জুন: প্রভাসের ফিল্ম কল্কি 2898 এডি-র আজ মুম্বইতে গ্র্যান্ড প্রাক-রিলিজ । এই ইভেন্টের জন্য প্রভাস গতকাল রাতেই মুম্বই চলে গিয়েছেন । কল্কি 2898 এডি-র মতো একটি ছবির এমন প্রচারমূলক ইভেন্ট যে ধূমধাম করে হবে তা বলাই বাহুল্য ৷

কোথায়, কখন এবং কীভাবে কল্কি 2898 এডি প্রি-রিলিজ ইভেন্ট দেখবেন:

কল্কি 2898 এডি-র মুম্বইতে আজ প্রি-রিলিজ ইভেন্ট ৷ 19 জুন সন্ধ্যা 6 টায় শুরু হবে এই ইভেন্ট ৷ নির্মাতারা বৈজয়ন্তী মুভিজের অফিসিয়াল ইউটিউব পৃষ্ঠায় ইভেন্টটি লাইভ স্ট্রিমিং করবেন । এখানে ক্লিক করলেই ইভেন্টটি সরাসরি দেখতে পাবেন ৷

প্রভাসের নেতৃত্বে কল্কি 2898 এডি তারকায় ভরপুর । আছেন অমিতাভ বচ্চন, কমল হাসান, দীপিকা পাড়ুকোন, দিশা পাটানি-সহ আরও অনেকে । প্রাক-রিলিজের আগে নির্মাতারা প্রবীণ অভিনেত্রী শোবানার চরিত্রের পোস্টারও উন্মোচন করেছেন, যিনি ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছে ৷

কল্কি 2898 এডি-র প্রি-রিলিজ ইভেন্টের জন্য মুম্বইতে প্রভাস:

মুক্তির আগে মুম্বই পৌঁছেছেন প্রভাস ও তাঁর দল । অভিনেতাকে প্রথমে হায়দরাবাদ বিমানবন্দরে দেখা গিয়েছিল এবং কয়েক ঘণ্টা পরেই তাঁর মুম্বইতে পৌঁছনোর ভিডিয়োগুলি অনলাইনে প্রকাশিত হয় । বাহুবলী স্টারকে একটি বেইজ রঙের ট্রাউজারের সঙ্গে বড় আকারের একটি সবুজ টি-শার্টে দেখা গিয়েছে । তার সঙ্গে ছিল একটি কালো জ্যাকেট ৷ বৈজয়ন্তী মুভিজ প্রযোজিত ছবিটি জাতীয় পুরস্কার বিজয়ী পরিচালক নাগ অশ্বিনের উচ্চাভিলাষী প্রজেক্ট । 38 বছর বয়সি পরিচালক পাঁচ বছর ধরে গল্পটি তৈরি করেছেন এবং 27 জুন গোটা বিশ্ব তার সাক্ষী হওয়ার জন্য তৈরি ৷

ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে নির্মিত সবচেয়ে ব্যয়বহুল কল্কি 2898 এডি ৷ পৌরাণিক কাহিনীর সঙ্গে সাই-ফাই ড্রামার মিশ্রণে তৈরি হয়েছে ছবিটি ৷ এটি সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন দ্বারা ইউ/এ সার্টিফিকেট পেয়েছে এবং প্রায় তিন ঘণ্টা ধরে দেখা যাবে দুরন্ত দৃশ্যায়নের এই ছবি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.