ETV Bharat / entertainment

মৃত্যুর মুখ থেকে বেঁচে ফিরেছে ছেলে, পবন কল্যাণের স্ত্রীর বড় আত্মত্যাগ - PAWAN KALYAN WIFE ANNA DONATED HAIR

আগুন ভয়ঙ্কর দুর্ঘটনার হাত থেকে বেঁচে ফিরেছে ছেলে ৷ তিরুমালা তিরুপতি মন্দিরে মুণ্ডণ অভিনেতা-উপ মুখ্যমন্ত্রী পবন কল্যাণের স্ত্রী আন্নার ৷

Pawan Kalyan wife anna lezhneva donated her hair
পবন কল্যাণের স্ত্রী (ভিডিয়োর স্ক্রিনশট)
author img

By ETV Bharat Entertainment Team

Published : April 14, 2025 at 10:59 AM IST

2 Min Read

হায়দরাবাদ, 14 এপ্রিল: একটুর জন্য প্রাণ রক্ষা পেয়েছেন অভিনেতা তথা অন্ধ্রপ্রদেশের উপ-মুখ্যমন্ত্রী পবন কল্যাণের ছেলে মার্ক শঙ্কর ৷ সন্তানের মঙ্গল কামনায় মা তথা পবন কল্যাণের স্ত্রী, আন্না লেঝনেভা নিলেন কঠিন সিদ্ধান্ত ৷ ছেলে মার্ক শঙ্করের জন্য তিরুমালা তিরুপতি মন্দিরে চুল দান করেছেন। রবিবার তিনি আন্না মন্দির পরিদর্শন করেন ৷ সেই ভিডিয়ো ভাইরাল সোশাল মিডিয়ায় ৷

খ্রিস্টান আন্না তিরুপতিতে চুল উৎসর্গ করেন...

পবন কল্যাণের জনসেনা পার্টি এক প্রেস বিবৃতিতে জানিয়েছে, "ঐতিহ্যের কথা মাথায় রেখে, আন্না পদ্মাবতী কল্যাণ কট্টায় তাঁর চুল উৎসর্গ করেছে ৷ অংশগ্রহণ করেছেন বিশেষ পুজোয় ৷" প্রেস বিজ্ঞপ্তি এবং তিরুমালা তিরুপতি দেবস্থানম (টিটিডি) অনুসারে, রাশিয়ান অর্থোডক্স খ্রিস্টান আন্না, মন্দিরের কর্মকর্তাদের উপস্থিতিতে গায়ত্রী সদনে একটি ঘোষণাপত্রে স্বাক্ষর করেন, মন্দিরে প্রবেশ এবং আচার-অনুষ্ঠানে অংশগ্রহণের আগে ভগবানের প্রতি তাঁর বিশ্বাস পুনর্ব্যক্ত করেন। পরে, তিনি দেবতার আশীর্বাদ নিতে মন্দিরেও যান।

খবর, সিঙ্গাপুরের স্কুলে অগ্নিকাণ্ডে মার্কের হাত পুড়ে যায় ৷ প্রভাব পরে ফুসফুসেও ৷ মার্ক সিঙ্গাপুরের একটি স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। ঘটনার কয়েক ঘন্টা পর, পবন কল্যাণ সংবাদমাধ্যমকে বলেন যে ধোঁয়ার কারণে ফুসফুসের ক্ষতির পরিমাণ নির্ধারণের জন্য তার ছেলের ব্রঙ্কোস্কোপি করাতে হয়েছে।

অনুরাগী এবং রাজনীতিবিদদের ধন্যবাদ জ্ঞাপন

জানা গিয়েছে, অগ্নিকাণ্ডের ঘটনায় এক শিশুর মৃত্যু হয়েছে। 13 এপ্রিল পবন কল্যাণ তাঁর ছেলেকে নিয়ে হায়দরাবাদে ফিরে এসেছেন ৷ সোশাল মিডিয়ায় একটি ভিডিয়ো সামনে আসে যেখানে দেখা যায়, তিনি তার ছেলে মার্ককে বিমানবন্দর থেকে বাড়ির দিকে নিয়ে যাচ্ছে ৷ তাঁর সঙ্গে ছিলেন স্ত্রী আন্না এবং মেয়ে পোলেনা অঞ্জনা পাভালোভা। পবন কল্যাণ পরে তার ছেলের হাসপাতালে ভর্তির সময় যাঁরা পাশে ছিলেন, অনুরাগী থেকে সহকর্মী, দলের সদস্য সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন ৷

হায়দরাবাদ, 14 এপ্রিল: একটুর জন্য প্রাণ রক্ষা পেয়েছেন অভিনেতা তথা অন্ধ্রপ্রদেশের উপ-মুখ্যমন্ত্রী পবন কল্যাণের ছেলে মার্ক শঙ্কর ৷ সন্তানের মঙ্গল কামনায় মা তথা পবন কল্যাণের স্ত্রী, আন্না লেঝনেভা নিলেন কঠিন সিদ্ধান্ত ৷ ছেলে মার্ক শঙ্করের জন্য তিরুমালা তিরুপতি মন্দিরে চুল দান করেছেন। রবিবার তিনি আন্না মন্দির পরিদর্শন করেন ৷ সেই ভিডিয়ো ভাইরাল সোশাল মিডিয়ায় ৷

খ্রিস্টান আন্না তিরুপতিতে চুল উৎসর্গ করেন...

পবন কল্যাণের জনসেনা পার্টি এক প্রেস বিবৃতিতে জানিয়েছে, "ঐতিহ্যের কথা মাথায় রেখে, আন্না পদ্মাবতী কল্যাণ কট্টায় তাঁর চুল উৎসর্গ করেছে ৷ অংশগ্রহণ করেছেন বিশেষ পুজোয় ৷" প্রেস বিজ্ঞপ্তি এবং তিরুমালা তিরুপতি দেবস্থানম (টিটিডি) অনুসারে, রাশিয়ান অর্থোডক্স খ্রিস্টান আন্না, মন্দিরের কর্মকর্তাদের উপস্থিতিতে গায়ত্রী সদনে একটি ঘোষণাপত্রে স্বাক্ষর করেন, মন্দিরে প্রবেশ এবং আচার-অনুষ্ঠানে অংশগ্রহণের আগে ভগবানের প্রতি তাঁর বিশ্বাস পুনর্ব্যক্ত করেন। পরে, তিনি দেবতার আশীর্বাদ নিতে মন্দিরেও যান।

খবর, সিঙ্গাপুরের স্কুলে অগ্নিকাণ্ডে মার্কের হাত পুড়ে যায় ৷ প্রভাব পরে ফুসফুসেও ৷ মার্ক সিঙ্গাপুরের একটি স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। ঘটনার কয়েক ঘন্টা পর, পবন কল্যাণ সংবাদমাধ্যমকে বলেন যে ধোঁয়ার কারণে ফুসফুসের ক্ষতির পরিমাণ নির্ধারণের জন্য তার ছেলের ব্রঙ্কোস্কোপি করাতে হয়েছে।

অনুরাগী এবং রাজনীতিবিদদের ধন্যবাদ জ্ঞাপন

জানা গিয়েছে, অগ্নিকাণ্ডের ঘটনায় এক শিশুর মৃত্যু হয়েছে। 13 এপ্রিল পবন কল্যাণ তাঁর ছেলেকে নিয়ে হায়দরাবাদে ফিরে এসেছেন ৷ সোশাল মিডিয়ায় একটি ভিডিয়ো সামনে আসে যেখানে দেখা যায়, তিনি তার ছেলে মার্ককে বিমানবন্দর থেকে বাড়ির দিকে নিয়ে যাচ্ছে ৷ তাঁর সঙ্গে ছিলেন স্ত্রী আন্না এবং মেয়ে পোলেনা অঞ্জনা পাভালোভা। পবন কল্যাণ পরে তার ছেলের হাসপাতালে ভর্তির সময় যাঁরা পাশে ছিলেন, অনুরাগী থেকে সহকর্মী, দলের সদস্য সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.