ETV Bharat / entertainment

শিকাগো বিমানবন্দের হঠাৎ দেখা, 'ফ্যানবয়' মোমেন্টে আপ্লুত পরমব্রত - Parambrata Chattopadhyay

Parambrata Chattopadhyay with Wasim Akram: বাড়ি ফেরার জন্য বসেছিলেন শিকাগো বিমানবন্দরে ৷ আচমকাই লাউঞ্জে দেখা পেলেন বিশ্বের অন্যতম সেরা বাঁ-হাতি পেসারের ৷ তারপর যা করলেন, তাতে মজে নেটপাড়া ৷

author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 16, 2024, 3:03 PM IST

Parambrata Chattopadhyay with Wasim Akram
পরমব্রত চট্টোপাধ্যায়ের সঙ্গে ওয়াসিম আক্রম (ইটিভি ভারত)

হায়দরাবাদ, 16 জুলাই: বলিউড থেকে হলিউড বা টলিউড, তারকাদের ফলো করেন না এমন অনুরাগী খুঁজে পাওয়া দুষ্কর ৷ তবে কী শুধু আমজনতাই ফ্যান হন ৷ পরমব্রত চট্টোপাধ্যায়ের ইন্সটাগ্রাম পোস্ট দেখলে তেমনটা মনে হবে না ৷ শিকাগো বিমানবন্দরে আচমকাই দেখা পেলেন কিংবদন্তি পাক ক্রিকেটার ওয়াসিম আক্রমের ৷ নিজেকে ধরে রাখতে পারলেন না ৷ সেলফির আবদার করতেই মিষ্টি হেসে পোজ দিলেন বিশ্বের অন্যতম সেরা বাঁ-হাতি পেসার ৷

স্ত্রী পিয়ার সঙ্গে এই মুহূর্তে বিদেশে ছুটি কাটাচ্ছেন অভিনেতা পরমব্রত ৷ 44তম নর্থ আমেরিকা বেঙ্গলি কনফারেন্সেও যোগ দেন তিনি ৷ সম্মানিত হয়েছেন মিস্টার কনসিস্টেন্সি অ্যাওয়ার্ডে ৷ মঙ্গলবার তিনি দেশে ফিরছেন ৷ ফেরার পথে তাঁর যে অভিজ্ঞতা সেটাই তিনি শেয়ার করেছেন সোশাল মিডিয়ায় ৷

তিনি বেশ কিছু ছবি শেয়ার করেছেন যেখানে ধরা পড়েছে তাঁর 'ফ্যান বয় মোমেন্ট' ৷ তিনি সোশাল মিডিয়ায় লেখেন, "নর্থ আমেরিকান বেঙ্গলি কনফারেন্সে (এনএবিসি) ভালো সময় কাটিয়েছি ৷ বন্ধুর বাড়িতে সুন্দর মুহূর্ত কেটেছে ৷ এছাড়াও ওয়েস্ট কোস্টে আমরা (পিয়ার সঙ্গে) অসাধারণ সময় কাটিয়েছি ৷ আমি বাড়ি ফেরার পথে ছিলাম ৷ শিকাগো বিমানবন্দের লাউঞ্জে সময় কাটাচ্ছিলাম ৷"

এরপর তিনি লেখেন, "এরপরেই দেখা পেলাম দ্য লেজেন্ড তথা প্রাক্তন পাক অধিনায়ক আক্রমের ৷ আমি আর সামলাতে পারিনি ৷ ওনার কাছে একটা সেলফি তোলার আবদার করেই ফেললাম ৷ ওয়াসিম স্যর সারাজীবন এইভাবেই আপনার অনুরাগী থেকে যাব ৷ আর ধন্যবাদ আমার অনুরোধ রাখার জন্য ৷ আমি ভীষণ গর্ববোধ করছি ৷" আমেরিকায় কাটানো নানা সময়ের ছবি সোশাল মিডিয়ায় শেয়ার করেছেন অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় ৷ তবে তাঁর এই ফ্যানবয় মোমেন্ট দেখে মজা পেয়েছেন তাঁর একান্ত ভক্তরাও ৷

হায়দরাবাদ, 16 জুলাই: বলিউড থেকে হলিউড বা টলিউড, তারকাদের ফলো করেন না এমন অনুরাগী খুঁজে পাওয়া দুষ্কর ৷ তবে কী শুধু আমজনতাই ফ্যান হন ৷ পরমব্রত চট্টোপাধ্যায়ের ইন্সটাগ্রাম পোস্ট দেখলে তেমনটা মনে হবে না ৷ শিকাগো বিমানবন্দরে আচমকাই দেখা পেলেন কিংবদন্তি পাক ক্রিকেটার ওয়াসিম আক্রমের ৷ নিজেকে ধরে রাখতে পারলেন না ৷ সেলফির আবদার করতেই মিষ্টি হেসে পোজ দিলেন বিশ্বের অন্যতম সেরা বাঁ-হাতি পেসার ৷

স্ত্রী পিয়ার সঙ্গে এই মুহূর্তে বিদেশে ছুটি কাটাচ্ছেন অভিনেতা পরমব্রত ৷ 44তম নর্থ আমেরিকা বেঙ্গলি কনফারেন্সেও যোগ দেন তিনি ৷ সম্মানিত হয়েছেন মিস্টার কনসিস্টেন্সি অ্যাওয়ার্ডে ৷ মঙ্গলবার তিনি দেশে ফিরছেন ৷ ফেরার পথে তাঁর যে অভিজ্ঞতা সেটাই তিনি শেয়ার করেছেন সোশাল মিডিয়ায় ৷

তিনি বেশ কিছু ছবি শেয়ার করেছেন যেখানে ধরা পড়েছে তাঁর 'ফ্যান বয় মোমেন্ট' ৷ তিনি সোশাল মিডিয়ায় লেখেন, "নর্থ আমেরিকান বেঙ্গলি কনফারেন্সে (এনএবিসি) ভালো সময় কাটিয়েছি ৷ বন্ধুর বাড়িতে সুন্দর মুহূর্ত কেটেছে ৷ এছাড়াও ওয়েস্ট কোস্টে আমরা (পিয়ার সঙ্গে) অসাধারণ সময় কাটিয়েছি ৷ আমি বাড়ি ফেরার পথে ছিলাম ৷ শিকাগো বিমানবন্দের লাউঞ্জে সময় কাটাচ্ছিলাম ৷"

এরপর তিনি লেখেন, "এরপরেই দেখা পেলাম দ্য লেজেন্ড তথা প্রাক্তন পাক অধিনায়ক আক্রমের ৷ আমি আর সামলাতে পারিনি ৷ ওনার কাছে একটা সেলফি তোলার আবদার করেই ফেললাম ৷ ওয়াসিম স্যর সারাজীবন এইভাবেই আপনার অনুরাগী থেকে যাব ৷ আর ধন্যবাদ আমার অনুরোধ রাখার জন্য ৷ আমি ভীষণ গর্ববোধ করছি ৷" আমেরিকায় কাটানো নানা সময়ের ছবি সোশাল মিডিয়ায় শেয়ার করেছেন অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় ৷ তবে তাঁর এই ফ্যানবয় মোমেন্ট দেখে মজা পেয়েছেন তাঁর একান্ত ভক্তরাও ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.