ETV Bharat / entertainment

'পঞ্চায়েত' ভোটে জিতবে কে ? মঞ্জু দেবী- ক্রান্তি দেবীর হাড্ডাহাড্ডি লড়াই সিজন ফোরে - PANCHAYAT SEASON 4 TRAILER OUT

পঞ্চায়েত সিজন 4 বুধবার থেকে ভারত-সহ বিশ্বের 240টিরও বেশি দেশে সম্প্রচারিত হবে।

panchayat-season-4-trailer-out-jitendra-kumar-neena-gupta-raghubir-yadavs-show-stream-on-this-date
মঞ্জু দেবী- ক্রান্তি দেবীর হাড্ডাহাড্ডি লড়াই (সিরিজ পোস্টার)
author img

By ETV Bharat Entertainment Team

Published : June 11, 2025 at 3:36 PM IST

2 Min Read

হায়দরাবাদ, 11 জুন: পঞ্চায়েত সিজন 4 ঘিরে দর্শকদের উত্তেজনা চরমে ৷ কারণ সম্মুখ সমরে টিম মঞ্জু দেবী ও টিম ক্রান্তি দেবী ৷ দীপক কুমার মিশ্র ও অক্ষয় বিজয়বর্গীর পরিচালনায় সিজন 4- (PANCHAYAT SEASON 4)এর ট্রেলার প্রকাশ্যে ৷ সামনে এল সিরিজ স্ট্রিমিংয়ের নতুন তারিখও ৷

'পঞ্চায়েত সিজন 4'-এর অসাধারণ এবং মজাদার ট্রেলার মুক্তি পেয়েছে ৷ 'পঞ্চায়েত' প্রযোজনা করেছে দ্য ভাইরাল ফিভার (টিভিএফ)। চিত্রনাট্য লিখেছেন চন্দন কুমার। ফুলেরা নামক একটি কাল্পনিক গ্রামের পটভূমিতে, পঞ্চায়েতের নতুন সিজনটি আবারও ছোট শহরের কোলাহল, আবেগ এবং হাস্যরসের গল্প তুলে ধরতে প্রস্তুত ৷ নতুন চ্যালেঞ্জের সঙ্গে ফিরে আসতে চলেছে প্রিয় পুরনো মুখের সঙ্গে নতুন কিছু মুখও ৷ শোতে আবারও জিতেন্দ্র কুমার (Jitendra Kumar), নীনা গুপ্তা (Neena Gupta), রঘুবীর যাদব (Raghubir Yadav), ফয়সল মালিক, চন্দন রায়, সানভিকা, দুর্গেশ কুমার, সুনিতা রাজওয়ার এবং পঙ্কজ ঝা-এর মতো উজ্জ্বল অভিনেতাদের দেখার সুযোগ পাচ্ছেন দর্শকরা ৷

'পঞ্চায়েত'-এর নতুন সিজনের ট্রেলারে দেখানো হয়েছে যে এবার ফুলেরা গ্রাম কীভাবে নির্বাচনের ময়দান হতে চলেছে ৷ যেখানে মঞ্জু দেবী এবং ক্রান্তি দেবী মুখোমুখি। র‍্যালি গান, বড় বড় প্রতিশ্রুতি এবং অসাধারণ প্রচারণার মাধ্যমে, পুরো গ্রামটি মেলায় পরিণত হয়েছে। উভয় দল একে অপরকে পরাজিত করার জন্য প্রতিযোগিতায় ব্যস্ত ৷ 24 জুন থেকে 'পঞ্চায়েত সিজন 4' দেখুন শুধুমাত্র প্রাইম ভিডিওতে।

'পঞ্চায়েত সিজন 4'-এর স্রষ্টা এবং লেখক চন্দন কুমার জানান, 'পঞ্চায়েত'-এর সাফল্য একটা জার্নি ৷ প্রতিটা সিজন একে অপরের সঙ্গে যুক্ত ৷ গল্পকে নতুন করে দর্শকদের সামনে নিয়ে আসাই বড় চ্যালেঞ্জ ৷ মঞ্জু দেবীর চরিত্রে অভিনয় করেছেন নীনা গুপ্তা ৷ তিনি বলেন, "মঞ্জু দেবীর চরিত্রে অভিনয় করে আমি তৃপ্ত ৷ পঞ্চায়েত কেবল গ্রামের জীবনের গভীরে প্রবেশ করে না বরং প্রতিটি নতুন অধ্যায়ে প্রতিটি চরিত্রের বিকাশকেও গভীরভাবে দেখায়।"

শচীবজির চরিত্রে জিতেন্দ্র কুমার বেশ জনপ্রিয় ৷ তাঁর কথায়, "পঞ্চায়েত এমন একটি গল্প যা জীবনের সকল স্তরের, সকল বয়সের এবং সকল ধরণের দর্শকদের সঙ্গে সংযোগ স্থাপন করে। এর রসবোধ, সরলতা এবং সহজ-সরল চরিত্রগুলি সকলকে আনন্দ দেয় ৷ নতুন সিজন দর্শকদের কেমন লাগে, তা জানার অপেক্ষায় রয়েছি ৷" পঞ্চায়েত সিজন 4, 24 জুন থেকে ভারত সহ বিশ্বের 240 টিরও বেশি দেশে এবং অঞ্চলে শুধুমাত্র প্রাইম ভিডিওতে সম্প্রচারিত হবে।

হায়দরাবাদ, 11 জুন: পঞ্চায়েত সিজন 4 ঘিরে দর্শকদের উত্তেজনা চরমে ৷ কারণ সম্মুখ সমরে টিম মঞ্জু দেবী ও টিম ক্রান্তি দেবী ৷ দীপক কুমার মিশ্র ও অক্ষয় বিজয়বর্গীর পরিচালনায় সিজন 4- (PANCHAYAT SEASON 4)এর ট্রেলার প্রকাশ্যে ৷ সামনে এল সিরিজ স্ট্রিমিংয়ের নতুন তারিখও ৷

'পঞ্চায়েত সিজন 4'-এর অসাধারণ এবং মজাদার ট্রেলার মুক্তি পেয়েছে ৷ 'পঞ্চায়েত' প্রযোজনা করেছে দ্য ভাইরাল ফিভার (টিভিএফ)। চিত্রনাট্য লিখেছেন চন্দন কুমার। ফুলেরা নামক একটি কাল্পনিক গ্রামের পটভূমিতে, পঞ্চায়েতের নতুন সিজনটি আবারও ছোট শহরের কোলাহল, আবেগ এবং হাস্যরসের গল্প তুলে ধরতে প্রস্তুত ৷ নতুন চ্যালেঞ্জের সঙ্গে ফিরে আসতে চলেছে প্রিয় পুরনো মুখের সঙ্গে নতুন কিছু মুখও ৷ শোতে আবারও জিতেন্দ্র কুমার (Jitendra Kumar), নীনা গুপ্তা (Neena Gupta), রঘুবীর যাদব (Raghubir Yadav), ফয়সল মালিক, চন্দন রায়, সানভিকা, দুর্গেশ কুমার, সুনিতা রাজওয়ার এবং পঙ্কজ ঝা-এর মতো উজ্জ্বল অভিনেতাদের দেখার সুযোগ পাচ্ছেন দর্শকরা ৷

'পঞ্চায়েত'-এর নতুন সিজনের ট্রেলারে দেখানো হয়েছে যে এবার ফুলেরা গ্রাম কীভাবে নির্বাচনের ময়দান হতে চলেছে ৷ যেখানে মঞ্জু দেবী এবং ক্রান্তি দেবী মুখোমুখি। র‍্যালি গান, বড় বড় প্রতিশ্রুতি এবং অসাধারণ প্রচারণার মাধ্যমে, পুরো গ্রামটি মেলায় পরিণত হয়েছে। উভয় দল একে অপরকে পরাজিত করার জন্য প্রতিযোগিতায় ব্যস্ত ৷ 24 জুন থেকে 'পঞ্চায়েত সিজন 4' দেখুন শুধুমাত্র প্রাইম ভিডিওতে।

'পঞ্চায়েত সিজন 4'-এর স্রষ্টা এবং লেখক চন্দন কুমার জানান, 'পঞ্চায়েত'-এর সাফল্য একটা জার্নি ৷ প্রতিটা সিজন একে অপরের সঙ্গে যুক্ত ৷ গল্পকে নতুন করে দর্শকদের সামনে নিয়ে আসাই বড় চ্যালেঞ্জ ৷ মঞ্জু দেবীর চরিত্রে অভিনয় করেছেন নীনা গুপ্তা ৷ তিনি বলেন, "মঞ্জু দেবীর চরিত্রে অভিনয় করে আমি তৃপ্ত ৷ পঞ্চায়েত কেবল গ্রামের জীবনের গভীরে প্রবেশ করে না বরং প্রতিটি নতুন অধ্যায়ে প্রতিটি চরিত্রের বিকাশকেও গভীরভাবে দেখায়।"

শচীবজির চরিত্রে জিতেন্দ্র কুমার বেশ জনপ্রিয় ৷ তাঁর কথায়, "পঞ্চায়েত এমন একটি গল্প যা জীবনের সকল স্তরের, সকল বয়সের এবং সকল ধরণের দর্শকদের সঙ্গে সংযোগ স্থাপন করে। এর রসবোধ, সরলতা এবং সহজ-সরল চরিত্রগুলি সকলকে আনন্দ দেয় ৷ নতুন সিজন দর্শকদের কেমন লাগে, তা জানার অপেক্ষায় রয়েছি ৷" পঞ্চায়েত সিজন 4, 24 জুন থেকে ভারত সহ বিশ্বের 240 টিরও বেশি দেশে এবং অঞ্চলে শুধুমাত্র প্রাইম ভিডিওতে সম্প্রচারিত হবে।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.