ETV Bharat / entertainment

সুস্মিতা 'ট্যালন্টেড', ঋতুপর্ণা 'ড্যাজলিং', কোন স্মৃতিতে ডুব পলাশ সেনের ? - PALASH SEN ON LEADING LADIES

গায়ক-অভিনেতার ইঙ্গিতপূর্ণ পোস্ট দেখে অনুরাগীদের অনুমান, ফের একবার রূপোলি পর্দায় দেখা যেতে পারে 'ইউফোরিয়া' গায়ককে ৷

Etv Bharat
পলাশ সেনের অভিনেত্রীরা (আইএএনএস)
author img

By ETV Bharat Entertainment Team

Published : May 17, 2025 at 12:42 PM IST

3 Min Read

হায়দরাবাদ, 17 মে: গানের পাশাপাশি অভিনয় জগতে ছাপ রেখেছেন 'ইউফোরিয়া' গায়ক পলাশ সেন (Palash Sen ) ৷ কিন্তু যাঁদের জন্য তিনি পর্দায় ভালো কাজ করতে পেরেছেন তাঁদের প্রশংসায় পঞ্চমুখ তিনি ৷ পুরনো অ্যালবামের পাতা থেকে নিয়ে এলেন ফিলহাল, সন্ধ্যে নামার আগের স্মৃতি ৷

ইন্ডিপপ গানের জগতে ইউফোরিয়া (Euphoria) আর পলাশ সেনের সঙ্গে আবেগ জড়িয়ে রয়েছে শ্রোতা-অনুরাগীদের ৷ কলেজ থাকাকালীনই তৈরি করেন নিজের মিউজিক্যাল ব্যান্ড 'ইউফোরিয়া' ৷ 1998 সালে সামনে আসে 'ধুম পিচাক ধুম' গান ৷ যা আজও মিউজিক লাভারদের মনে রাজ করে ৷ গানের পাশাপাশি অভিনয় জগতে নিজের ছাপ রেখেছেন পলাশ ৷ সুস্মিতা সেন (Sushmita Sen) থেকে ঋতুপর্ণা সেনগুপ্ত বা সমরীন জৈদির সঙ্গে কাজ করেছেন পলাশ ৷ কেমন ছিল সেই অভিজ্ঞতা সোশাল মিডিয়ায় ভাগ করে নিলেন গায়ক-অভিনেতা ৷

পলাশ ইন্সটাগ্রাম পোস্টে লেখেন, "আমি আমার কেরিয়ারে বেশ কিছু সিনেমাতেও কাজ করেছি ৷ আমার কখনও সিনেমায় অভিনয় করার ক্রেজ ছিল না ৷ কিন্তু জাস্ট হয়ে গেছে ৷ কারণ ভগবানের অন্য কিছু পরিকল্পনা ছিল আমায় নিয়ে ৷" তিনি তাঁর অভিনেত্রীদের বেশকিছু ছবি শেয়ার করেন ৷

এরপর তিনি লেখেন, "আমার সিনেমা কেরিয়ারে এই ছবি গুলি অমূল্য ৷ আমি কৃতজ্ঞ যাঁরা আমাকে তাঁদের ছবিতে হিরোর চরিত্রে ভেবেছিলেন ৷ আর এই সকল অসাধারণ অভিনেত্রীরা আসলে অভিনেতা হিসাবে আমাকে তৈরি করেছেন ৷" প্রথমেই পলাশ নাম নেন সুস্মিতার ৷ তিনি লেখেন, "সুস্মিতার সঙ্গে আমার প্রথম সিনেমা ফিলহাল ৷ আমার প্রথম হিরোইন ৷ মিস ইউনিভার্স ৷ ভীষণ প্রতিভাময়ী ৷ গর্জিয়াস ৷"

পলাশের মুগ্ধতায় জায়গা করে নিয়েছেন আরও এক বাঙালি কন্যা ৷ তিনি ঋতুপর্ণা সেনগুপ্ত ৷ অভিনেত্রী সম্পর্কে পলাশ লেখেন, "সন্ধ্যে নামার আগে ছবিতে কাজ ঋতুপর্ণার সঙ্গে ৷ ড্যাজলিং ৷ অ্যাক্টিং পাওয়ারহাউস, গ্রেসফুল ৷ আমি এখানে ভিলেনের চরিত্রে নজরে এসেছি ৷"

পলাশ তিন নম্বরে রেখেছেন ইরা দুবেকে ৷ 'অ্যায়সা ইয়ে জাহান' সিনেমায় পলাশের সঙ্গে কাজ করেন ইরা ৷ অভিনেত্রী সম্পর্কে পলাশের মন্তব্য, " আমার নজরে অসাধারণ প্রতিভাময়ী শিল্পী ৷ অ্যাক্টিংয়ের টেক্স বুক বলা চলে ৷ ওর সঙ্গে কাজ করা বেশ কঠিন ছিল ৷ আর সত্যিই ওর কিলার লুকস... ৷" 'মুম্বই কাটিং' সিনেমায় পলাশ সেন কাজ করেছেন সমরীন জৈদির সঙ্গে ৷ চুপচাপ, গর্জিয়াস, আচমকাই বেপাত্তা ৷ এমনটাই পলাশের মত অভিনেত্রীকে নিয়ে ৷

এরপর অনুরাগীদের উদ্দেশ্যে, পলাশের প্রশ্ন, "আমার কি আরও সিনেমা করা উচিত ?" তারপর নিজেই উত্তর দিয়েই জানান, "কেন নয় ! ক্রিয়েটিভির কত পথ খোলা ৷ আমি সবরকম ফর্মে নিজেকে মেলে ধরতে পছন্দ করি ৷" তাহলে কি ফের একবার রূপোলি পর্দায় দেখা যাবে অভিনেতা-গায়ক পলাশ সেন কে? সময় দেবে উত্তর ৷

হায়দরাবাদ, 17 মে: গানের পাশাপাশি অভিনয় জগতে ছাপ রেখেছেন 'ইউফোরিয়া' গায়ক পলাশ সেন (Palash Sen ) ৷ কিন্তু যাঁদের জন্য তিনি পর্দায় ভালো কাজ করতে পেরেছেন তাঁদের প্রশংসায় পঞ্চমুখ তিনি ৷ পুরনো অ্যালবামের পাতা থেকে নিয়ে এলেন ফিলহাল, সন্ধ্যে নামার আগের স্মৃতি ৷

ইন্ডিপপ গানের জগতে ইউফোরিয়া (Euphoria) আর পলাশ সেনের সঙ্গে আবেগ জড়িয়ে রয়েছে শ্রোতা-অনুরাগীদের ৷ কলেজ থাকাকালীনই তৈরি করেন নিজের মিউজিক্যাল ব্যান্ড 'ইউফোরিয়া' ৷ 1998 সালে সামনে আসে 'ধুম পিচাক ধুম' গান ৷ যা আজও মিউজিক লাভারদের মনে রাজ করে ৷ গানের পাশাপাশি অভিনয় জগতে নিজের ছাপ রেখেছেন পলাশ ৷ সুস্মিতা সেন (Sushmita Sen) থেকে ঋতুপর্ণা সেনগুপ্ত বা সমরীন জৈদির সঙ্গে কাজ করেছেন পলাশ ৷ কেমন ছিল সেই অভিজ্ঞতা সোশাল মিডিয়ায় ভাগ করে নিলেন গায়ক-অভিনেতা ৷

পলাশ ইন্সটাগ্রাম পোস্টে লেখেন, "আমি আমার কেরিয়ারে বেশ কিছু সিনেমাতেও কাজ করেছি ৷ আমার কখনও সিনেমায় অভিনয় করার ক্রেজ ছিল না ৷ কিন্তু জাস্ট হয়ে গেছে ৷ কারণ ভগবানের অন্য কিছু পরিকল্পনা ছিল আমায় নিয়ে ৷" তিনি তাঁর অভিনেত্রীদের বেশকিছু ছবি শেয়ার করেন ৷

এরপর তিনি লেখেন, "আমার সিনেমা কেরিয়ারে এই ছবি গুলি অমূল্য ৷ আমি কৃতজ্ঞ যাঁরা আমাকে তাঁদের ছবিতে হিরোর চরিত্রে ভেবেছিলেন ৷ আর এই সকল অসাধারণ অভিনেত্রীরা আসলে অভিনেতা হিসাবে আমাকে তৈরি করেছেন ৷" প্রথমেই পলাশ নাম নেন সুস্মিতার ৷ তিনি লেখেন, "সুস্মিতার সঙ্গে আমার প্রথম সিনেমা ফিলহাল ৷ আমার প্রথম হিরোইন ৷ মিস ইউনিভার্স ৷ ভীষণ প্রতিভাময়ী ৷ গর্জিয়াস ৷"

পলাশের মুগ্ধতায় জায়গা করে নিয়েছেন আরও এক বাঙালি কন্যা ৷ তিনি ঋতুপর্ণা সেনগুপ্ত ৷ অভিনেত্রী সম্পর্কে পলাশ লেখেন, "সন্ধ্যে নামার আগে ছবিতে কাজ ঋতুপর্ণার সঙ্গে ৷ ড্যাজলিং ৷ অ্যাক্টিং পাওয়ারহাউস, গ্রেসফুল ৷ আমি এখানে ভিলেনের চরিত্রে নজরে এসেছি ৷"

পলাশ তিন নম্বরে রেখেছেন ইরা দুবেকে ৷ 'অ্যায়সা ইয়ে জাহান' সিনেমায় পলাশের সঙ্গে কাজ করেন ইরা ৷ অভিনেত্রী সম্পর্কে পলাশের মন্তব্য, " আমার নজরে অসাধারণ প্রতিভাময়ী শিল্পী ৷ অ্যাক্টিংয়ের টেক্স বুক বলা চলে ৷ ওর সঙ্গে কাজ করা বেশ কঠিন ছিল ৷ আর সত্যিই ওর কিলার লুকস... ৷" 'মুম্বই কাটিং' সিনেমায় পলাশ সেন কাজ করেছেন সমরীন জৈদির সঙ্গে ৷ চুপচাপ, গর্জিয়াস, আচমকাই বেপাত্তা ৷ এমনটাই পলাশের মত অভিনেত্রীকে নিয়ে ৷

এরপর অনুরাগীদের উদ্দেশ্যে, পলাশের প্রশ্ন, "আমার কি আরও সিনেমা করা উচিত ?" তারপর নিজেই উত্তর দিয়েই জানান, "কেন নয় ! ক্রিয়েটিভির কত পথ খোলা ৷ আমি সবরকম ফর্মে নিজেকে মেলে ধরতে পছন্দ করি ৷" তাহলে কি ফের একবার রূপোলি পর্দায় দেখা যাবে অভিনেতা-গায়ক পলাশ সেন কে? সময় দেবে উত্তর ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.