ETV Bharat / entertainment

'এমন হত্যালীলা শয়তানরাই পারে...' বলিউডে প্রতিবাদের জোরালো কণ্ঠ - BOLLYWOOD ON PAHALGAM TERROR ATTACK

পহেলগামে জঙ্গি হামলার ঘটনায় নিন্দার ঝড় বলিউড তারকাদের ৷

Pahalgam Terror Attack
বলিউডে প্রতিবাদের জোরালো কণ্ঠ (আইএএনএস/এএনআই)
author img

By ETV Bharat Entertainment Team

Published : April 23, 2025 at 11:23 AM IST

2 Min Read

হায়দরাবাদ, 23 এপ্রিল: জম্মু-কাশ্মীরের পহেলগামে জঙ্গি হামলা নাড়িয়ে দিয়েছে দেশকে ৷ ঘটনায় প্রাণ হারান 26 জন নিরীহ পর্যটক ৷ শুধু ভারতীয় নয়, নিহতের তালিকায় রয়েছেন নেপাল ও আরবের বাসিন্দাও ৷ ঘটনায় নিন্দা ও প্রতিবাদের ঝড় সর্বত্র ৷ বলিউড তারকারাও এই ঘটনায় জঙ্গি হামলার নিন্দা করার পাশাপাশি স্বজনহারাদের জন্য সমব্যথী হয়েছেন ৷

অক্ষয় কুমার সোশাল মিডিয়ায় লিখেছেন, "পর্যটকদের ওপর জঙ্গি হামলার ঘটনায় ব্যথিত ৷ নির্দোষ সাধারণ মানুষদের হত্যা করতে একমাত্র শয়তানরাই পারে ৷ আমি স্বজনহারা পরিবারের জন্য প্রার্থনা করব ৷" ইলেয়না ডি'ক্রুজ লেখেন, "পহেলগামের ঘটনায় আমি বাক্যহারা ৷ এই ঘটনায় যাঁরা প্রাণ হারিয়েছেন তাঁদের পরিবার-পরিজনদের দেখে কষ্ট হচ্ছে ৷ আমার মন ভেঙে গিয়েছে ৷"

Pahalgam Terror Attack
সোনালী বেন্দ্রের পোসেট (স্ক্রিনশট)
Pahalgam Terror Attack
অক্ষয় কুমারের পোস্ট (স্ক্রিনশট)

অনুপম খের ইন্সটাগ্রামে ঘটনার নিন্দা করে একটি ভিডিয়ো শেয়ার করেন ৷ তিনি বলেন, "পহেলগামে যেভাবে হিন্দুদের বেছে বেছে হত্যা করা হয়েছে এই ঘটনায় শুধু দুঃখিত নই, ব্যথিত ৷ আমি আমার জীবনে দেখেছি, কাশ্মীরি হিন্দুদেরও উপরেও কীরকম নির্মম অত্যাচার হয়েছে ৷ কিন্তু এবার হত্যা করা হয়েছে বাইরে থেকে যারা গিয়েছেন ৷ তাঁদের ধর্ম জিজ্ঞাসা করা হয়েছে ৷ বলার শব্দ খুঁজে পাচ্ছি না ৷"

Pahalgam Terror Attack
ইলিয়ানার পোস্ট (স্ক্রিনশট)

জাহ্নবী কাপুর লেখেন, "সমবেদনা জানানোর ভাষা খুঁজে পাচ্ছি না ৷ পহেলগামের ঘটনায় আমি স্পিচলেস ও দুঃখিত ৷ আমি এই অন্যায়ের প্রতিবাদ জানাচ্ছি ৷ ন্যায়ের দাবি করছি ৷ আহত-নিহত পরিবারের প্রতি আমার সমবেদনা ৷ আমরা তোমাদের পাশে আছি ৷ ভগবান তোমাদের শক্তি দিক ৷" ভিকি কৌশল লেখেন, "আমরা কল্পনা করতে পারি নিরীহ মানুষের ওপর হামলা হলে সেই পরিবারের স্বজনদের কী অবস্থা হয় ৷ পহেলগামে জঙ্গি হামলায় নিহত-আহত পরিবারকে সমবেদনা ৷ দোষীরা শাস্তি পাবে আশা রাখছি ৷"

Pahalgam Terror Attack
জাহ্নবী কাপুরের পোস্ট (স্ক্রিনশট)
Pahalgam Terror Attack
ভিকি কৌশলের পোস্ট (স্ক্রিনশট)

এছাড়াও রাজপাল যাদব, সোনালি বিন্দ্রে, সোনম কাপুর পহেলগামে জঙ্গি হামলার ঘটনায় তীব্র নিন্দা করেছেন ৷ পাশাপাশি সমবেদনাও প্রকাশ করেছেন স্বজনহারাদের প্রতি ৷ রিপোর্ট অনুযায়ী, 22 এপ্রিল দুপুরে আচমকাই পর্যটকদের ওপর হামলা চালায় জঙ্গিরা ৷ পহেলগামের বাইসরনে এই নির্মম হত্যালীলা চলে ৷ পর্যটকদের বয়ান অনুযায়ী, হিন্দি ও পাঞ্জাবী ভাষায় তাঁদের ধর্ম জানতে চাওয়া হয় ৷ এরপরেই এলোপাথারি গুলি চালায় জঙ্গিরা ৷ ঘটনাস্থলেই প্রাণ হারান 26 জন নিরীহ সাধারণ পর্যটক ৷

Pahalgam Terror Attack
সোনম কাপুরের পোস্ট (স্ক্রিনশট)
Pahalgam Terror Attack
হিনা খানের পোস্ট (স্ক্রিনশট)

হায়দরাবাদ, 23 এপ্রিল: জম্মু-কাশ্মীরের পহেলগামে জঙ্গি হামলা নাড়িয়ে দিয়েছে দেশকে ৷ ঘটনায় প্রাণ হারান 26 জন নিরীহ পর্যটক ৷ শুধু ভারতীয় নয়, নিহতের তালিকায় রয়েছেন নেপাল ও আরবের বাসিন্দাও ৷ ঘটনায় নিন্দা ও প্রতিবাদের ঝড় সর্বত্র ৷ বলিউড তারকারাও এই ঘটনায় জঙ্গি হামলার নিন্দা করার পাশাপাশি স্বজনহারাদের জন্য সমব্যথী হয়েছেন ৷

অক্ষয় কুমার সোশাল মিডিয়ায় লিখেছেন, "পর্যটকদের ওপর জঙ্গি হামলার ঘটনায় ব্যথিত ৷ নির্দোষ সাধারণ মানুষদের হত্যা করতে একমাত্র শয়তানরাই পারে ৷ আমি স্বজনহারা পরিবারের জন্য প্রার্থনা করব ৷" ইলেয়না ডি'ক্রুজ লেখেন, "পহেলগামের ঘটনায় আমি বাক্যহারা ৷ এই ঘটনায় যাঁরা প্রাণ হারিয়েছেন তাঁদের পরিবার-পরিজনদের দেখে কষ্ট হচ্ছে ৷ আমার মন ভেঙে গিয়েছে ৷"

Pahalgam Terror Attack
সোনালী বেন্দ্রের পোসেট (স্ক্রিনশট)
Pahalgam Terror Attack
অক্ষয় কুমারের পোস্ট (স্ক্রিনশট)

অনুপম খের ইন্সটাগ্রামে ঘটনার নিন্দা করে একটি ভিডিয়ো শেয়ার করেন ৷ তিনি বলেন, "পহেলগামে যেভাবে হিন্দুদের বেছে বেছে হত্যা করা হয়েছে এই ঘটনায় শুধু দুঃখিত নই, ব্যথিত ৷ আমি আমার জীবনে দেখেছি, কাশ্মীরি হিন্দুদেরও উপরেও কীরকম নির্মম অত্যাচার হয়েছে ৷ কিন্তু এবার হত্যা করা হয়েছে বাইরে থেকে যারা গিয়েছেন ৷ তাঁদের ধর্ম জিজ্ঞাসা করা হয়েছে ৷ বলার শব্দ খুঁজে পাচ্ছি না ৷"

Pahalgam Terror Attack
ইলিয়ানার পোস্ট (স্ক্রিনশট)

জাহ্নবী কাপুর লেখেন, "সমবেদনা জানানোর ভাষা খুঁজে পাচ্ছি না ৷ পহেলগামের ঘটনায় আমি স্পিচলেস ও দুঃখিত ৷ আমি এই অন্যায়ের প্রতিবাদ জানাচ্ছি ৷ ন্যায়ের দাবি করছি ৷ আহত-নিহত পরিবারের প্রতি আমার সমবেদনা ৷ আমরা তোমাদের পাশে আছি ৷ ভগবান তোমাদের শক্তি দিক ৷" ভিকি কৌশল লেখেন, "আমরা কল্পনা করতে পারি নিরীহ মানুষের ওপর হামলা হলে সেই পরিবারের স্বজনদের কী অবস্থা হয় ৷ পহেলগামে জঙ্গি হামলায় নিহত-আহত পরিবারকে সমবেদনা ৷ দোষীরা শাস্তি পাবে আশা রাখছি ৷"

Pahalgam Terror Attack
জাহ্নবী কাপুরের পোস্ট (স্ক্রিনশট)
Pahalgam Terror Attack
ভিকি কৌশলের পোস্ট (স্ক্রিনশট)

এছাড়াও রাজপাল যাদব, সোনালি বিন্দ্রে, সোনম কাপুর পহেলগামে জঙ্গি হামলার ঘটনায় তীব্র নিন্দা করেছেন ৷ পাশাপাশি সমবেদনাও প্রকাশ করেছেন স্বজনহারাদের প্রতি ৷ রিপোর্ট অনুযায়ী, 22 এপ্রিল দুপুরে আচমকাই পর্যটকদের ওপর হামলা চালায় জঙ্গিরা ৷ পহেলগামের বাইসরনে এই নির্মম হত্যালীলা চলে ৷ পর্যটকদের বয়ান অনুযায়ী, হিন্দি ও পাঞ্জাবী ভাষায় তাঁদের ধর্ম জানতে চাওয়া হয় ৷ এরপরেই এলোপাথারি গুলি চালায় জঙ্গিরা ৷ ঘটনাস্থলেই প্রাণ হারান 26 জন নিরীহ সাধারণ পর্যটক ৷

Pahalgam Terror Attack
সোনম কাপুরের পোস্ট (স্ক্রিনশট)
Pahalgam Terror Attack
হিনা খানের পোস্ট (স্ক্রিনশট)
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.