ETV Bharat / entertainment

কোর্টরুমের কচকচানি নয়, হাসাতে আসছে 'মামলা লিগাল হ্যায়' সিজন 2 - MAAMLA LEGAL HAI S2

Maamla Legal Hai Second Season: কোর্টরুমের মজাদার ঘটনা নিয়ে তৈরি সিরিজ 'মামলা লিগাল হ্যায়' মন ছুঁয়েছে দর্শকদের ৷ এবার আসতে চলেছে এই সিজনের সেকেন্ড পার্ট ৷

author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 4, 2024, 8:28 PM IST

Maamla Legal Hai Second Season
'মামলা লিগাল হ্যায়'

হায়দরাবাদ, 4 এপ্রিল: আদালতের ভিতরে এবং বাইরে আইনজীবীদের জীবন নিয়ে মজাদার সিরিজ 'মামলা লিগল হ্যায়' ৷ পয়লা মার্চ ওটিটি প্ল্যাটফর্মে আসে এই সিরিজ ৷ 'সত্যমেব জয়তে' যে কথা কোর্টরুমের আধার, সেখানে দোষী-বিচারক ও আইনজীবীদের রোজনামচার কাল্পনিক ঝলক দেখিয়েছেন পরিচালক সমীর সাক্সেনা ৷ এবার কোর্টরুমের সেই দ্বন্দ্ব আবার আসছে, নতুন চমক নিয়ে ৷

সোশাল মিডিয়ায় সিজন ওয়ানের বেশ কিছু ঝলক শেয়ার করা হয়েছে ৷ ক্যাপশনে লেখা, "হাসতে থাকা আইনজীবীকে সবচেয়ে দেখতে সুন্দর লাগে ৷ এই কারণে পতপরগঞ্জের কিউট লোকেরা আবার ফিরছেন ৷ মামলা লিগাল হ্যায় সেকেন্ড সিজন আসছে খুব শীঘ্রই শুধুমাত্র নেটফ্লিক্সে ৷" পরিচালক সমীর সাক্সেনা বলেন, "মামলা লিগাল হ্যায় তৈরি করেছি মন থেকে ৷ চেয়েছিলাম সহজভাবে এই গল্প ছুঁয়ে যাক দর্শকদের মন ৷ সিজন 2-তে আমরা এই গল্পকেই পরবর্তী ধাপে নিয়ে যাব ৷ পাশাপাশি, নেটফ্লিক্সের সঙ্গে যুক্ত হতে পেরেও ভালো লাগছে ৷ কাজের দায়িত্ব আরও বেড়ে গেল ৷"

ভারতে নেটফ্লিক্সের প্রধান তনয়া বামি বলেন, "আমরা এই সিরিজের দ্বিতীয় ভাগের জন্য অধীর আগ্রহে অপেক্ষায় রয়েছি ৷ পতপরগঞ্জের আইনজীবীদের জীবনে নতুন কী কী চ্যালেঞ্জ আসে তা দেখার জন্য উদগ্রীব আমরা ৷" রবি কিষাণ, নীধি বিস্ত ও যশপাল শর্মা, অনন্ত ভি জোশি, নাইলা গ্রেওয়াল, অঞ্জুম বাত্রা, বিজয় রাজোরিয়া অভিনীত এই সিরিজের প্রতিটা পর্ব কখনও দর্শকদের হাসিয়েছে আবার কখনও ভিজিয়েছে চোখের কোণ ৷ পতপরগঞ্জ জেলা আদালতে সকাল থেকে কী কী হয়, কীভাবে হয় সেই কাহিনীর চিত্রনাট্য মনোমুগ্ধকর ভাবে তুলে ধরেছেন সৌরভ খান্না-কুণাল আনেজা ৷

সিরিজের প্রথম ভাগে দেখানো হয়েছে ভিডি ত্যাগি (রবি কিষাণ) পতপরগঞ্জ বার অ্যাসোসিয়েশনের সভাপতি ৷ যিনি স্বপ্ন দেখেন একদিন ভারতের অ্যাটর্নি জেনারেল হবেন ৷ নীধি বিস্ত, নাইলা গ্রেওয়াল বিজয় রাজোরিয়া সেই ত্যাগির অধীনে আইনজীবী হিসাবে কাজ করেন ৷ ত্যাগির অ্যাটর্নি জেনারেল হওয়ার জার্নি থেকে আইনজীবীদের 'জুগার' কীভাবে হচ্ছে, সেই সফরের সাক্ষী থেকেছেন দর্শকরা ৷ তবে 'মামলা লিগাল হ্যায়', সিজন 2 কবে আসবে, মুক্তির তারিখ এখনও পর্যন্ত জানানো হয়নি ৷

আরও পড়ুন

1. ছবি বানানোর স্বপ্ন দেখছেন? বিনা খরচায় শেখাবে রামোজি অ্যাকাডেমি অফ মুভিজ

2. প্রথম ভারতীয় সিনেমা হিসাবে ইতিহাস গড়ল বিজয়-ম্রুণালের 'ফ্যামিলি স্টার'

3. প্রথা ভেঙে সাজ তাপসীর, প্রকাশ্যে 'হাসিন দিলরুবা'র বিয়ের ভিডিয়ো

হায়দরাবাদ, 4 এপ্রিল: আদালতের ভিতরে এবং বাইরে আইনজীবীদের জীবন নিয়ে মজাদার সিরিজ 'মামলা লিগল হ্যায়' ৷ পয়লা মার্চ ওটিটি প্ল্যাটফর্মে আসে এই সিরিজ ৷ 'সত্যমেব জয়তে' যে কথা কোর্টরুমের আধার, সেখানে দোষী-বিচারক ও আইনজীবীদের রোজনামচার কাল্পনিক ঝলক দেখিয়েছেন পরিচালক সমীর সাক্সেনা ৷ এবার কোর্টরুমের সেই দ্বন্দ্ব আবার আসছে, নতুন চমক নিয়ে ৷

সোশাল মিডিয়ায় সিজন ওয়ানের বেশ কিছু ঝলক শেয়ার করা হয়েছে ৷ ক্যাপশনে লেখা, "হাসতে থাকা আইনজীবীকে সবচেয়ে দেখতে সুন্দর লাগে ৷ এই কারণে পতপরগঞ্জের কিউট লোকেরা আবার ফিরছেন ৷ মামলা লিগাল হ্যায় সেকেন্ড সিজন আসছে খুব শীঘ্রই শুধুমাত্র নেটফ্লিক্সে ৷" পরিচালক সমীর সাক্সেনা বলেন, "মামলা লিগাল হ্যায় তৈরি করেছি মন থেকে ৷ চেয়েছিলাম সহজভাবে এই গল্প ছুঁয়ে যাক দর্শকদের মন ৷ সিজন 2-তে আমরা এই গল্পকেই পরবর্তী ধাপে নিয়ে যাব ৷ পাশাপাশি, নেটফ্লিক্সের সঙ্গে যুক্ত হতে পেরেও ভালো লাগছে ৷ কাজের দায়িত্ব আরও বেড়ে গেল ৷"

ভারতে নেটফ্লিক্সের প্রধান তনয়া বামি বলেন, "আমরা এই সিরিজের দ্বিতীয় ভাগের জন্য অধীর আগ্রহে অপেক্ষায় রয়েছি ৷ পতপরগঞ্জের আইনজীবীদের জীবনে নতুন কী কী চ্যালেঞ্জ আসে তা দেখার জন্য উদগ্রীব আমরা ৷" রবি কিষাণ, নীধি বিস্ত ও যশপাল শর্মা, অনন্ত ভি জোশি, নাইলা গ্রেওয়াল, অঞ্জুম বাত্রা, বিজয় রাজোরিয়া অভিনীত এই সিরিজের প্রতিটা পর্ব কখনও দর্শকদের হাসিয়েছে আবার কখনও ভিজিয়েছে চোখের কোণ ৷ পতপরগঞ্জ জেলা আদালতে সকাল থেকে কী কী হয়, কীভাবে হয় সেই কাহিনীর চিত্রনাট্য মনোমুগ্ধকর ভাবে তুলে ধরেছেন সৌরভ খান্না-কুণাল আনেজা ৷

সিরিজের প্রথম ভাগে দেখানো হয়েছে ভিডি ত্যাগি (রবি কিষাণ) পতপরগঞ্জ বার অ্যাসোসিয়েশনের সভাপতি ৷ যিনি স্বপ্ন দেখেন একদিন ভারতের অ্যাটর্নি জেনারেল হবেন ৷ নীধি বিস্ত, নাইলা গ্রেওয়াল বিজয় রাজোরিয়া সেই ত্যাগির অধীনে আইনজীবী হিসাবে কাজ করেন ৷ ত্যাগির অ্যাটর্নি জেনারেল হওয়ার জার্নি থেকে আইনজীবীদের 'জুগার' কীভাবে হচ্ছে, সেই সফরের সাক্ষী থেকেছেন দর্শকরা ৷ তবে 'মামলা লিগাল হ্যায়', সিজন 2 কবে আসবে, মুক্তির তারিখ এখনও পর্যন্ত জানানো হয়নি ৷

আরও পড়ুন

1. ছবি বানানোর স্বপ্ন দেখছেন? বিনা খরচায় শেখাবে রামোজি অ্যাকাডেমি অফ মুভিজ

2. প্রথম ভারতীয় সিনেমা হিসাবে ইতিহাস গড়ল বিজয়-ম্রুণালের 'ফ্যামিলি স্টার'

3. প্রথা ভেঙে সাজ তাপসীর, প্রকাশ্যে 'হাসিন দিলরুবা'র বিয়ের ভিডিয়ো

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.