হায়দরাবাদ, 13 নভেম্বর: বয়স মাত্র 19 ৷ তারমধ্যেই রাজ্য তথা দেশকে গর্বিত করেছেন ওড়িশার ভুবনেশ্বরের মেয়ে তৃষ্ণা রায় ৷ আন্তর্জাতিক মঞ্চে তিনি জিতে নিয়েছেন মিস টিন ইউনিভার্স 2024-এর খেতাব ৷ সৌন্দর্য প্রতিযোগিতায় তাঁর সাফল্যে শুভেচ্ছা জানিয়েছেন ওড়িশার প্রাক্তন মুখ্যমন্ত্রী নবীন পট্টানায়েক ৷
1 তারিখ থেকে 9 নভেম্বর দক্ষিণ আফ্রিকার কিম্বার্লিতে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় পেরু, দক্ষিণ আফ্রিকা, ব্রাজিল, কেনিয়া, পর্তুগাল এবং নেদারল্যান্ডস-সহ দেশের দশজন ফাইনালিস্ট প্রতিদ্বন্দ্বিতা করেছেন। প্রতিযোগীদের এই বৈচিত্র্যময় গোষ্ঠীর মধ্যে, মিসেস রায়ের প্রতিভা তাঁকে মুকুট জিততে সাহায্য করেছিল ৷ পেরুর অ্যান থরসেন এবং নামিবিয়ার প্রিসিয়াস আন্দ্রে যথাক্রমে প্রথম এবং দ্বিতীয় রানার আপ হিসাবে নির্বাচিত হন।
Congratulate #Odisha’s Trishna Ray on being crowned Miss Teen Universe 2024 in Kimberley, South Africa. May she scale new heights in her career and make our state proud. Wish her the best for the future. pic.twitter.com/xkqRa9FhGe
— Naveen Patnaik (@Naveen_Odisha) November 12, 2024
তৃষ্ণা কেআইআইটি (KIIT)-তে ফ্যাশন প্রযুক্তি নিয়ে পড়াশোনা করছেন ৷ তিনি কর্নেল দিলীপ কুমার রায় এবং রাজশ্রী রায়ের কন্যা। তাঁর এই সাফল্যের যাত্রা খুব একটা মসৃণ ছিল না ৷ এর আগে ভিসা জটিলতার কারণে কলম্বিয়া এবং ডোমিনিকান প্রজাতন্ত্রে সৌন্দর্য প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারেননি ৷ তবে শেষপর্যন্ত দক্ষিণ আফ্রিকায় তিনি তাঁর স্বপ্ন পূরণ করেছেন ৷ জয়ের মুকুট পড়েছেন মাথায় ৷
বিশ্বজয়ের পর, কেআইআইটি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ডক্টর অচ্যুতা সামন্ত অভিনন্দন জানিয়েছেন তৃষ্ণাকে ৷ পাশাপাশি ওড়িশার প্রাক্তন মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েকও সোশাল মিডিয়ায় কলেজ ছাত্রীকে শুভেচ্ছা-অভিনন্দন জানিয়েছেন ৷ তিনি এক্স হ্যান্ডেলে লেখেন, "ওডিশার তৃষ্ণা রায়কে দক্ষিণ আফ্রিকার কিম্বার্লিতে মিস টিন ইউনিভার্স 2024-এর মুকুট জেতার জন্য অভিনন্দন জানাই ৷ আগামী দিনে কর্মজীবনে নতুন উচ্চতা অর্জন করুক ও রাজ্যকে গর্বিত করুক এই শুভ কামনা রইল ৷"
গত বছরের 13 এপ্রিল মিস টিন ইউনিভার্স ইন্ডিয়া খেতাব জেতার পর তৃষ্ণা স্পটলাইটে আসেন ৷ ইউনিভার্সিটির তরফেও তৃষ্ণাকে অভিনন্দন জানানো হয়েছে ওয়েবসাইট পেজে ৷