ETV Bharat / entertainment

একটা খুন, সন্দেহের তালিকায় 7! প্রকাশিত 'মার্ডার মুবারক' ট্রেলার

Murder Mubarak Trailer Out: একটা খুন, সাতজন সন্দেহের তালিকায় ৷ পরিবারের মধ্যে লুকিয়ে থাকা সেই খুনীকে খুঁজতে হাজির পুলিশ অফিসার পঙ্কজ ত্রিপাঠি ৷ মুক্তি পেল মার্ডার মুবারক ছবির ট্রেলার ৷ পরের সপ্তাহেই ওটিটিতে আসছে এই ছবি ৷

author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 5, 2024, 10:31 PM IST

Etv Bharat
Etv Bharat

হায়দরাবাদ, 5 মার্চ: ছবির ঘোষণার পর থেকেই 'মার্ডার মুবারক' ঘিরে দর্শক দরবারে উত্তেজনা তুঙ্গে ৷ মাল্টি-স্টারার এই ছবির ট্রেলার মঙ্গলবার এসেছে প্রকাশ্যে ৷ ধূসর রঙের চাদরে থাকা সকলের চরিত্র সামনে তুলে ধরতে হাজির পুলিশ অফিসার পঙ্কজ ত্রিপাঠি ৷ এবার হবে রহস্যের সমাধান ৷

ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে 15 মার্চ আসছে 'মার্ডার মুবারক' ৷ ট্রেলার শেয়ার করে ক্যাপশনে লেখা হয়েছে, "ভয়ঙ্কর রহস্য৷ পরতে পরতে টুইস্ট ৷ পাশাপাশি রয়্যাল দিল্লি ক্লাবে কিছু পাগল ধনী সদস্য ৷ সময় এসে গিয়েছে বলার মার্ডার মুবারক ৷" হোমি আদাজানিয়া পরিচালিত এই ছবির গল্প নেওয়া হয়েছে অনুজা চৌহানের লেখা উপন্যাস 'ক্লাব ইউ টু ডেথ' থেকে ৷ এই গল্পে রয়েছে রহস্য, কমেডি আর রোম্যান্স ৷ ছবির ট্রেলার শেয়ার করেছেন সারা আলি খান ৷

সারা ও পঙ্কজ ত্রিপাঠি ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে বিজয় বর্মা, করিশ্মা কাপুর. ডিম্পল কাপাডিয়া, সঞ্জয় কাপুর, টিসকা চোপড়া, সুনীল নাইয়ার-সহ আরও অনেকে ৷ ছবিটি প্রযোজনা করছে দীনেশ ভিজেনের ম্যাডডক ফিল্মস ৷ ট্রেলার শুরু হয় এক পার্টিকে কেন্দ্র করে ৷ সেই পার্টিতে আচমকাই খুন হয় একজনের ৷ তদন্তে আসেন অ্যাসিসট্যান্ট কমিশনার অফ পুলিশ ভবানী সিং ৷

ক্ষুরধার বুদ্ধিদীপ্ত পুলিশের চোখে তখন সন্দেহের তালিকায় পার্টিতে উপস্থিত প্রত্যেক অতিথি ৷ তদন্ত করতে গিয়ে সেই সব চরিত্রদের গোপন রহস্যও উঠে আসতে থাকে ৷ তারপর কী করে খুনের মামলার সমাধান হয়, খুনীকে কীভাবে ধরেন ভবানী সিং, তার সাক্ষী থাকতে চলেছেন দর্শক ৷

আরও পড়ুন

1. রামচরণকে বর্ণ বিদ্বেষী মন্তব্যের অভিযোগ শাহরুখের বিরুদ্ধে, ক্ষোভে ফুঁসছে নেটপাড়া

2. স্বাধীনতা সংগ্রামী ঊষা মেহতার জীবনী পর্দায়, প্রকাশ্যে সারা আলি খানের 'অ্যায় বতন মেরে বতন' ছবির ট্রেলার

3. অনন্ত-রাধিকার প্রি-ওয়েডিং মিলিয়ে দিল খান ত্রয়ীকে, অস্কারজয়ী গানে পা মেলালেন শাহরুখ-সলমন-আমির

হায়দরাবাদ, 5 মার্চ: ছবির ঘোষণার পর থেকেই 'মার্ডার মুবারক' ঘিরে দর্শক দরবারে উত্তেজনা তুঙ্গে ৷ মাল্টি-স্টারার এই ছবির ট্রেলার মঙ্গলবার এসেছে প্রকাশ্যে ৷ ধূসর রঙের চাদরে থাকা সকলের চরিত্র সামনে তুলে ধরতে হাজির পুলিশ অফিসার পঙ্কজ ত্রিপাঠি ৷ এবার হবে রহস্যের সমাধান ৷

ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে 15 মার্চ আসছে 'মার্ডার মুবারক' ৷ ট্রেলার শেয়ার করে ক্যাপশনে লেখা হয়েছে, "ভয়ঙ্কর রহস্য৷ পরতে পরতে টুইস্ট ৷ পাশাপাশি রয়্যাল দিল্লি ক্লাবে কিছু পাগল ধনী সদস্য ৷ সময় এসে গিয়েছে বলার মার্ডার মুবারক ৷" হোমি আদাজানিয়া পরিচালিত এই ছবির গল্প নেওয়া হয়েছে অনুজা চৌহানের লেখা উপন্যাস 'ক্লাব ইউ টু ডেথ' থেকে ৷ এই গল্পে রয়েছে রহস্য, কমেডি আর রোম্যান্স ৷ ছবির ট্রেলার শেয়ার করেছেন সারা আলি খান ৷

সারা ও পঙ্কজ ত্রিপাঠি ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে বিজয় বর্মা, করিশ্মা কাপুর. ডিম্পল কাপাডিয়া, সঞ্জয় কাপুর, টিসকা চোপড়া, সুনীল নাইয়ার-সহ আরও অনেকে ৷ ছবিটি প্রযোজনা করছে দীনেশ ভিজেনের ম্যাডডক ফিল্মস ৷ ট্রেলার শুরু হয় এক পার্টিকে কেন্দ্র করে ৷ সেই পার্টিতে আচমকাই খুন হয় একজনের ৷ তদন্তে আসেন অ্যাসিসট্যান্ট কমিশনার অফ পুলিশ ভবানী সিং ৷

ক্ষুরধার বুদ্ধিদীপ্ত পুলিশের চোখে তখন সন্দেহের তালিকায় পার্টিতে উপস্থিত প্রত্যেক অতিথি ৷ তদন্ত করতে গিয়ে সেই সব চরিত্রদের গোপন রহস্যও উঠে আসতে থাকে ৷ তারপর কী করে খুনের মামলার সমাধান হয়, খুনীকে কীভাবে ধরেন ভবানী সিং, তার সাক্ষী থাকতে চলেছেন দর্শক ৷

আরও পড়ুন

1. রামচরণকে বর্ণ বিদ্বেষী মন্তব্যের অভিযোগ শাহরুখের বিরুদ্ধে, ক্ষোভে ফুঁসছে নেটপাড়া

2. স্বাধীনতা সংগ্রামী ঊষা মেহতার জীবনী পর্দায়, প্রকাশ্যে সারা আলি খানের 'অ্যায় বতন মেরে বতন' ছবির ট্রেলার

3. অনন্ত-রাধিকার প্রি-ওয়েডিং মিলিয়ে দিল খান ত্রয়ীকে, অস্কারজয়ী গানে পা মেলালেন শাহরুখ-সলমন-আমির

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.