হায়দরাবাদ, 6 সেপ্টেম্বর: এবার ওয়েব সিরিজের আকারে দেখা যাবে 'মহিষাসুরমর্দিনী' ৷ ছোটবেলায় রেডিও বা টেলিভিশনের পর্দায় ভোরবেলা মহিষাসুরমর্দিনী দেখার স্মৃতি নস্ট্যালজিক করে তোলে অনেককেই ৷ পৌরাণিক কাহিনীর সঙ্গে দুর্গা পুজোর আনন্দ দেবীপক্ষের সূচণায় মিলে মিশে একাকার হয়ে যায় ৷ অনাবিল সেই আনন্দ প্রথমবার দর্শকরা পাবেন সিরিজ আকারে ওটিটি প্ল্যাটফর্ম 'হইচই'তে ৷ প্রকাশ্যে এসেছে মা দুর্গার প্রথম ঝলক ৷
2 অক্টোবর মহালয়ার দিন মুক্তি পাবে 'মহিষাসুরমর্দিনী' ওয়ের সিরিজ। সিরিজ পরিচালনা করেছেন সায়ন্তন মুখোপাধ্যায় । দুর্গা বা মহামায়ার ভূমিকায় দেখা যাবে রাজনন্দিনী পাল-কে। শুক্রবার প্রকাশ্যে এসেছে দুর্গারূপে রাজনন্দিনীর প্রথম লুক। আসলে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কণ্ঠে 'আশ্বিনের শারদপ্রাতে' দিয়েই এখনও শুরু হয় বাঙালির মহালয়ার সকাল। তারপরেই নজর থাকে টেলিভিশনের মহালয়ায়। প্রতিবারই কখনও কোয়েল মল্লিক আবার কখনও শুভশ্রী গঙ্গোপাধ্যায়, কখনও ইন্দ্রাণী হালদারকে দুর্গারূপে দেখে এসেছেন দর্শক ৷ এবার দুর্গা রূপে নতুন মুখ রাজনন্দিনী ৷ 'মহিষাসুরমর্দিনী' সিরিজের মধ্য দিয়ে আদি শক্তি মা মহামায়ার মাইথোলজিক্যাল জার্নি তুলে ধরা হবে ৷
নতুন এই সফর নিয়ে আশাবাদী টিম হইচই-ও ৷ মনে করা হচ্ছে, ওটিটি-র পর্দায় সিরিজের আকারে মহামায়ার নানা গল্প ছোট থেকে বড় সকলের মনে দাগ কাটতে সক্ষম হবে ৷ এর আগে ইটিভি ভারতে সাক্ষাৎকারে অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় জানিয়েছিলেন, এই বছর তাঁকে আবার দুর্গারূপে দেখা যাবে মহালয়ার সকালে ৷ তিনি প্রতিবছর নাকি, এই শুটের জন্য অপেক্ষায় থাকেন ৷ ছোট থেকেই মহালয়া দেখে মনের ভিতরে সুপ্ত ইচ্ছা ছিল, মা দুর্গা হবেন ৷ টেলিভিশনের পর্দায় সেই স্বপ্ন পূরণ হয়েছে বলে জানিয়েছেন শুভশ্রী ৷ এবার রাজনন্দিনী মা দুর্গার ভূমিকায় ৷ আশা, তিনিও ভালোবাসা পাবেন দর্শক মহলে ৷