হায়দরাবাদ, 17 মে: কথাতেই আছে বিউটি উইথ ব্রেন ৷ তারই অন্যতম প্রতিচ্ছবি ধরা পড়ে মিস ওয়ার্ল্ড বা মিস ইউনিভার্স-এর মতো সুন্দরী খোঁজার প্রতিযোগিতায় ৷ চলতি বছর 72তম মিস ওয়ার্ল্ড 2025 অনুষ্ঠিত হচ্ছে ভারতে ৷ 6 মে, বিশ্বজুড়ে 109 জন সুন্দরী উপস্থিত হয়েছেন নিজামের শহরে ৷
এই বছর মিস ওয়ার্ল্ড 2025-এর ফাইনাল 31 মে অনুষ্ঠিত হবে ৷ নতুন মিস ওয়ার্ল্ডকে পরানো হবে হিরেখচিত চোখ ধাঁধানো মুকুট ৷ কিন্তু জানেন কি, 72 বছর আগে এই প্রতিযোগিতা কে শুরু করেছিলেন ? কেনইবা শুরু হয়েছিল মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতা ? ভারতের কতজন সুন্দরী এখন পর্যন্ত এই মুকুট পরেছেন?

মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতা শুরু কে করেন?
বিগত সাত দশক ধরে এই প্রতিযোগিতা বিশ্বের বিভিন্ন দেশের সুন্দরীদের মধ্যে অনুষ্ঠিত হয়ে আসছে ৷ অথচ অনেকেই হয়তো জানেন না, মহিলাদের মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতা শুরু করেছিলেন একজন পুরুষ মানুষ ৷ তাঁর নাম এরিক মর্লি। এরিক ছিলেন মেক্কা ডান্সিংয়ের সেলস ম্যানেজার ৷ তিনিই গ্রেট ব্রিটেনের উৎসবের আয়োজকদের কাছে এই ধারণাটি নিয়ে এসেছিলেন।

কিন্তু প্রথমে এর নাম ছিল ফেস্টিভ্যাল অফ গ্রেট ব্রিটেন গার্ল বিকিনি প্রতিযোগিতা। যার লক্ষ্য ছিল বিকিনি সংস্কৃতি প্রচার করা। কিন্তু বিতর্কের কারণে এর নাম পরিবর্তন করে মিস ওয়ার্ল্ড রাখা হয়। এভাবেই 1951 সালে ব্রিটেনে মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতা শুরু হয়। 2000 সালে এরিক মর্লির প্রয়াণের পর তাঁর স্ত্রী জুলিয়া মিস ওয়ার্ল্ড অর্গানাইজেশনের সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন ৷

প্রথম মিস ওয়ার্ল্ডের মুকুট কে পরেছিলেন?
কার্স্টিন মার্গারেথা 'কিকি'হাকানসন (23 জুলাই 1929 - 4 নভেম্বর 2024) ছিলেন একজন সুইডিশ মডেল ৷ তিনিই প্রথম মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় সেরার শিরোপা মাথায় তোলেন ৷ 1951 সালে এরিক মর্লি আয়োজিত মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার বিজয়ী ছিলেন হাকানসন। 1951 সালে মিস সুইডেন ওয়ার্ল্ডের মুকুট পরার সময় হাকানসন ফটোগ্রাফার এবং ফ্যাশন মডেল ছিলেন। পরে তিনি লন্ডন প্রতিযোগিতা জিতেছিলেন।

হাকানসন ক্রাউনিং সেরেমনিতে বিকিনি পরেছিলেন ৷ যেকারণে নিন্দার ঝড় ওঠে বিশ্বজুড়ে ৷ এমনকী, ঘটনার নিন্দা জানান স্বয়ং পোপ ৷ বেশ কয়েকটি দেশও ঘটনার প্রতিবাদে সরব হয় ৷ এরপর 1952 সালে, প্রতিযোগিতায় বিকিনি নিষিদ্ধ করা হয় ৷ তার বদলে বিকিনিকে সাঁতারের পোশাক হিসাবে রিপ্লেস করা হয় ৷ হাকানসন একমাত্র বিজয়ী যিনি বিকিনি পরে বিশ্বসুন্দরীর মুকুট পরেছিলেন ৷

ভারতে মিস ওয়ার্ল্ডের মুকুট উঠেছে এই তারকাদের মাথায়
মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় ভারতের এক গৌরবোজ্জ্বল ইতিহাস রয়েছে ৷ যেখানে বেশ কয়েকজন ভারতীয় মহিলা এই খেতাব জিতে নিয়েছেন। এখনও পর্যন্ত ভারত 6 বার মিস ওয়ার্ল্ড খেতাব জিততে পেরেছে। 1966 সালে প্রথমবার ভারতের রিতা ফারিয়া মিস ওয়ার্ল্ডের মুকুট পরেন ৷ 28 বছর পর, 1994 সালে ভারত আবার শিরোপা জেতে ৷ জয়ী হন ঐশ্বরিয়া রাই ৷ এরপর ভারত 1997, 1999, 2000 এবং 2017 সালে মিস ওয়ার্ল্ড শিরোপা জিতেছে।

- রিতা ফারিয়া (1966)
- ঐশ্বরিয়া রাই (1994)
- ডায়ানা হেইডেন (1997)
- যুক্তা মুখি (1999)
- প্রিয়াঙ্কা চোপড়া (2000)
- মানুষী চিল্লার (2017)
মিস ওয়ার্ল্ড এমন একটি প্রতিযোগিতা যা বিশ্বের সবচেয়ে বড় প্রতিযোগিতাগুলির মধ্যে একটি । 1951 সালে প্রতিষ্ঠার পর থেকে মিস ওয়ার্ল্ড অর্গানাইজেশন শিশুদের দাতব্য প্রতিষ্ঠানের জন্য 1 বিলিয়ন পাউন্ডেরও বেশি তহবিল সংগ্রহ করেছে। যারা বিশেষভাবে সক্ষম ও সুবিধাবঞ্চিত শিশুদের সাহায্য করে। 100টিরও বেশি দেশে মিস ওয়ার্ল্ডের ফ্র্যাঞ্চাইজি রয়েছে।