ETV Bharat / entertainment

'মিস ওয়ার্ল্ড' স্বপ্নের দৌড়ে মাটিকে ভুলতে নারাজ কৃষক পরিবারের নন্দিনী গুপ্তা - NANDINI GUPTA ON MISS WORLD CONTEST

কৃষক পরিবারে বেড়ে ওঠা নন্দিনী বিশ্বসুন্দরী প্রতিযোগিতায় ভারতের প্রতিনিধি ৷ কেমন সেই জার্নি ? শুনল ইটিভি ভারত ৷

Miss India Contender: Nandini Gupta
নন্দিনী গুপ্তা (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Entertainment Team

Published : May 24, 2025 at 12:47 PM IST

Updated : May 24, 2025 at 1:04 PM IST

4 Min Read

হায়দরাবাদ, 24 মে: ক্রমশ এগিয়ে আসছে ফাইনালের দিন ৷ বিশ্ব সেরা সুন্দরীর প্রতিযোগিতায় একে অপরের ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলছেন প্রতিযোগীরা ৷ 109 জন প্রতিযোগী থেকে কমতে কমতে এখন চ্যালেঞ্জের লড়াইয়ে আছেন চারটি মহাদেশ থেকে নির্বাচিত 24 জন প্রতিভাবান প্রতিযোগী ৷ ভারতের হয়ে প্রতিনিধিত্ব করছেন রাজস্থানের কোটার দৃঢ়প্রতিজ্ঞ তরুণী নন্দিনী গুপ্তা। ইটিভি ভারতের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে উঠে এসেছে নন্দিনীর অনুপ্রেরণামূলক সফর, ব্যক্তিগত আগ্রহ এবং ভবিষ্যত পরিকল্পনা ।

কৃষক পরিবার থেকে সুন্দরী হওয়ার প্রতিযোগিতা

"আমি কোটার এক কৃষক পরিবারের মেয়ে" ৷ সাক্ষাৎকারে গর্বের সঙ্গে বলেন নন্দিনী ৷ তিনি জানান, "মানুষজন হাসত যখন আমি তাদের বলতাম, যে মডেল হতে চাই বা বিউটি ক্রাউন জিততে চাই ৷ তারা বলতে, তুমি কোটার মেয়ে, মুম্বইতে কী করে সাফল্য অর্জন করতে পারবে ? কিন্তু আমার জেদ ছিল প্রচন্ড ৷ আমি যদি কিছু চাই, তবে যতক্ষণ না পূরণ করতে পারছি, থামি না ৷ তার কথায়, ইংরাজি কথার বলার দক্ষতা ছিল না ৷ ফলে প্রথমদিকে বেশ সমস্যায় পড়তে হয়েছিল ৷

নন্দিনী বলেন, "আমি ইংরাজিতে কথা বলতে ভয় পেতাম ৷ কিন্তু আমি নিজেই নিজেকে বোঝাতে শুরু করি, তুমি ভয় পাচ্ছো মানে তুমি এগিয়ে যাচ্ছো ৷ তাই আমি শিখতে থাকি ৷ ভাষাগত দক্ষতা বাড়াতে থাকি ৷ শুধু ইংরাজি নয়, আমি অন্য ভাষাও শিখতে থাকি ৷"

পরিবার সবচেয়ে বড় শক্তি

আজ বিশ্ব সুন্দরী প্রতিযোগিতায় নন্দিনী ভারতের হয়ে প্রতিনিধিত্ব করছেন ৷ কৃষক পরিবার থেকে আন্তর্জাতিক মঞ্চে আসার পিছনে পুরো ক্রেডিট নন্দিনী দিতে চান তাঁর পরিবারকে ৷ বিশেষ করে তাঁর বাবা যেভাবে আত্মবিশ্বাস জুগিয়েছে সাক্ষাৎকারে উঠে আসছিল বারবার সেই কথা ৷ নন্দিনী বলেন, "আমার বাবা কখনও ট্যাক্টর চালাননি ৷ কিন্তু যখন তাঁর মেয়ে সেই কাজ করতে চেয়েছে ৷ তিনি বলেন, 'তুমি মেয়ে, দশটা ছেলের সমান কাজ করতে পারো ' ৷ তাঁর কারণেই আমি কখনও ভীত হয়নি বা নিজেকে ছোট চোখে দেখিনি ৷"

মাটির কাছাকাছি থাকা

মিস ইন্ডিয়া খেতাব জয় গর্ব এনেছে ঠিক কথা কিন্তু অহংকার সেটা কখনও আসতে দেননি নন্দিনী ৷ তিনি বলেন, "অনেকেই মনে করেন মিস ইন্ডিয়া জেতার পর আমি বদলে গিয়েছি ৷ কিন্তু আমি আজও রয়েছি একই রকম গার্ল নেক্সট ডোর ৷ আমার সালওয়ার কামিজ পরতে ভালো লাগে ৷ বন্ধুদের সঙ্গে, মা-বাবার সঙ্গে সময় কাটাতে ভালো লাগে ৷ আসলে আমার কাছে ফ্যাশন ইজ ফান ৷ কিন্তু বাড়িতে আমি আর পাঁচজনের মতো সাধারণ মেয়ে ৷"

ফুড, ফ্যামিলি অ্যান্ড ফেভারিট

নন্দিনী নিজের খাদ্যতালিকা মেনে চলতে পছন্দ করেন ৷ কিন্তু মায়ের হাতে তৈরি বেসনের লাড্ডু পেলে আর লোভ সামলাতে পারেন না ৷ অন্যদিকে, রাজস্থান থেকে আসার পর তাঁর হায়দরাবাদের নানা স্বাদের খাবার বেশ পছন্দ হয়েছে ৷ আবার তিনি তেলুগু সিনেমাও পছন্দ করেন ৷ বিশেষ করে দক্ষিণী অভিনেতা মহেশ বাবুর অভিনয় ভীষণ ভালোবাসেন নন্দিনী ৷ তিনি বলেন, "আরে, আমি তো এখন তেলুগু ভাষাও শিখছি ৷"

ভবিষ্যৎ পরিকল্পনা

মিল ইন্ডিয়া খেতাব জেতার পর বলিউডের একাধিক প্রোজেক্টের ডাক পেয়েছেন নন্দিনী ৷ তবে ভবিষ্যতের পদক্ষেপ তিনি ভেবে চিন্তে ফেলতে চান ৷ তিনি বিবিএম ডিগ্রি ধারণ করেছেন ৷ স্বপ্ন রয়েছে নিজের একটা ডায়মন্ড অ্যান্ড গোল্ড জুয়েলারির স্টোর খুলবেন ৷ ফ্যাশনের সঙ্গে নিজের বিজনেস সত্ত্বা মেলাতে চান নন্দিনী ৷ তাঁর কথায়, "আমি প্রত্যন্ত গ্রামের মেয়েদের শিক্ষা ব্যবস্থা নিয়ে কিছু করতে চাই ৷ বিশেষ করে একতা ফাউন্ডেশন অ্যান্ড সিমিলার অর্গানাইজেশনের সঙ্গে ৷"

নন্দিনী আরও বলেন, "তবে শুধু মেয়েদের শিক্ষা দেওয়াতেই দায়িত্ব শেষ হয়ে যায় না ৷ আমাদের শেখানো উচিত, নিজের স্বপ্নকে কীভাবে পূরণ করার লক্ষ্যে এগিয়ে যাবে ৷ আমার জার্নি সেটা প্রমাণ করে যে একজন মেয়ে যেখান থেকে খুশি আসতে পারে, বিউটি ক্রাউন জেতার স্বপ্ন পূরণ করতে পারে একবার যদি সেই সুযোগটা পায় ৷"

হায়দরাবাদ, 24 মে: ক্রমশ এগিয়ে আসছে ফাইনালের দিন ৷ বিশ্ব সেরা সুন্দরীর প্রতিযোগিতায় একে অপরের ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলছেন প্রতিযোগীরা ৷ 109 জন প্রতিযোগী থেকে কমতে কমতে এখন চ্যালেঞ্জের লড়াইয়ে আছেন চারটি মহাদেশ থেকে নির্বাচিত 24 জন প্রতিভাবান প্রতিযোগী ৷ ভারতের হয়ে প্রতিনিধিত্ব করছেন রাজস্থানের কোটার দৃঢ়প্রতিজ্ঞ তরুণী নন্দিনী গুপ্তা। ইটিভি ভারতের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে উঠে এসেছে নন্দিনীর অনুপ্রেরণামূলক সফর, ব্যক্তিগত আগ্রহ এবং ভবিষ্যত পরিকল্পনা ।

কৃষক পরিবার থেকে সুন্দরী হওয়ার প্রতিযোগিতা

"আমি কোটার এক কৃষক পরিবারের মেয়ে" ৷ সাক্ষাৎকারে গর্বের সঙ্গে বলেন নন্দিনী ৷ তিনি জানান, "মানুষজন হাসত যখন আমি তাদের বলতাম, যে মডেল হতে চাই বা বিউটি ক্রাউন জিততে চাই ৷ তারা বলতে, তুমি কোটার মেয়ে, মুম্বইতে কী করে সাফল্য অর্জন করতে পারবে ? কিন্তু আমার জেদ ছিল প্রচন্ড ৷ আমি যদি কিছু চাই, তবে যতক্ষণ না পূরণ করতে পারছি, থামি না ৷ তার কথায়, ইংরাজি কথার বলার দক্ষতা ছিল না ৷ ফলে প্রথমদিকে বেশ সমস্যায় পড়তে হয়েছিল ৷

নন্দিনী বলেন, "আমি ইংরাজিতে কথা বলতে ভয় পেতাম ৷ কিন্তু আমি নিজেই নিজেকে বোঝাতে শুরু করি, তুমি ভয় পাচ্ছো মানে তুমি এগিয়ে যাচ্ছো ৷ তাই আমি শিখতে থাকি ৷ ভাষাগত দক্ষতা বাড়াতে থাকি ৷ শুধু ইংরাজি নয়, আমি অন্য ভাষাও শিখতে থাকি ৷"

পরিবার সবচেয়ে বড় শক্তি

আজ বিশ্ব সুন্দরী প্রতিযোগিতায় নন্দিনী ভারতের হয়ে প্রতিনিধিত্ব করছেন ৷ কৃষক পরিবার থেকে আন্তর্জাতিক মঞ্চে আসার পিছনে পুরো ক্রেডিট নন্দিনী দিতে চান তাঁর পরিবারকে ৷ বিশেষ করে তাঁর বাবা যেভাবে আত্মবিশ্বাস জুগিয়েছে সাক্ষাৎকারে উঠে আসছিল বারবার সেই কথা ৷ নন্দিনী বলেন, "আমার বাবা কখনও ট্যাক্টর চালাননি ৷ কিন্তু যখন তাঁর মেয়ে সেই কাজ করতে চেয়েছে ৷ তিনি বলেন, 'তুমি মেয়ে, দশটা ছেলের সমান কাজ করতে পারো ' ৷ তাঁর কারণেই আমি কখনও ভীত হয়নি বা নিজেকে ছোট চোখে দেখিনি ৷"

মাটির কাছাকাছি থাকা

মিস ইন্ডিয়া খেতাব জয় গর্ব এনেছে ঠিক কথা কিন্তু অহংকার সেটা কখনও আসতে দেননি নন্দিনী ৷ তিনি বলেন, "অনেকেই মনে করেন মিস ইন্ডিয়া জেতার পর আমি বদলে গিয়েছি ৷ কিন্তু আমি আজও রয়েছি একই রকম গার্ল নেক্সট ডোর ৷ আমার সালওয়ার কামিজ পরতে ভালো লাগে ৷ বন্ধুদের সঙ্গে, মা-বাবার সঙ্গে সময় কাটাতে ভালো লাগে ৷ আসলে আমার কাছে ফ্যাশন ইজ ফান ৷ কিন্তু বাড়িতে আমি আর পাঁচজনের মতো সাধারণ মেয়ে ৷"

ফুড, ফ্যামিলি অ্যান্ড ফেভারিট

নন্দিনী নিজের খাদ্যতালিকা মেনে চলতে পছন্দ করেন ৷ কিন্তু মায়ের হাতে তৈরি বেসনের লাড্ডু পেলে আর লোভ সামলাতে পারেন না ৷ অন্যদিকে, রাজস্থান থেকে আসার পর তাঁর হায়দরাবাদের নানা স্বাদের খাবার বেশ পছন্দ হয়েছে ৷ আবার তিনি তেলুগু সিনেমাও পছন্দ করেন ৷ বিশেষ করে দক্ষিণী অভিনেতা মহেশ বাবুর অভিনয় ভীষণ ভালোবাসেন নন্দিনী ৷ তিনি বলেন, "আরে, আমি তো এখন তেলুগু ভাষাও শিখছি ৷"

ভবিষ্যৎ পরিকল্পনা

মিল ইন্ডিয়া খেতাব জেতার পর বলিউডের একাধিক প্রোজেক্টের ডাক পেয়েছেন নন্দিনী ৷ তবে ভবিষ্যতের পদক্ষেপ তিনি ভেবে চিন্তে ফেলতে চান ৷ তিনি বিবিএম ডিগ্রি ধারণ করেছেন ৷ স্বপ্ন রয়েছে নিজের একটা ডায়মন্ড অ্যান্ড গোল্ড জুয়েলারির স্টোর খুলবেন ৷ ফ্যাশনের সঙ্গে নিজের বিজনেস সত্ত্বা মেলাতে চান নন্দিনী ৷ তাঁর কথায়, "আমি প্রত্যন্ত গ্রামের মেয়েদের শিক্ষা ব্যবস্থা নিয়ে কিছু করতে চাই ৷ বিশেষ করে একতা ফাউন্ডেশন অ্যান্ড সিমিলার অর্গানাইজেশনের সঙ্গে ৷"

নন্দিনী আরও বলেন, "তবে শুধু মেয়েদের শিক্ষা দেওয়াতেই দায়িত্ব শেষ হয়ে যায় না ৷ আমাদের শেখানো উচিত, নিজের স্বপ্নকে কীভাবে পূরণ করার লক্ষ্যে এগিয়ে যাবে ৷ আমার জার্নি সেটা প্রমাণ করে যে একজন মেয়ে যেখান থেকে খুশি আসতে পারে, বিউটি ক্রাউন জেতার স্বপ্ন পূরণ করতে পারে একবার যদি সেই সুযোগটা পায় ৷"

Last Updated : May 24, 2025 at 1:04 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.