ETV Bharat / entertainment

রামোজি ফিল্ম সিটি পরিদর্শন থেকে 'বিশ্বসুন্দরী' খেতাব জয়ের প্রতিযোগিতা, রইল অনুষ্ঠানের সম্পূর্ণ তালিকা - MISS WORLD 2025 COMPLETE SCHEDULE

মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার জন্য হায়দরাবাদে উপস্থিত 109 দেশের সুন্দরী ৷ প্রতিযোগীদের কখন-কোথায় অনুষ্ঠান রইল সম্পূর্ণ তালিকা ৷

miss-world-2025
মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতা (গেটি ইমেজ)
author img

By ETV Bharat Entertainment Team

Published : May 15, 2025 at 3:26 PM IST

3 Min Read

হায়দরাবাদ, 15 মে: ভারতের মাটিতে এবার মিস ওয়ার্ল্ড 2025 প্রতিযোগিতা ৷ তেলেঙ্গানাতে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে বিশ্বসুন্দরী খেতাব জেতার লড়াই ৷ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে 109 জন সুন্দরী 6-7 মে উপস্থিত হয়েছেন হায়দরাবাদে ৷ 10 মে প্রতিযোগীদের উপস্থিতির মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয় ৷ গ্ল্যামারাস প্রতিযোগীরা 12-13 মে হায়দরাবাদ ও পুরনো শহর পরিদর্শন করেন।

সকল প্রতিযোগী চারমিনারে ঐতিহ্যবাহী পদযাত্রা করেন এবং চৌমোহল্লা প্রাসাদে রাতের বিশেষ খাবার খান। পাশাপাশি হায়দরাবাদের হস্তশিল্প এবং সাংস্কৃতিক উৎসব উপভোগও করেন প্রতিযোগীরা ৷ 14 মে, সমস্ত প্রতিযোগী ওয়ারাঙ্গলে পৌঁছে হাজার স্তম্ভ মন্দির, ওয়ারাঙ্গল দুর্গ এবং রামাপ্পা মন্দির পরিদর্শন করেন। সাংস্কৃতিক কেন্দ্রে পেরিনি নৃত্য অনুষ্ঠান উপভোগ করেন বিশ্ব সেরা সুন্দরী প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রতিযোগীরা ৷ 72 তম মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার ফাইনাল হবে 31 মে হায়দরাবাদের হাইটেক্স এক্সিবিশন সেন্টারে ৷ এই কয়েকদিন অর্থাৎ 15 মে থেকে প্রতিযোগীদের সম্পূর্ণ সময়সূচী কী, কোথায়- কখন উপস্থিত হবেন রইল সম্পূর্ণ তথ্য ৷

  • 15 মে- প্রতিযোগীদের দুটি দলে ভাগ করা হবে ৷ প্রথম দলটি ইয়াদাগিরিগুট্টা মন্দির পরিদর্শন করবে ৷ দ্বিতীয় দলটি পোচমপল্লি পরিদর্শন করবে। যেখানে তারা স্থানীয় কারিগরদের হস্তশিল্পের নমুনা দেখতে পাবেন।
  • 16 মে- দুটি দলে বিভক্ত প্রতিযোগীরা মেডিকেল ট্যুরিজম এবং পিল্লামারো বটবৃক্ষ পরিদর্শন করবে।

রামোজি ফিল্ম সিটি পরিদর্শন

  • 17 মে- গাচিবোলির ইন্ডোর স্টেডিয়ামে মিস ওয়ার্ল্ড স্পোর্টস ফিনালে উপভোগ করবেন প্রতিযোগীরা। বিকেলে তারা হাজির হবেন বিশ্বের সবচেয়ে বড় ফিল্ম সিটি, রামোজি ফিল্ম সিটি পরিদর্শনে ৷
  • 18 মে- পুলিশ কমান্ড সেন্টার এবং রাজ্য সচিবালয়ে সানডে-ফানডে কার্নিভালের আয়োজন করা হয়েছে ৷ যা উপভোগ করবেন মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা ৷

আইপিএল ম্যাচ উপভোগ

  • 20-21 মে, সমস্ত প্রতিযোগী রিজিওনাল ফাস্ট ট্র্যাক টি হাব এবং রাজিব গান্ধি আন্তর্জাতিক স্টেডিয়ামে আইপিএল ম্যাচ উপভোগ করবেন। 21 মে, সকল প্রতিযোগী শিল্পারমম আর্ট অ্যান্ড ক্রাফটস ফেস্টিভ্যালে যোগ দেবেন।

মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার শুরু

  • 22 মে- কোয়ার্টার ফাইনালে পৌঁছানোর জন্য প্রতিযোগীদের মধ্যে ভিডিয়ো নির্বাচনের মাধ্যমে চূড়ান্ত অডিশন হবে।
  • 23 মে- হেড-টু-হেড ফাইনালিস্টদের নির্বাচন করা হবে যাদের মধ্যে একটি বক্তৃতা প্রতিযোগিতা হবে। এই অনুষ্ঠানটি ইন্ডিয়ান বিজনেস স্কুলের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে।
  • 24 মে, হাই-ট্যাক্সে প্রতিযোগীদের মধ্য থেকে সেরা মডেল নির্বাচন করা হবে এবং ডিজাইনার পোশাক পুরস্কার হিসাবে প্রদান করা হবে।
  • 25 মে- মুক্তা ও জুয়েলারি ফ্যাশন শো অনুষ্ঠিত হবে।
  • মিস ওয়ার্ল্ড বিউটি উইথ পারপাস গালা অনুষ্ঠিত হবে 26 মে ৷ যেখানে শীর্ষ প্রতিযোগীদের নির্বাচন করা হবে।
  • ফাইনাল শো রিহার্সাল 27 মে থেকে 30 মে পর্যন্ত অনুষ্ঠিত হবে।
  • প্রতিযোগিতায় চূড়ান্ত প্রদর্শনী 31 মে হাইটেক্স প্রদর্শনী কেন্দ্রে (রাত 10টা থেকে ভোর রাত 1টা পর্যন্ত) অনুষ্ঠিত হবে। এই দিনে, চেক প্রজাতন্ত্রের ক্রিস্টিনা পিসকোভা পরবর্তী মিস ওয়ার্ল্ডের মুকুট পরিয়ে দেবেন বিজয়িনীকে।

2 জুন তেলেঙ্গানার প্রতিষ্ঠা দিবস ৷ সেই কারণে মিস ওয়ার্ল্ড এবং প্রতিযোগীরা মুখ্যমন্ত্রী এবং রাজ্যপালের সঙ্গে রাজভবনে উপস্থিত থাকবেন। হায়দরাবাদের চারমিনার থেকে শুরু হওয়া মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতা 31 মে শেষ হবে। এবার বিশ্ব সুন্দরীর মুকুট কোন দেশের সুন্দরী প্রতিনিধি ছিনিয়ে নেয়, নজর থাকবে সেই দিকে ৷

হায়দরাবাদ, 15 মে: ভারতের মাটিতে এবার মিস ওয়ার্ল্ড 2025 প্রতিযোগিতা ৷ তেলেঙ্গানাতে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে বিশ্বসুন্দরী খেতাব জেতার লড়াই ৷ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে 109 জন সুন্দরী 6-7 মে উপস্থিত হয়েছেন হায়দরাবাদে ৷ 10 মে প্রতিযোগীদের উপস্থিতির মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয় ৷ গ্ল্যামারাস প্রতিযোগীরা 12-13 মে হায়দরাবাদ ও পুরনো শহর পরিদর্শন করেন।

সকল প্রতিযোগী চারমিনারে ঐতিহ্যবাহী পদযাত্রা করেন এবং চৌমোহল্লা প্রাসাদে রাতের বিশেষ খাবার খান। পাশাপাশি হায়দরাবাদের হস্তশিল্প এবং সাংস্কৃতিক উৎসব উপভোগও করেন প্রতিযোগীরা ৷ 14 মে, সমস্ত প্রতিযোগী ওয়ারাঙ্গলে পৌঁছে হাজার স্তম্ভ মন্দির, ওয়ারাঙ্গল দুর্গ এবং রামাপ্পা মন্দির পরিদর্শন করেন। সাংস্কৃতিক কেন্দ্রে পেরিনি নৃত্য অনুষ্ঠান উপভোগ করেন বিশ্ব সেরা সুন্দরী প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রতিযোগীরা ৷ 72 তম মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার ফাইনাল হবে 31 মে হায়দরাবাদের হাইটেক্স এক্সিবিশন সেন্টারে ৷ এই কয়েকদিন অর্থাৎ 15 মে থেকে প্রতিযোগীদের সম্পূর্ণ সময়সূচী কী, কোথায়- কখন উপস্থিত হবেন রইল সম্পূর্ণ তথ্য ৷

  • 15 মে- প্রতিযোগীদের দুটি দলে ভাগ করা হবে ৷ প্রথম দলটি ইয়াদাগিরিগুট্টা মন্দির পরিদর্শন করবে ৷ দ্বিতীয় দলটি পোচমপল্লি পরিদর্শন করবে। যেখানে তারা স্থানীয় কারিগরদের হস্তশিল্পের নমুনা দেখতে পাবেন।
  • 16 মে- দুটি দলে বিভক্ত প্রতিযোগীরা মেডিকেল ট্যুরিজম এবং পিল্লামারো বটবৃক্ষ পরিদর্শন করবে।

রামোজি ফিল্ম সিটি পরিদর্শন

  • 17 মে- গাচিবোলির ইন্ডোর স্টেডিয়ামে মিস ওয়ার্ল্ড স্পোর্টস ফিনালে উপভোগ করবেন প্রতিযোগীরা। বিকেলে তারা হাজির হবেন বিশ্বের সবচেয়ে বড় ফিল্ম সিটি, রামোজি ফিল্ম সিটি পরিদর্শনে ৷
  • 18 মে- পুলিশ কমান্ড সেন্টার এবং রাজ্য সচিবালয়ে সানডে-ফানডে কার্নিভালের আয়োজন করা হয়েছে ৷ যা উপভোগ করবেন মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা ৷

আইপিএল ম্যাচ উপভোগ

  • 20-21 মে, সমস্ত প্রতিযোগী রিজিওনাল ফাস্ট ট্র্যাক টি হাব এবং রাজিব গান্ধি আন্তর্জাতিক স্টেডিয়ামে আইপিএল ম্যাচ উপভোগ করবেন। 21 মে, সকল প্রতিযোগী শিল্পারমম আর্ট অ্যান্ড ক্রাফটস ফেস্টিভ্যালে যোগ দেবেন।

মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার শুরু

  • 22 মে- কোয়ার্টার ফাইনালে পৌঁছানোর জন্য প্রতিযোগীদের মধ্যে ভিডিয়ো নির্বাচনের মাধ্যমে চূড়ান্ত অডিশন হবে।
  • 23 মে- হেড-টু-হেড ফাইনালিস্টদের নির্বাচন করা হবে যাদের মধ্যে একটি বক্তৃতা প্রতিযোগিতা হবে। এই অনুষ্ঠানটি ইন্ডিয়ান বিজনেস স্কুলের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে।
  • 24 মে, হাই-ট্যাক্সে প্রতিযোগীদের মধ্য থেকে সেরা মডেল নির্বাচন করা হবে এবং ডিজাইনার পোশাক পুরস্কার হিসাবে প্রদান করা হবে।
  • 25 মে- মুক্তা ও জুয়েলারি ফ্যাশন শো অনুষ্ঠিত হবে।
  • মিস ওয়ার্ল্ড বিউটি উইথ পারপাস গালা অনুষ্ঠিত হবে 26 মে ৷ যেখানে শীর্ষ প্রতিযোগীদের নির্বাচন করা হবে।
  • ফাইনাল শো রিহার্সাল 27 মে থেকে 30 মে পর্যন্ত অনুষ্ঠিত হবে।
  • প্রতিযোগিতায় চূড়ান্ত প্রদর্শনী 31 মে হাইটেক্স প্রদর্শনী কেন্দ্রে (রাত 10টা থেকে ভোর রাত 1টা পর্যন্ত) অনুষ্ঠিত হবে। এই দিনে, চেক প্রজাতন্ত্রের ক্রিস্টিনা পিসকোভা পরবর্তী মিস ওয়ার্ল্ডের মুকুট পরিয়ে দেবেন বিজয়িনীকে।

2 জুন তেলেঙ্গানার প্রতিষ্ঠা দিবস ৷ সেই কারণে মিস ওয়ার্ল্ড এবং প্রতিযোগীরা মুখ্যমন্ত্রী এবং রাজ্যপালের সঙ্গে রাজভবনে উপস্থিত থাকবেন। হায়দরাবাদের চারমিনার থেকে শুরু হওয়া মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতা 31 মে শেষ হবে। এবার বিশ্ব সুন্দরীর মুকুট কোন দেশের সুন্দরী প্রতিনিধি ছিনিয়ে নেয়, নজর থাকবে সেই দিকে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.