ETV Bharat / entertainment

'খামোশি' ছবিতে মনীষা নয়, পরিচালক সঞ্জয় লীলা বনশালির পছন্দ ছিল অন্য অভিনেত্রীকে - Manisha Koirala Khamoshi Journey

author img

By PTI

Published : Aug 10, 2024, 11:15 AM IST

Manisha Koirala on Khamoshi The Musical marks 28 years: দেখতে দেখতে 28 বছর ফিল্ম ইন্ডাষ্ট্রিতে পরিচালক হিসাবে কাটিয়ে দিলেন সঞ্জয় লীলা বনশালি ৷ প্রথম ছবি 'খামোশি: দ্য মিউজিক্যাল'এর গান আজও গুনগুন করেন শ্রোতারা ৷ তবে এই ছবিতে প্রধান চরিত্রে মনীষা কৈরালা প্রথম পছন্দ ছিলেন না পরিচালকের ৷ চিত্রনাট্য নিয়ে কী বলেছিলেন বনশালি, জানালেন অভিনেত্রী ৷

Khamoshi The Musical marks 28 years
সঞ্জয় লীলা বনশালির সঙ্গে কাজ মনীষা কৈরালার (সোশাল মিডিয়া)

নয়াদিল্লি, 10 অগস্ট: পরিচালক সঞ্জয় লীলা বনশালি রূপোলি পর্দায় সিনেমা শিল্পের আলাদা সংজ্ঞা তৈরি করেছেন ৷ 1996 সালে পরিচালকের প্রথম ছবি 'খামোশি: দ্য মিউজিক্যাল' ৷ সলমন খান ও মনীষা কৈরালা অভিনীত এই ছবির গান আজও মনকে নাড়া দিয়ে যায় ৷ কিন্তু অনেকেই জানেন না, পরিচালক তাঁর প্রথম ছবিতে নিতে চাননি মনীষাকে ৷ 28 বছর পর সেই সত্যি প্রকাশ্যে আনলেন অভিনেত্রী স্বয়ং ৷

পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছেন, ছবিতে কাজ করার অনেক আগে থেকেই পরিচালক সঞ্জয় লীলার সঙ্গে বন্ধুত্ব ছিল তাঁর ৷ ফলে প্রথম ছবিতে পরিচালক সঞ্জয় চেয়েছিলেন মাধুরী দীক্ষিত অথবা কাজলকে কাস্ট করতে ৷ মনীষা বলেন, "আমি 28 বছর আগে খামোশি ছবি করেছি ৷ তবে অ্যানি ব্রাগানজার চরিত্রে আমি সঞ্জয়ের প্রথম পছন্দ ছিলাম না ৷ আমার মনে আছে, একদিন বনশালি আমাকে জানায় একটা চিত্রনাট্য লিখেছে ৷ সেটা আমাকে দেখতে হবে ৷ আমাকে জানিয়ে দেয় এই ছবিতে প্রধান চরিত্রের জন্য অভিনেত্রী হিসাবে মাধুরী অথবা কাজলকে পছন্দ ৷"

এরপর অভিনেত্রী জানান, তিনি চিত্রনাট্য পরে বনশালিকে নিজের অনুভূতির কথা জানান ৷ কৈরালা বলেন, " চিত্রনাট্য অসাধারণ ছিল ৷ আমি সঞ্জয়কে জানাই, যদি এদের দুজনের মধ্যে যদি কেউ অভিনয় করতে না চান, তাহলে আমি করব ৷ ভাগ্যক্রমে, সেটাই আমার সঙ্গে হয় ৷"

'খামোশি: দ্য মিউজিক্যাল' ছবিতে অ্যানার চরিত্রে অনবদ্য অভিনয় করেন মনীষা ৷ একদিকে গানের প্রতি ভালোবাসা অন্যদিকে মূকবধির বাবা-মায়ের প্রতি কর্তব্য, কীভাবে বাধা অতিক্রম করবেন, সেই নিয়ে এগিয়ে ছিল ছবির চিত্রনাট্য ৷ বাবার চরিত্রে দেখা যায় নানা পাটেকরকে ও মায়ের চরিত্রে অভিনয় করেন সীমা বিশ্বাস ৷ ছবিতে অসাধারণ ছিলেন সলমন খানও ৷ এদিকে, বনশালির ছবি হাম দিল দে চুকে সনম ও দেবদাস ছবিতেও কাজ করার কথা ছিল মনীষার ৷ কিন্তু কোনও কারণে সেটা হয়নি ৷ অবশেষে সঞ্জয়ের সঙ্গে দীর্ঘ সময় পর জুটি বেঁধে সামনে আসেন 'হীরামাণ্ডি: দ্য ডায়মন্ড বাজার' সিরিজে ৷

অভিনেত্রী জানিয়েছেন তাঁর কাঠমাণ্ডুর বাড়িতে তিনি অবসর উপভোগ করছিলেন ৷ তারপরেই তারকাছে বনশালির ফোন যায় ৷ চিত্রনাট্য শুনে তিনি খুশি হন ৷ পাশাপাশি দীর্ঘ সময় পর সঞ্জয়ের সঙ্গে কাজ করার প্রস্তাব তিনি হাতছাড়া করতে চাননি ৷ ভারতের স্বাধীনতা আন্দোলনের প্রেক্ষাপটে তৈরি হয়েছে এই সিরিজ ৷ মনীষার চরিত্রের নাম ছিল মল্লিকার্জুন যিনি শাহি মহলের একচ্ছত্র মালকিন ছিলেন ৷ সিরিজের প্রথমভাগ সাফল্যের পর এর দ্বিতীয়ভাগ খুব শীঘ্রই আসবে বলে জানা গিয়েছে ৷

নয়াদিল্লি, 10 অগস্ট: পরিচালক সঞ্জয় লীলা বনশালি রূপোলি পর্দায় সিনেমা শিল্পের আলাদা সংজ্ঞা তৈরি করেছেন ৷ 1996 সালে পরিচালকের প্রথম ছবি 'খামোশি: দ্য মিউজিক্যাল' ৷ সলমন খান ও মনীষা কৈরালা অভিনীত এই ছবির গান আজও মনকে নাড়া দিয়ে যায় ৷ কিন্তু অনেকেই জানেন না, পরিচালক তাঁর প্রথম ছবিতে নিতে চাননি মনীষাকে ৷ 28 বছর পর সেই সত্যি প্রকাশ্যে আনলেন অভিনেত্রী স্বয়ং ৷

পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছেন, ছবিতে কাজ করার অনেক আগে থেকেই পরিচালক সঞ্জয় লীলার সঙ্গে বন্ধুত্ব ছিল তাঁর ৷ ফলে প্রথম ছবিতে পরিচালক সঞ্জয় চেয়েছিলেন মাধুরী দীক্ষিত অথবা কাজলকে কাস্ট করতে ৷ মনীষা বলেন, "আমি 28 বছর আগে খামোশি ছবি করেছি ৷ তবে অ্যানি ব্রাগানজার চরিত্রে আমি সঞ্জয়ের প্রথম পছন্দ ছিলাম না ৷ আমার মনে আছে, একদিন বনশালি আমাকে জানায় একটা চিত্রনাট্য লিখেছে ৷ সেটা আমাকে দেখতে হবে ৷ আমাকে জানিয়ে দেয় এই ছবিতে প্রধান চরিত্রের জন্য অভিনেত্রী হিসাবে মাধুরী অথবা কাজলকে পছন্দ ৷"

এরপর অভিনেত্রী জানান, তিনি চিত্রনাট্য পরে বনশালিকে নিজের অনুভূতির কথা জানান ৷ কৈরালা বলেন, " চিত্রনাট্য অসাধারণ ছিল ৷ আমি সঞ্জয়কে জানাই, যদি এদের দুজনের মধ্যে যদি কেউ অভিনয় করতে না চান, তাহলে আমি করব ৷ ভাগ্যক্রমে, সেটাই আমার সঙ্গে হয় ৷"

'খামোশি: দ্য মিউজিক্যাল' ছবিতে অ্যানার চরিত্রে অনবদ্য অভিনয় করেন মনীষা ৷ একদিকে গানের প্রতি ভালোবাসা অন্যদিকে মূকবধির বাবা-মায়ের প্রতি কর্তব্য, কীভাবে বাধা অতিক্রম করবেন, সেই নিয়ে এগিয়ে ছিল ছবির চিত্রনাট্য ৷ বাবার চরিত্রে দেখা যায় নানা পাটেকরকে ও মায়ের চরিত্রে অভিনয় করেন সীমা বিশ্বাস ৷ ছবিতে অসাধারণ ছিলেন সলমন খানও ৷ এদিকে, বনশালির ছবি হাম দিল দে চুকে সনম ও দেবদাস ছবিতেও কাজ করার কথা ছিল মনীষার ৷ কিন্তু কোনও কারণে সেটা হয়নি ৷ অবশেষে সঞ্জয়ের সঙ্গে দীর্ঘ সময় পর জুটি বেঁধে সামনে আসেন 'হীরামাণ্ডি: দ্য ডায়মন্ড বাজার' সিরিজে ৷

অভিনেত্রী জানিয়েছেন তাঁর কাঠমাণ্ডুর বাড়িতে তিনি অবসর উপভোগ করছিলেন ৷ তারপরেই তারকাছে বনশালির ফোন যায় ৷ চিত্রনাট্য শুনে তিনি খুশি হন ৷ পাশাপাশি দীর্ঘ সময় পর সঞ্জয়ের সঙ্গে কাজ করার প্রস্তাব তিনি হাতছাড়া করতে চাননি ৷ ভারতের স্বাধীনতা আন্দোলনের প্রেক্ষাপটে তৈরি হয়েছে এই সিরিজ ৷ মনীষার চরিত্রের নাম ছিল মল্লিকার্জুন যিনি শাহি মহলের একচ্ছত্র মালকিন ছিলেন ৷ সিরিজের প্রথমভাগ সাফল্যের পর এর দ্বিতীয়ভাগ খুব শীঘ্রই আসবে বলে জানা গিয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.