ETV Bharat / entertainment

মুখ্যমন্ত্রীর 'উৎসবে ফেরা'র আহ্বান, মুখ ফেরাচ্ছেন টলিপাড়ার তারকারা - Mamata Banerjee on Durga Puja

On Mamata Banerjee's Pujo Call Celeb React: আরজি করের নির্যাতিতা এখনও বিচারের আশায় যেন কাঁদছে ৷ দেবী মহামায়া মর্ত্যে এসে কী সেই মেয়ের বিচার দিতে পারবেন? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উৎসবে ফেরার ডাকে কী বলছেন টলিপাড়ার তারকারা? শুনল ইটিভি ভারত ৷

author img

By ETV Bharat Entertainment Team

Published : Sep 10, 2024, 12:01 PM IST

On Mamata Banerjee's Pujo Call Celeb React
পুজো নিয়ে তারকাদের মতামত (ইটিভি ভারত/সোশাল মিডিয়া)

কলকাতা, 10 সেপ্টেম্বর: আরজি কর-কাণ্ডের বিচার মিলল না এখনও। জারি আছে প্রতিবাদ, মিছিল, অবস্থান বিক্ষোভ, রাত দখল। এরই মাঝে পুজোর আনন্দে সামিল হওয়ার আহ্বান জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 9 সেপ্টেম্বর তাঁর বক্তব্যে উঠে এসেছে ‘উৎসবে ফেরা’র আহ্বান। পুজোর বাকি আর মাত্র একটি মাস। অন্যদিকে, ডাক্তারি পড়ুয়ার মৃত্যুরও কেটে গিয়েছে এক মাস ৷ ন্যায়বিচার অধরা ৷ মুখ্যমন্ত্রীর 'উৎসবে ফেরা'র আহ্বানে কী বলছেন বাংলার শিল্পীমহল? জেনে নিল ইটিভি ভারত।

অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র বলেন, "মাননীয়া বলেছেন ঠিকই উৎসবে ফিরতে, তবে আমরা ভেবে দেখব যে কী করব। আজ সুপ্রিম কোর্ট যা বলার বলল। প্রমাণ নিয়ে আবারও কথা হল। তিলোত্তমার মৃত্যুর সময় থেকে পোস্টমর্টের্ম অবধি কী কী হয়েছে তা আবার শুনলাম আমরা। ক্লান্ত হবে মানুষ ৷ তবে যতদিন না খুনি শাস্তি পাচ্ছে ততদিন উৎসবে ফিরবে কি না সেটা সম্পূর্ণ তাদের মত। মা দুর্গার কাছে আর্জি একটাই, এভাবে একটি জলজ্যান্ত মেয়ে বলি হয়ে গেল এই অপদার্থ সিস্টেমের হাতে ৷ এদের তুমি ক্ষমা করো না আর সাধারণ মানুষকে তুমি আরও সহ্য শক্তি দাও এই লড়াই এগিয়ে নিয়ে যাওয়ার।"

স্বস্তিকা দত্ত ইটিভি ভারতকে বলেন, "পুজোটা হবে কিন্তু উৎসবটা নয় ৷ উৎসবের মন তো কারোরই নেই এখন। এবারের প্রার্থণা 6 মিনিটের জায়গায় 10 মিনিট করব কারণ যার সঙ্গে এই অন্যায় হয়েছে সে যেন বিচার পায়। আর আমার কাছের এবং পরিচিত কারোর সঙ্গে সর্বোপরি কোনও মেয়ের সঙ্গে যেন এমন না হয়।" স্বস্তিকা আরও বলেন, "এই ঘটনার কারণে ব্যবসার অনেক ক্ষতি হয়েছে। বহু মানুষ এই পুজোর দিকে তাকিয়ে থাকেন কারণ এই সময়ে ব্যবসা বাড়ে। মা আসেন এবং তাঁর সন্তানদের মুখে হাসি ফোটান। তাই পুজো তো বন্ধ হবে না। কিন্তু উৎসবটা হবে না ৷ তাই উৎসবে মুখ্যমন্ত্রী ফির‍তে বলুন বা প্রধানমন্ত্রী সেটা অসম্ভব। অনেকেই বলছেন ধর্ষণ কি হয় না? খুন কি আগে হয়নি? তা হলে উৎসব এবার কেন বন্ধ হবে? আমি খুব সাধারণ মধ্যবিত্ত ঘরের মেয়ে। তাই এরকম কথা আমি বলতে পারব না, ভাবতেও পারব না।"

অন্যদিকে, সুদীপ্তা চক্রবর্তী নিজের সামাজিক মাধ্যমে লিখেছেন, "অফিস চলছে, চলবে। ব্যাঙ্ক খোলা আছে, থাকবে।
টিভি চ্যানেল চলছে, চলবে। হাসপাতালে চিকিৎসা হচ্ছে, হবে। দোকান খোলা আছে, থাকবে। শুটিং চলছে, চলবে।

বাস ট্রাম ট্যাক্সি চলছে, চলবে। পুজো ও হয়তো হবে। কিন্তু উৎসব করার মত অবস্থায় বেশির ভাগ মানুষই নেই। কারণ, আমরা ভেঙে পড়েছি, রাগে ফেটে পড়েছি, অসহায় লাগছে, অনেক প্রশ্ন আছে, কিন্তু উত্তর পাচ্ছি না। প্রতিবাদ চলছে, চলবে।"

অভিনেত্রী মৌবনি সরকারের কথায়, "মন চাইছে না উৎসব করতে, আনন্দ করতে ৷ জোর করে সব ভোলানোর প্ল্যান।" স্বস্তিকা মুখোপাধ্যায় তাঁর সামাজিক মাধ্যমে লিখেছেন, "উৎসবে ফিরছি না।" অভিনেতা পরিচালক তথাগত মুখোপাধ্যায় জানিয়েছেন, "এবার উৎসব হোক, অনান্যবারের চেয়ে অনেক বড় করে। প্রতিবাদের সবচেয়ে বড় উৎসব হোক এবার।"

কলকাতা, 10 সেপ্টেম্বর: আরজি কর-কাণ্ডের বিচার মিলল না এখনও। জারি আছে প্রতিবাদ, মিছিল, অবস্থান বিক্ষোভ, রাত দখল। এরই মাঝে পুজোর আনন্দে সামিল হওয়ার আহ্বান জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 9 সেপ্টেম্বর তাঁর বক্তব্যে উঠে এসেছে ‘উৎসবে ফেরা’র আহ্বান। পুজোর বাকি আর মাত্র একটি মাস। অন্যদিকে, ডাক্তারি পড়ুয়ার মৃত্যুরও কেটে গিয়েছে এক মাস ৷ ন্যায়বিচার অধরা ৷ মুখ্যমন্ত্রীর 'উৎসবে ফেরা'র আহ্বানে কী বলছেন বাংলার শিল্পীমহল? জেনে নিল ইটিভি ভারত।

অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র বলেন, "মাননীয়া বলেছেন ঠিকই উৎসবে ফিরতে, তবে আমরা ভেবে দেখব যে কী করব। আজ সুপ্রিম কোর্ট যা বলার বলল। প্রমাণ নিয়ে আবারও কথা হল। তিলোত্তমার মৃত্যুর সময় থেকে পোস্টমর্টের্ম অবধি কী কী হয়েছে তা আবার শুনলাম আমরা। ক্লান্ত হবে মানুষ ৷ তবে যতদিন না খুনি শাস্তি পাচ্ছে ততদিন উৎসবে ফিরবে কি না সেটা সম্পূর্ণ তাদের মত। মা দুর্গার কাছে আর্জি একটাই, এভাবে একটি জলজ্যান্ত মেয়ে বলি হয়ে গেল এই অপদার্থ সিস্টেমের হাতে ৷ এদের তুমি ক্ষমা করো না আর সাধারণ মানুষকে তুমি আরও সহ্য শক্তি দাও এই লড়াই এগিয়ে নিয়ে যাওয়ার।"

স্বস্তিকা দত্ত ইটিভি ভারতকে বলেন, "পুজোটা হবে কিন্তু উৎসবটা নয় ৷ উৎসবের মন তো কারোরই নেই এখন। এবারের প্রার্থণা 6 মিনিটের জায়গায় 10 মিনিট করব কারণ যার সঙ্গে এই অন্যায় হয়েছে সে যেন বিচার পায়। আর আমার কাছের এবং পরিচিত কারোর সঙ্গে সর্বোপরি কোনও মেয়ের সঙ্গে যেন এমন না হয়।" স্বস্তিকা আরও বলেন, "এই ঘটনার কারণে ব্যবসার অনেক ক্ষতি হয়েছে। বহু মানুষ এই পুজোর দিকে তাকিয়ে থাকেন কারণ এই সময়ে ব্যবসা বাড়ে। মা আসেন এবং তাঁর সন্তানদের মুখে হাসি ফোটান। তাই পুজো তো বন্ধ হবে না। কিন্তু উৎসবটা হবে না ৷ তাই উৎসবে মুখ্যমন্ত্রী ফির‍তে বলুন বা প্রধানমন্ত্রী সেটা অসম্ভব। অনেকেই বলছেন ধর্ষণ কি হয় না? খুন কি আগে হয়নি? তা হলে উৎসব এবার কেন বন্ধ হবে? আমি খুব সাধারণ মধ্যবিত্ত ঘরের মেয়ে। তাই এরকম কথা আমি বলতে পারব না, ভাবতেও পারব না।"

অন্যদিকে, সুদীপ্তা চক্রবর্তী নিজের সামাজিক মাধ্যমে লিখেছেন, "অফিস চলছে, চলবে। ব্যাঙ্ক খোলা আছে, থাকবে।
টিভি চ্যানেল চলছে, চলবে। হাসপাতালে চিকিৎসা হচ্ছে, হবে। দোকান খোলা আছে, থাকবে। শুটিং চলছে, চলবে।

বাস ট্রাম ট্যাক্সি চলছে, চলবে। পুজো ও হয়তো হবে। কিন্তু উৎসব করার মত অবস্থায় বেশির ভাগ মানুষই নেই। কারণ, আমরা ভেঙে পড়েছি, রাগে ফেটে পড়েছি, অসহায় লাগছে, অনেক প্রশ্ন আছে, কিন্তু উত্তর পাচ্ছি না। প্রতিবাদ চলছে, চলবে।"

অভিনেত্রী মৌবনি সরকারের কথায়, "মন চাইছে না উৎসব করতে, আনন্দ করতে ৷ জোর করে সব ভোলানোর প্ল্যান।" স্বস্তিকা মুখোপাধ্যায় তাঁর সামাজিক মাধ্যমে লিখেছেন, "উৎসবে ফিরছি না।" অভিনেতা পরিচালক তথাগত মুখোপাধ্যায় জানিয়েছেন, "এবার উৎসব হোক, অনান্যবারের চেয়ে অনেক বড় করে। প্রতিবাদের সবচেয়ে বড় উৎসব হোক এবার।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.