ETV Bharat / entertainment

আত্মহত্যা করেছেন মালাইকা অরোরার বাবা, চরম বিপদে পাশে আরবাজ - Malaika Arora father passes away

Anil Arora, Malaika father Died: আত্মহত্যা করেছেন অভিনেত্রী মালাইকা অরোরার বাবা৷ বুধবার সকালে আচমকাই এই খবরে হতবাক অনুরাগীরা ৷ ঘটনাস্থলে পৌঁছেছেন প্রাক্তন স্বামী আরবাজ খান ৷ পৌঁছেছেন অর্জুন কাপুরও ৷

author img

By ETV Bharat Entertainment Team

Published : Sep 11, 2024, 12:29 PM IST

Anil Arora, Malaika father Died
প্রয়াত মালাইকা অরোরার বাবা (আইএনএস)

হায়দরাবাদ, 11 সেপ্টেম্বর: আত্মহত্যা করেছেন অভিনেত্রী-মডেল মালাইকা অরোরার বাবা অনিল অরোরা ৷ বুধবার সকালে অনিল অরোরার মৃত্যুর খবর সামনে আসে ৷ অনেক রিপোর্ট আবার দাবি করেছে, এটা একটা দুর্ঘটনা ৷ আবার বেশি কিছু রিপোর্ট অনুযায়ী, তিনি যে অ্যাপার্টমেন্টে থাকতেন সেখান থেকে ঝাঁপ দিয়েছেন বলে জানানো হয়েছে ৷ ইতিমধ্যেই মুম্বই পুলিশ দেহ ময়নাতদন্তের জন্য বাবা হাসপাতালে পাঠিয়েছে ৷

প্রয়াত মালাইকা অরোরার বাবা (ইটিভি ভারত)

ঘটনাস্থলে পৌঁছেছেন ডিসিপি ক্রাইম ব্রাঞ্চ, রাজ তিলক রোশান ৷ তিনি বলেন, "খবর পেয়ে আমাদের টিম এসে গিয়েছে ৷ ফরেন্সিক টিমও এসেছে ৷ ফরেন্সিক তদন্তও চলছে ৷ দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ৷ প্রাথমিকভাবে অনুমান এটা আত্মহত্যাই ৷ বাকি তদন্তের পর জানা যাবে ৷"

এই খবর পাওয়ার পরেই মালাইকার বাড়িতে পৌঁছে গিয়েছেন প্রাক্তন স্বামী আরবাজ খান ৷ তবে এখনও পর্যন্ত কী কারণে আত্মহত্যা তা জানা যায়নি ৷

এদিন ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন মালাইকার চর্চিত বয়ফ্রেন্ড অর্জুন কাপুরও ৷ ঘটনাস্থলে পৌঁছেছেন মালাইকার প্রাক্তন ননদ তথা বন্ধু অলভিরা অগ্নিহোত্রী ৷ অন্যদিকে, মালাইকা বিশেষ কাজের জন্য ছিলেন পুণেতে ৷ এই খবর শোনামাত্রই তিনি মুম্বইয়ের উদ্দেশ্যে রওনা দেন ৷ ইতিমধ্যেই তিনিও পৌঁছে গিয়েছেন বাড়িতে ৷

শুধু তাই নয়, প্রাক্তন বৌমার দুঃসময়ে তাঁর পাশে এসে দাঁড়িয়েছে শ্বশুর সেলিম খান ও শাশুড়ি সালমা খান ৷ এদিন বাবা-মাকে নিয়ে সঙ্গে আসেন সলমন খানের ভাই সোহেল খানও ৷

মালাইকা মহারাষ্ট্রের থানেতে জন্মগ্রহণ করেন ৷ বাবা-মায়ের বিচ্ছেদের পর মাত্র 11 বছর বয়সে তিনি মা ও বোন অমৃতার সঙ্গে চেম্বুর চলে যান ৷ তাঁর মা জয়েস পলিকার্প একজন মালায়আলি খৃষ্টান ৷ বাবা ছিলেন পাঞ্জাবি ৷ তিনি ইন্ডিয়ান মার্চেন্ট নেভিতে কাজ করতেন ৷

সম্প্রতি এক ফ্যাশন ম্যাগাজিনের সাক্ষাৎকারে মালাইকা জানিয়েছিলেন, তাঁর বয়স যখন মাত্র 11 তখন বাবা-মায়ের বিচ্ছেদ হয়ে যায় ৷ তিনি বলেন, " আমার শৈশব সুন্দর হলেও সহজ ছিল না ৷ অনেক ঝড়ঝাপটা গিয়েছে ৷ বাবা-মায়ের বিচ্ছেদ হওয়ার পর মাকে অন্যরকমভাবে আবিষ্কার করি বা প্রত্যক্ষ করি ৷"

বিনোদন জগতের পরিচিত মুখ মালাইকা ও অমৃতা ৷ দুজনেই সিলভার স্ক্রিনে প্রতিষ্ঠিত ৷ তবে প্রচারের আলো থেকে দূরে থাকতেন মালাইকার বাবা। হিন্দু পঞ্জাবি পরিবারে জন্মেছিলেন অনিল অরোরা। ভারতের সীমান্তে ফজ়িলকায় তাঁর আদি বাড়ি।

হায়দরাবাদ, 11 সেপ্টেম্বর: আত্মহত্যা করেছেন অভিনেত্রী-মডেল মালাইকা অরোরার বাবা অনিল অরোরা ৷ বুধবার সকালে অনিল অরোরার মৃত্যুর খবর সামনে আসে ৷ অনেক রিপোর্ট আবার দাবি করেছে, এটা একটা দুর্ঘটনা ৷ আবার বেশি কিছু রিপোর্ট অনুযায়ী, তিনি যে অ্যাপার্টমেন্টে থাকতেন সেখান থেকে ঝাঁপ দিয়েছেন বলে জানানো হয়েছে ৷ ইতিমধ্যেই মুম্বই পুলিশ দেহ ময়নাতদন্তের জন্য বাবা হাসপাতালে পাঠিয়েছে ৷

প্রয়াত মালাইকা অরোরার বাবা (ইটিভি ভারত)

ঘটনাস্থলে পৌঁছেছেন ডিসিপি ক্রাইম ব্রাঞ্চ, রাজ তিলক রোশান ৷ তিনি বলেন, "খবর পেয়ে আমাদের টিম এসে গিয়েছে ৷ ফরেন্সিক টিমও এসেছে ৷ ফরেন্সিক তদন্তও চলছে ৷ দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ৷ প্রাথমিকভাবে অনুমান এটা আত্মহত্যাই ৷ বাকি তদন্তের পর জানা যাবে ৷"

এই খবর পাওয়ার পরেই মালাইকার বাড়িতে পৌঁছে গিয়েছেন প্রাক্তন স্বামী আরবাজ খান ৷ তবে এখনও পর্যন্ত কী কারণে আত্মহত্যা তা জানা যায়নি ৷

এদিন ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন মালাইকার চর্চিত বয়ফ্রেন্ড অর্জুন কাপুরও ৷ ঘটনাস্থলে পৌঁছেছেন মালাইকার প্রাক্তন ননদ তথা বন্ধু অলভিরা অগ্নিহোত্রী ৷ অন্যদিকে, মালাইকা বিশেষ কাজের জন্য ছিলেন পুণেতে ৷ এই খবর শোনামাত্রই তিনি মুম্বইয়ের উদ্দেশ্যে রওনা দেন ৷ ইতিমধ্যেই তিনিও পৌঁছে গিয়েছেন বাড়িতে ৷

শুধু তাই নয়, প্রাক্তন বৌমার দুঃসময়ে তাঁর পাশে এসে দাঁড়িয়েছে শ্বশুর সেলিম খান ও শাশুড়ি সালমা খান ৷ এদিন বাবা-মাকে নিয়ে সঙ্গে আসেন সলমন খানের ভাই সোহেল খানও ৷

মালাইকা মহারাষ্ট্রের থানেতে জন্মগ্রহণ করেন ৷ বাবা-মায়ের বিচ্ছেদের পর মাত্র 11 বছর বয়সে তিনি মা ও বোন অমৃতার সঙ্গে চেম্বুর চলে যান ৷ তাঁর মা জয়েস পলিকার্প একজন মালায়আলি খৃষ্টান ৷ বাবা ছিলেন পাঞ্জাবি ৷ তিনি ইন্ডিয়ান মার্চেন্ট নেভিতে কাজ করতেন ৷

সম্প্রতি এক ফ্যাশন ম্যাগাজিনের সাক্ষাৎকারে মালাইকা জানিয়েছিলেন, তাঁর বয়স যখন মাত্র 11 তখন বাবা-মায়ের বিচ্ছেদ হয়ে যায় ৷ তিনি বলেন, " আমার শৈশব সুন্দর হলেও সহজ ছিল না ৷ অনেক ঝড়ঝাপটা গিয়েছে ৷ বাবা-মায়ের বিচ্ছেদ হওয়ার পর মাকে অন্যরকমভাবে আবিষ্কার করি বা প্রত্যক্ষ করি ৷"

বিনোদন জগতের পরিচিত মুখ মালাইকা ও অমৃতা ৷ দুজনেই সিলভার স্ক্রিনে প্রতিষ্ঠিত ৷ তবে প্রচারের আলো থেকে দূরে থাকতেন মালাইকার বাবা। হিন্দু পঞ্জাবি পরিবারে জন্মেছিলেন অনিল অরোরা। ভারতের সীমান্তে ফজ়িলকায় তাঁর আদি বাড়ি।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.