ETV Bharat / entertainment

'অনুপমা' ধারাবাহিকে জনপ্রিয় কাভ্যা, শ্বশুরের উপদেশেই কি সাফল্য? - Madalsa Sharma

Madalsa on Mithun Chakraborty: চক্রবর্তী পরিবারে খুশির হাওয়া ৷ দাদাসাহেব ফালকে সম্মানে সম্মানিত মিঠুন ৷ শ্বশুরের অ্যাচিভমেন্টে কী বললেন 'অনুপমা' খ্যাত অভিনেত্রী তথা বৌমা মাদালসা শর্মা?

author img

By ETV Bharat Entertainment Team

Published : Oct 2, 2024, 5:58 PM IST

Updated : Oct 2, 2024, 6:05 PM IST

Madalsa on Mithun Chakraborty
শ্বশুর মিঠুন চক্রবর্তীর সঙ্গে মাদালসা শর্মা (আইএএনএস)

হায়দরাবাদ, 2 অক্টোবর: ভারতীয় চলচ্চিত্রে অবদানের জন্য দাদাসাহেব ফালকে পুরস্কার পাচ্ছেন অভিনেতা মিঠুন চক্রবর্তী ৷ পরিবারের অন্যান্য সদস্যদের মতোই উচ্ছ্বসিত 'অনুপমা' খ্যাত অভিনেত্রী মাদালসা শর্মা ৷ যিনি ধারাবাহিকে 'কাভ্যা' নামে পরিচিত ছিলেন ৷ তিনি আবার মিঠুনের পুত্রবধূও বটে ৷ আইএএনএসকে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানান, অভিনয় জগতে পা রাখার আগে শ্বশুরের কাছ থেকে কীকী উপদেশ নিয়েছেন ৷

মিঠুনের বড় ছেলে মিমোর স্ত্রী মাদালসা ৷ তিনি বলেন, "আমার শ্বশুর দারুণ একজন মানুষ ৷ যে কেউ ওনাকে নিয়ে বই লিখতে পারেন ৷ ওনার কাজ আর জীবনের পরিধি এতবেশি যে বই লিখে শেষ করা যাবে না ৷ তিনি একজন ওয়ার্কোহলিক৷" তিনি আরও বলেন, "বিশ্বজুড়ে তাঁর অনুরাগী রয়েছেন ৷ তিনি বিনোদন জগতে একটা ট্রেন্ড তৈরি করে দিয়েছেন ৷ আমাদের কাছে তিনি ভগবান ৷ তাঁর কী ক্যারিশ্মা রয়েছে তা শব্দ দিয়ে প্রকাশ করা যাবে না ৷ তিনি এমন একজন মানুষ যাঁর হৃদয় সোনা দিয়ে মোড়ানো ৷"

এরপরেই উঠে আসে অভিনয়ে জগতে পা রাখার আগে তিনি কোনও উপদেশ পেয়েছেন কি না, শ্বশুর মিঠুনের কাছ থেকে৷ এই প্রসঙ্গে তিনি বলেন, "একটা উপদেশ তিনি সবসময় দেন যে কাজ হল ভগবানের পুজো করার মতো ৷ আর একটা বিষয় তিনি নিজেও মানেন এবং বলেন, জীবনে যা কিছু অ্যাচিভ করো না কেন, সবসময় মাটিতে পা দিয়ে চলবে ৷"

অভিনেত্রী জানান, মিঠুনের দাদাসাহেব ফালকে পুরস্কার পাওয়ার খবর পরিবারকে চমকে দেয়নি ৷ মাদালসা বলেন, "আসলে আমরা সকলেই জানি, মোস্ট ডিজার্ভিং মানুষ তথা অভিনেতা তিনি ৷ ফলে এই সম্মান আমাদের কাছে গর্বের বিষয় ৷ পাশাপাশি আমরা ভীষণ খুশি ৷ 8 তারিখ তিনি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে এই সম্মান গ্রহণ করবেন ৷ ওই মুহূর্ত আমাদের কাছে ভীষণ আবেগপ্রবণ হয়ে উঠবে ৷"

প্রসঙ্গত, বাঙালি অভিনেতা হিসাবে দাদাসাহেব ফালকে পুরস্কারে সৌমিত্র চট্টোপাধ্যায়ের পর মিঠুন চক্রবর্তী সম্মানিত হলেন ৷ এর আগে পৃথ্বিরাজ কাপুর, বিনোদ খান্না, রাজ কাপুর, শশী কাপুর, লতা মঙ্গেশকর, আশা ভোঁসলে, বিআর চোপড়া ও যশ চোপড়া পেয়েছেন ৷ 2021 সালে দাদাসাহেব ফালকে পুরস্কারে সম্মানিত হয়েছেন অভিনেত্রী ওয়াহিদা রহমান ৷

হায়দরাবাদ, 2 অক্টোবর: ভারতীয় চলচ্চিত্রে অবদানের জন্য দাদাসাহেব ফালকে পুরস্কার পাচ্ছেন অভিনেতা মিঠুন চক্রবর্তী ৷ পরিবারের অন্যান্য সদস্যদের মতোই উচ্ছ্বসিত 'অনুপমা' খ্যাত অভিনেত্রী মাদালসা শর্মা ৷ যিনি ধারাবাহিকে 'কাভ্যা' নামে পরিচিত ছিলেন ৷ তিনি আবার মিঠুনের পুত্রবধূও বটে ৷ আইএএনএসকে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানান, অভিনয় জগতে পা রাখার আগে শ্বশুরের কাছ থেকে কীকী উপদেশ নিয়েছেন ৷

মিঠুনের বড় ছেলে মিমোর স্ত্রী মাদালসা ৷ তিনি বলেন, "আমার শ্বশুর দারুণ একজন মানুষ ৷ যে কেউ ওনাকে নিয়ে বই লিখতে পারেন ৷ ওনার কাজ আর জীবনের পরিধি এতবেশি যে বই লিখে শেষ করা যাবে না ৷ তিনি একজন ওয়ার্কোহলিক৷" তিনি আরও বলেন, "বিশ্বজুড়ে তাঁর অনুরাগী রয়েছেন ৷ তিনি বিনোদন জগতে একটা ট্রেন্ড তৈরি করে দিয়েছেন ৷ আমাদের কাছে তিনি ভগবান ৷ তাঁর কী ক্যারিশ্মা রয়েছে তা শব্দ দিয়ে প্রকাশ করা যাবে না ৷ তিনি এমন একজন মানুষ যাঁর হৃদয় সোনা দিয়ে মোড়ানো ৷"

এরপরেই উঠে আসে অভিনয়ে জগতে পা রাখার আগে তিনি কোনও উপদেশ পেয়েছেন কি না, শ্বশুর মিঠুনের কাছ থেকে৷ এই প্রসঙ্গে তিনি বলেন, "একটা উপদেশ তিনি সবসময় দেন যে কাজ হল ভগবানের পুজো করার মতো ৷ আর একটা বিষয় তিনি নিজেও মানেন এবং বলেন, জীবনে যা কিছু অ্যাচিভ করো না কেন, সবসময় মাটিতে পা দিয়ে চলবে ৷"

অভিনেত্রী জানান, মিঠুনের দাদাসাহেব ফালকে পুরস্কার পাওয়ার খবর পরিবারকে চমকে দেয়নি ৷ মাদালসা বলেন, "আসলে আমরা সকলেই জানি, মোস্ট ডিজার্ভিং মানুষ তথা অভিনেতা তিনি ৷ ফলে এই সম্মান আমাদের কাছে গর্বের বিষয় ৷ পাশাপাশি আমরা ভীষণ খুশি ৷ 8 তারিখ তিনি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে এই সম্মান গ্রহণ করবেন ৷ ওই মুহূর্ত আমাদের কাছে ভীষণ আবেগপ্রবণ হয়ে উঠবে ৷"

প্রসঙ্গত, বাঙালি অভিনেতা হিসাবে দাদাসাহেব ফালকে পুরস্কারে সৌমিত্র চট্টোপাধ্যায়ের পর মিঠুন চক্রবর্তী সম্মানিত হলেন ৷ এর আগে পৃথ্বিরাজ কাপুর, বিনোদ খান্না, রাজ কাপুর, শশী কাপুর, লতা মঙ্গেশকর, আশা ভোঁসলে, বিআর চোপড়া ও যশ চোপড়া পেয়েছেন ৷ 2021 সালে দাদাসাহেব ফালকে পুরস্কারে সম্মানিত হয়েছেন অভিনেত্রী ওয়াহিদা রহমান ৷

Last Updated : Oct 2, 2024, 6:05 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.