ETV Bharat / entertainment

এবার অপমানের বদলা নেওয়ার পালা ! কবে আসছে প্রিয়াঙ্কার 'লজ্জা 2' ? - LOJJA 2 DATE ANNOUNCEMENT

আসছে 'লজ্জা 2' ৷ প্রিয়াঙ্কা সরকার, অনুজয় চট্টোপাধ্যায়ের অভিনীত সিরিজ কবে থেকে দেখতে পাবেন ?

Priyanka Sarkar
আসছে 'লজ্জা 2' (Special Arrangement)
author img

By ETV Bharat Entertainment Team

Published : March 26, 2025 at 4:40 PM IST

2 Min Read

কলকাতা, 26 মার্চ: কটু কথা যে মানুষকে কতখানি গ্লানি দিতে পারে তা 'লজ্জা'তে জয়াকে দেখে উপলব্ধি করেছে দর্শক। চোখের উপরে দেখেছে জয়ার বেঁচে থেকেও একটু একটু করে মরে যাওয়ার কাহিনি। সেই কাহিনীর পরিণতি কী হল ? কোন দিকে এগোবে জয়ার জীবন ? 'লজ্জা 2' দেখার জন্য অধীর আগ্রহে রয়েছেন দর্শকরা ৷ অবশেষে জানা গেল, হইচইতে কবে হবে জনপ্রিয় সিরিজের স্ট্রিমিং ৷

গতবছর ওটিটি-তে আসে 'লজ্জা' ৷ প্রিয়াঙ্কা সরকার, অনুজয় চট্টোপাধ্যায়ের অভিনীত এই সিরিজ অনেককে চোখে আঙুল দিয়ে দেখিয়েছে সমাজের আর এক ভয়ঙ্কর রূপ ৷ আপাত দৃষ্টিতে সুখী দাম্পত্য জীবন জয়া কীভাবে তছনছ হয়ে যায়, তা ভাবিয়েছে দর্শকদেরও ৷ এবার সেই সিরিজের দ্বিতীয় ভাগ অর্থাৎ 'লজ্জা 2' 11 এপ্রিল স্ট্রিমিং হবে হইচই ওটিটি প্ল্যাটফর্মে৷

পরিচালক অদিতি রায় জানিয়েছেন, "লজ্জা 2-এর মাধ্যমে আমরা ক্ষমতা, স্থিতিস্থাপকতা এবং ন্যায়বিচারের জটিলতার গভীরে প্রবেশ করছি। জয়ার চরিত্রে বিরাট পরিবর্তন দেখতে পাবেন দর্শকরা ৷ সিরিজের পরতে পরতে থাকবে এমন সব অনুভূতি যা সকলকে ভিতর থেকে নাড়িয়ে দেবে ৷"

এবার অদিতি রায় গল্প সাজিয়েছেন আরও শক্ত বাঁধনে। জয়াকে ভুল বুঝছে তার দাদা, বৌদি এবং গোটা সমাজ। কটূ কথা ঘর ছেড়ে আজ রাস্তাতেও অপেক্ষা করে জয়ার জন্য। তবে, অদিতি এবার গল্পের কেন্দ্রে রেখেছেন ইন্দ্রাশিস রায় ও প্রিয়াঙ্কাকে। গল্পে আইনজীবী শৌর্যর চরিত্রে দেখা গিয়েছে ইন্দ্রাশিসকে। জয়ার ভূমিকায় প্রিয়াঙ্কা সরকার। রয়েছেন নমিতা চক্রবর্তী, স্নেহা চট্টোপাধ্যায়, ইন্দ্রজিৎ মজুমদার, শাঁওলি মিত্র, কনীনিকা বন্দ্যোপাধ্যায়-সহ আরও অনেকে।

লড়াই এবার আরও জোরালো হতে চলেছে। জয়া কি পারবে সেই লড়াইয়ে জয়ী হতে? সে কি দিতে পারবে সব অপমানের যোগ্য জবাব? প্রশ্ন আরও আছে। চরিত্র কি শুধুই মেয়েদের? সম্পর্ক মানেই কি প্রেম? উত্তর সাজানো আছে এবারের সিরিজে।

কলকাতা, 26 মার্চ: কটু কথা যে মানুষকে কতখানি গ্লানি দিতে পারে তা 'লজ্জা'তে জয়াকে দেখে উপলব্ধি করেছে দর্শক। চোখের উপরে দেখেছে জয়ার বেঁচে থেকেও একটু একটু করে মরে যাওয়ার কাহিনি। সেই কাহিনীর পরিণতি কী হল ? কোন দিকে এগোবে জয়ার জীবন ? 'লজ্জা 2' দেখার জন্য অধীর আগ্রহে রয়েছেন দর্শকরা ৷ অবশেষে জানা গেল, হইচইতে কবে হবে জনপ্রিয় সিরিজের স্ট্রিমিং ৷

গতবছর ওটিটি-তে আসে 'লজ্জা' ৷ প্রিয়াঙ্কা সরকার, অনুজয় চট্টোপাধ্যায়ের অভিনীত এই সিরিজ অনেককে চোখে আঙুল দিয়ে দেখিয়েছে সমাজের আর এক ভয়ঙ্কর রূপ ৷ আপাত দৃষ্টিতে সুখী দাম্পত্য জীবন জয়া কীভাবে তছনছ হয়ে যায়, তা ভাবিয়েছে দর্শকদেরও ৷ এবার সেই সিরিজের দ্বিতীয় ভাগ অর্থাৎ 'লজ্জা 2' 11 এপ্রিল স্ট্রিমিং হবে হইচই ওটিটি প্ল্যাটফর্মে৷

পরিচালক অদিতি রায় জানিয়েছেন, "লজ্জা 2-এর মাধ্যমে আমরা ক্ষমতা, স্থিতিস্থাপকতা এবং ন্যায়বিচারের জটিলতার গভীরে প্রবেশ করছি। জয়ার চরিত্রে বিরাট পরিবর্তন দেখতে পাবেন দর্শকরা ৷ সিরিজের পরতে পরতে থাকবে এমন সব অনুভূতি যা সকলকে ভিতর থেকে নাড়িয়ে দেবে ৷"

এবার অদিতি রায় গল্প সাজিয়েছেন আরও শক্ত বাঁধনে। জয়াকে ভুল বুঝছে তার দাদা, বৌদি এবং গোটা সমাজ। কটূ কথা ঘর ছেড়ে আজ রাস্তাতেও অপেক্ষা করে জয়ার জন্য। তবে, অদিতি এবার গল্পের কেন্দ্রে রেখেছেন ইন্দ্রাশিস রায় ও প্রিয়াঙ্কাকে। গল্পে আইনজীবী শৌর্যর চরিত্রে দেখা গিয়েছে ইন্দ্রাশিসকে। জয়ার ভূমিকায় প্রিয়াঙ্কা সরকার। রয়েছেন নমিতা চক্রবর্তী, স্নেহা চট্টোপাধ্যায়, ইন্দ্রজিৎ মজুমদার, শাঁওলি মিত্র, কনীনিকা বন্দ্যোপাধ্যায়-সহ আরও অনেকে।

লড়াই এবার আরও জোরালো হতে চলেছে। জয়া কি পারবে সেই লড়াইয়ে জয়ী হতে? সে কি দিতে পারবে সব অপমানের যোগ্য জবাব? প্রশ্ন আরও আছে। চরিত্র কি শুধুই মেয়েদের? সম্পর্ক মানেই কি প্রেম? উত্তর সাজানো আছে এবারের সিরিজে।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.