কলকাতা, 26 জুন: দর্শকের মন ভরিয়ে রমরমিয়ে বাংলা টেলিভিশনের পর্দায় চলছে 'লাখ টাকার লক্ষ্মীলাভ' (Lakh Takar Lokkhi Labh)। সিজন টু'র জুন মাসের ফিনালের দিনও আসন্ন। আগামী 30 জুন ফিনালের পর্ব দেখবে দর্শক। আর সেই ফিনালেতে প্রতিযোগীদের উৎসাহ দিতে হাজির থাকবেন সঙ্গীত শিল্পী অনীক ধর (Aneek Dhar)। ইটিভি ভারত পৌঁছে গিয়েছিল সেই পর্বের শুটিং সেটে ৷ প্রতিযোগীদের মনোরঞ্জন করতে অনীক এই ফিনালের পর্বে এসে বেজায় খুশি। জানালেন, "যেমন শো তেমনি তার সঞ্চালক। আর্থিকভাবে পিছিয়ে পড়া মহিলারা লাখ টাকা নিয়ে যাচ্ছেন। খুব ভালো উদ্যোগ। সেলেব্রিটিরা এসে খেলার পর জিতে পাওয়া টাকার অর্ধেক দিয়ে যাচ্ছেন। এও তো কম কথা নয়। খুব গুরুত্বপূর্ণ একটা মঞ্চ 'লাখ টাকার লক্ষ্মীলাভ'।"
অনীক আরও বলেন, "আমার শুরুটা মঞ্চ থেকে। তাই এই জায়গাটার প্রতি আমি সৎ থাকার চেষ্টা করি সবসময়। তাই মঞ্চে ফিরে আসতে বারবার ভালো লাগে। গান ছাড়া মানুষকে মনোরঞ্জন করার আর কোনও উপায় আমার কাছে নেই। তাই এই শো-তে এসে আমি গানই গাইব।" শো-এর সঞ্চালক সুদীপ্তা চক্রবর্তী বলেন, "এখানে যাঁরা খেলতে আসেন তাঁদের অনেকে লাখ টাকা চোখেই দেখেনি একসঙ্গে। আর টাকা পেয়ে কেউ কেঁদে ফেলছেন, কেউ অজ্ঞান হয়ে যাচ্ছেন, কেউ আমাকে কোলে তুলে নিচ্ছেন। এঁদের জীবনের গল্পগুলো শুনলে মনে হয় আমার জীবন নিয়ে কোনও অভিযোগই থাকা উচিত নয়। কারওর ক্যানসারে একটা পা বাদ চলে গেছে, কেউ আবার এক পায়ে নাচছে। ওঁদের জীবনের গল্পগুলো তো গল্পকাহিনি নয়। সবটা সত্যি।"
লাখ টাকার লক্ষ্মীলাভ' দর্শকের মনে প্রথম দিন থেকেই জায়গা করে নিয়েছে । এখানে এসে এখনও পর্যন্ত কেউ খালি হাতে ফেরেননি । সকলকে নানা ধরনের চ্যালেঞ্জ দিতে সঞ্চালনার দায়িত্বে থাকেন সুদীপ্তা চক্রবর্তী (Sudipta Chakraborty) । সিজন 2-তে রয়েছে কিছু নতুন খেলা । রয়েছে আরও অনেক মজা । 'টাকার খনি', 'বল ফেলতে টাকা কুলো'- এমন সব মজার খেলা দিয়ে সাজানো হয়েছে সিজন টু । মহিলাদের স্বনির্ভর হওয়ার ইচ্ছেকে আরও জোরালো করতেই এই উদ্যোগ, তা আগেই জানানো হয়েছে চ্যানেলের তরফে ।
মাঝে মাঝে লাখ টাকার লক্ষ্মীলাভে খেলতে আসেন এক ঝাঁক তারকা । গল্প, আড্ডায় জমে ওঠে তারকাদের নিয়ে সেই সব পর্ব । তারকারা অবশ্য সব টাকা নিয়ে যান না । রেখে যান। যে টাকা সেই সব পিছিয়ে পড়া, অসহায় মহিলাদের হাতে তুলে দেওয়া হয়, যাঁদের টাকাটা সত্যিই দরকার। তাঁরকাদের রেখে যাওয়া টাকা নিয়েই তৈরি হয়েছে 'লক্ষ্মী ব্যাঙ্ক'। মানুষের বিপুল চাহিদার জন্য এবারের সিজন 2 চলবে সাত মাস ।
প্রসঙ্গত, বাংলার সব মহিলারাই এই খেলায় অংশগ্রহণ করেন অডিশনের মাধ্যমে । ‘লাখ টাকার লক্ষ্মীলাভ’-এ চারটে রাউন্ডে খেলা হয় । প্রতি রাউন্ডেই খেলার শেষে প্রতিযোগীদের জন্য থাকে নগদ টাকার পুরস্কার । একেবারে ফাইনাল রাউন্ডে বিজয়িনীর জন্য থাকে এক লক্ষ টাকার নগদ পুরস্কার । প্রতি পর্বে তিনজন করে মহিলা প্রতিযোগী থাকেন। আর ফিনালেতে বিজয়ী পান দুই লক্ষ টাকা।