হায়দরাবাদ, 11 জুন: চারবছর আগে বলিউড সাক্ষী ছিল করণ জোহর (Karan Johar) ও কার্তিক আরিয়ানের (Kartik Aryan) মধ্যে চলতে থাকা দ্বন্দ্বের ৷ যে কারণে করণের 'দোস্তানা 2' থেকেও বাদ পড়েন 'ভুলভুলাইয়া 2' অভিনেতা ৷ করণ অভিযোগ তোলেন, কার্তিক 'আনপ্রফেশনাল' ৷ অবশেষে সেই যুদ্ধের সমাপ্তি ঘটিয়ে ফের একবার একসঙ্গে কাজ করছেন দুই তারকা ৷ 'তু মেরি ম্যায় তেরা, ম্যায় তেরা তু মেরি' (Tu Meri Main Tera Main Tera Tu Meri) ও 'নাগজিলা' (𝐍𝐚𝐚𝐠𝐳𝐢𝐥𝐥𝐚) ছবিতে করণ জোহরের প্রযোজনা সংস্থার অধীনে কাজ করছেন কার্তিক ৷ কিন্তু কার্তিকের সঙ্গে করণের ঝামেলা হয়েছিল, অবশেষে সেই বিষয়ে মুখ খুলেছেন তারকা প্রযোজক-পরিচালক ৷
কার্তিক সঙ্গে লড়াই নিয়ে কী বললেন কারণ ?
কীভাবে কার্তিক-করণের লড়াই থামল (Karan Johar-Kartik Aryan) ? সম্প্রতি এক সাক্ষাৎকারে করণ সেই কাহিনী শেয়ার করেছেন ৷ তিনি বলেন, "আমরা একসঙ্গে বসে মতের বিরোধিতা নিয়ে আলোচনা করেছি ৷ আর এটাই একে অপরকে জানিয়েছি, অতীতকে পিছনে ফেলে সামনে এগোতে হবে ৷ তাই অতীতে কী হয়েছে সেটা মনে রেখে লাভ নেই ৷ কার্তিক ভীষণ পরিশ্রমী ৷ তাঁর ফ্যান বেস মারাত্মক ৷ আজকের অন্যতম বড় তারকাদের মধ্যে একজন ৷ আমি আর ও একসঙ্গে বসি আর সিদ্ধান্ত নিই কিছু করার ৷ তারপর থেকে এখন সবকিছু ঠিক আছে ৷"
প্রযোজক-পরিচালক আরও বলেন, "আমার সঙ্গে কার্তিকের সমস্যা ছিল ৷ কিন্তু এই ইন্ডাস্ট্রিটা ভীষণ ছোট ৷ এটাকে আমরা আমাদের পরিবার বলে ভাবি ৷ আমি মনে করি, পরিবারে একে অন্যের সঙ্গে মতের অমিল হওয়া স্বাভাবিক ৷ একে অন্যের বিরুদ্ধে কোনও অভিযোগ থাকতেই পারে ৷ কিন্তু দিনের শেষে একটা ভালো সিনেমা বানানোই আসল লক্ষ্য আমাদের ৷ আমরা তাই ছোট ছোট বিষয়কে গুরুত্ব দিই না ৷ আমাদের লক্ষ্য আরও বড় কিছু করার সিনে দুনিয়ায় ৷"
কী ছিল লড়াইয়ের কারণ ?
2021 সালে কার্তিক আরিয়ান এবং করণ জোহরের মধ্যে অনেক বিতর্ক হয়েছিল ৷ কার্তিককে 'দোস্তানা 2' থেকে সরিয়ে দেওয়া হয়। সিনেমায় কার্তিকের সঙ্গে জাহ্নবী কাপুরকে দেখা যাওয়ার কথা ছিল। ছবির শুটিং শুরু হলেও পরে কার্তিককে সরিয়ে দেওয়া হয় ৷ কার্তিকের বিরুদ্ধে অপেশাদারি আচরণের অভিযোগ ওঠে ৷ যা নিয়ে বিরক্ত প্রকাশ করেন পরিচালক করণ ৷ অন্যদিকে, কার্তিক একটি সাক্ষাৎকারে এই বিষয়ে কথা বলতে গিয়ে বলেছিলেন, "যখন এই খবরটি আসে, আমি চুপ ছিলাম এবং এখনও চুপ থাকতে পছন্দ করি। আমি আমার কাজের উপর 100% মনোযোগ দিই ৷ যখন এই ধরনের বিতর্ক হয়, তখন আমি শান্ত থাকি ৷ আমি বিতর্কে জড়াতে পছন্দ করি না ৷ আমাকে কারোর কাছে কিছু প্রমাণ করার নেই ৷"
সাপের খোলস ছাড়ছেন 'রুহবাবা' কার্তিক, দর্শকদের স্বাগত 'নাগজিলা'য়
'আশিকি'তে মজে কার্তিক-শ্রীলীলা, অনবদ্য প্রেমের সাক্ষী শৈলরানি দার্জিলিং