হায়দরাবাদ, 10 এপ্রিল: কিছুদিন আগেই সামনে এসেছে কমেডি কিং কপিল শর্মার (Kapil Sharma) আপকামিং ছবি 'কিস কিস কো প্যায়ার করু 2' ছবির পোস্টার ৷ লাখো অনুরাগীরা অপেক্ষায় রয়েছেন এই সিনেমা দেখার জন্য ৷ তবে এবার সিনেমা নয়, শারীরিকগত পরিবর্তনের কারণে সোশাল মিডিয়ায় খবরের শিরোনামে কপিল শর্মা ৷
সম্প্রতি কমেডি কিংকে দেখা যায় মুম্বই বিমানবন্দরে ৷ সেই ভিডিয়ো সামনে আসতে নেটিজেনরা হতবাক ৷ কপিলকে অনেকটা স্লিম-ফিট লাগছিল। কেউ কেউ তাঁর নতুন লুকের প্রশংসাও করেছেন ৷ আবার কেউ কেউ তাঁর ওজন কমানোর বিষয়ে প্রশ্ন তুলেছেন ৷ সত্যিই কী ওষুধ (ওজিম্পিক) খেয়ে ওজন কমিয়েছেন কপিল নাকি প্রচন্ড এক্সারসাইজের ফল ?
নেটিজেনদের প্রশ্ন
বিগত বেশ কিছু সময় ধরে সোশাল মিডিয়া থেকে দূরে ছিলেন কমেডিয়ান ৷ সম্প্রতি কিছু পোস্ট তিনি করেছেন ৷ এইমধ্যেই কপিলের ভিডিয়ো ভাইরাল সামাজিক দেওয়ালে ৷ সকলের প্রশ্ন একটাই, ওজন কমানোর জন্য অভিনেতা কোন পদ্ধতি ব্যবহার করেছেন। কিছু ইউজার আবার লিখেছেন, হয়তো কপিলের শরীর ভালো নেই, তিনি অসুস্থ ৷ তাই ওজন কমে গিয়েছে ৷ কারোর কারোর প্রশ্ন, স্বাভাবিকভাবেই কি ওজন কমেছে কৌতুকাভিনেতার নাকি ওজিম্পিকের প্রতিক্রিয়া ?
কি এই মেডিসিন ওজিম্পিক (Ozempic)?
ওজেম্পিক হল ওজন কমানোর এক কৃত্রিম পদ্ধতি। আসলে, এটি এমন একটি ওষুধ যা টাইপ 2 ডায়াবেটিস রোগীদের রক্তে শর্করা নিয়ন্ত্রণের জন্য দেওয়া হয়। কিন্তু আজকাল ওজন কমানোর জন্য এটি ব্যবহার করা হচ্ছে, এটি একটি ইনজেকশন।
কপিল শর্মার ট্রান্সফর্মেশনের সত্যটা কী ?
কপিল শর্মাকে দেখে অনেকেই অনুমান করছেন যে কপিল হয়তো ওজন কমানোর জন্য ওজিম্পিক ব্যবহার করেছেন। কিন্তু খবর অনুযায়ী, কপিল স্বাভাবিকভাবেই তাঁর ওজন কমিয়েছেন। লকডাউনের পর থেকে তিনি নাকি তাঁর ফিটনেস নিয়ে কাজ শুরু করেন ৷ কপিল শোতে অনেকবার উল্লেখ করেছেন যে তিনি ওজন কমানোর চেষ্টা করছেন। এর জন্য তিনি হার্ড ওয়ার্কআউট অনুসরণ করেন ৷ তিনি কমপক্ষে 2-3 ঘন্টা জিমে সময় দেন। তবে কপিল শর্মার পক্ষ থেকে এ বিষয়ে অফিসিয়ালি কোনও বিবৃতি আসেনি।
কপিলের আগামী প্রোজেক্ট
কপিল শর্মাকে দেখা যাবে 'কিস কিস কো প্যায়ার করু 2'-তে । সম্প্রতি ছবিটির পোস্ট শেয়ার করেছেন সোশাল মিডিয়ায় ৷ ছবিটির পরিচালক অনুকল্প গোস্বামী। ফ্র্যাঞ্চাইজির প্রথম ছবি 'কিস কিস কো প্যায়ার করু 2' 2015 সালে মুক্তি পায় ৷ এই ছবি দর্শক দরবারে ব্যাপক জনপ্রিয় হয় ৷