ETV Bharat / entertainment

প্রভাস-বিগবি'র অ্যাকশনে মুগ্ধ অনুরাগীরা, ছবির সিক্যুয়েল ঘিরে তুমুল জল্পনা - Kalki 2898 AD review

Kalki 2898 AD X Review: ফার্স্ট ডে ফার্স্ট শোয়ে ঝড় তুলল প্রভাসের 'কল্কি 2898 এডি' ৷ প্রতীক্ষার বাঁধ ভেঙেছে অনুরাগীদের ৷ দেশ জুড়ে বিভিন্ন প্রেক্ষাগৃহে পোস্টারে পড়ানো হল বিশাল মালা ৷ বাজনার তালে চলল দেদার নাচ ৷ কেমন হল 'কল্কি 2898 এডি'?

author img

By ETV Bharat Bangla Team

Published : Jun 27, 2024, 12:30 PM IST

Updated : Jun 27, 2024, 12:49 PM IST

Kalki 2898 AD X Review
মুক্তি পেল 'কল্কি 2898 এডি' (ইটিভি ভারত)

হায়দরাবাদ, 27 জুন: তাঁরা এলেন, দেখলেন আর কাঁপালেন বক্সঅফিস ৷ মুক্তি পেল প্রভাস, অমিতাভ বচ্চন, দীপিকা পাড়ুকোন, কমল হাসান ও শাশ্বত চট্টপোধ্যায় অভিনীত 'কল্কি 2898 এডি' ৷ ইতিমধ্যেই ফার্স্ট ডে ফার্স্ট শোয়ে যাঁরা এই ছবি দেখে নিয়েছেন, তাঁদের রিভিউ দেখেই স্পষ্ট নতুন মাইলস্টোন তৈরি করতে চলেছে নাগ অশ্বিনের ছবি ৷ ছবির ভিএফএক্স, ব্যাকগ্রাউন্ড মিউজিক ও সর্বোপরি সকলের অভিনয় দেখে মুগ্ধ অনুরাগী থেকে নেটিজেনরা ৷

প্রভাস-বিগবি'র অ্যাকশনে মুগ্ধ অনুরাগীরা (ইটিভি ভারত)

27 জুন প্রথম শো রাখা হয়েছিল ভোর চারটের সময় ৷ আর ফার্স্ট শোতেই হাউসফুল প্রভাসের 'কল্কি' ৷ মাইথোলজিক্যাল সাইন্স ফিকশন ছবি থ্রিলারে ভরপুর ৷ সোশাল মিডিয়া এক্স হ্যান্ডেলে অনেক অনুরাগী আবার প্রেক্ষাগৃহে বসেই ছবি দেখার অভিজ্ঞতা শেয়ার করেছেন ৷ বাহুবলি তারকার প্রশংসা করে এক অনুরাগী লিখেছেন, "কল্কি 2898 এডি আইম্যাক্সে দেখলাম ৷ প্রভাসের স্ক্রিন প্রেজেন্স ও অমিতাভ বচ্চনের অভিনয় মুগ্ধ করেছে ৷ ছবির চিত্রনাট্য দারুণ ৷ অপেক্ষা করতে হবে ছবির পরবর্তী সিক্যুয়েলের জন্য ৷ তবে নাগ অশ্বিনের পরিচালনা আরও ভাল হলে খুশি হতাম ৷"

আর এক নেটিজেন লিখেছেন, "ইন্টারভেলের প্রথম পার্টটা বেশ টানটান ৷ প্রভাসের চরিত্র আলাদা করে নজর কেড়েছে ৷ এমনকী, ওঁর চরিত্র মজাদারও বটে ৷ ছবির সিক্যুয়েল দেখার জন্য অপেক্ষায় রয়েছি ৷ সাইন্স-ফিকশন ছবি হিসাবে ভিজ্যুয়াল এফেক্টস দুর্ধর্ষ ৷ প্রভাস ও অমিতাভ বচ্চনের অ্যাকশন দৃশ্য এপিক ৷ পুরো মাথা ঘুড়ে যাবে ৷"

অন্য এক অনুরাগী লিখেছেন, "মাইথোলজির প্রেক্ষাপটে সাইন্স ফিকশন ছবিকে পর্দায় তুলে ধরা দারুণ ভাবনা ৷ ছবির টিম খুব ভালো কাজ করেছে ৷ ছবিতে যে সকল বিল্ডিং দেখানো হয়েছে, সিজিআই, গল্প বলার ধরন ও মিউজিক এককথায় অনবদ্য ৷ গায়ে কাঁটা দেয় যখন পর্দায় অমিতাভ বচ্চন এন্ট্রি নেয় ৷ প্রভাস এক কথায় অসাধারণ ৷ দ্বিতীয় পার্টের অপেক্ষায় রইলাম ৷" আপাতত, দর্শক ও অনুরাগীদের রিভিউ শুনে বোঝাই যাচ্ছে কল্কি জার্নি এখানেই শেয় নয় ৷ অপেক্ষা করতে হবে ছবির দ্বিতীয় ভাগের জন্য ৷

ছবিতে ক্যামিও চরিত্রে নজর কেড়েছেন বিজয় দেবড়েকোন্ডা, ম্রুণাল ঠাকুর, দুলকার সলমন ৷ গুরুত্বপূর্ণ ভূমিকায় নজর কাড়েন দিশা পাটানি, কমল হাসান, রাণা ডাগ্গাবাটি, কীর্তি সুরেশ ও বাংলার অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায় ৷ এখনও যদি 'কল্কি 2898 এডি' দেখে না থাকেন, তাহলে এই উইকএন্ডে প্ল্যান করে ফেলুন চটপট ৷

হায়দরাবাদ, 27 জুন: তাঁরা এলেন, দেখলেন আর কাঁপালেন বক্সঅফিস ৷ মুক্তি পেল প্রভাস, অমিতাভ বচ্চন, দীপিকা পাড়ুকোন, কমল হাসান ও শাশ্বত চট্টপোধ্যায় অভিনীত 'কল্কি 2898 এডি' ৷ ইতিমধ্যেই ফার্স্ট ডে ফার্স্ট শোয়ে যাঁরা এই ছবি দেখে নিয়েছেন, তাঁদের রিভিউ দেখেই স্পষ্ট নতুন মাইলস্টোন তৈরি করতে চলেছে নাগ অশ্বিনের ছবি ৷ ছবির ভিএফএক্স, ব্যাকগ্রাউন্ড মিউজিক ও সর্বোপরি সকলের অভিনয় দেখে মুগ্ধ অনুরাগী থেকে নেটিজেনরা ৷

প্রভাস-বিগবি'র অ্যাকশনে মুগ্ধ অনুরাগীরা (ইটিভি ভারত)

27 জুন প্রথম শো রাখা হয়েছিল ভোর চারটের সময় ৷ আর ফার্স্ট শোতেই হাউসফুল প্রভাসের 'কল্কি' ৷ মাইথোলজিক্যাল সাইন্স ফিকশন ছবি থ্রিলারে ভরপুর ৷ সোশাল মিডিয়া এক্স হ্যান্ডেলে অনেক অনুরাগী আবার প্রেক্ষাগৃহে বসেই ছবি দেখার অভিজ্ঞতা শেয়ার করেছেন ৷ বাহুবলি তারকার প্রশংসা করে এক অনুরাগী লিখেছেন, "কল্কি 2898 এডি আইম্যাক্সে দেখলাম ৷ প্রভাসের স্ক্রিন প্রেজেন্স ও অমিতাভ বচ্চনের অভিনয় মুগ্ধ করেছে ৷ ছবির চিত্রনাট্য দারুণ ৷ অপেক্ষা করতে হবে ছবির পরবর্তী সিক্যুয়েলের জন্য ৷ তবে নাগ অশ্বিনের পরিচালনা আরও ভাল হলে খুশি হতাম ৷"

আর এক নেটিজেন লিখেছেন, "ইন্টারভেলের প্রথম পার্টটা বেশ টানটান ৷ প্রভাসের চরিত্র আলাদা করে নজর কেড়েছে ৷ এমনকী, ওঁর চরিত্র মজাদারও বটে ৷ ছবির সিক্যুয়েল দেখার জন্য অপেক্ষায় রয়েছি ৷ সাইন্স-ফিকশন ছবি হিসাবে ভিজ্যুয়াল এফেক্টস দুর্ধর্ষ ৷ প্রভাস ও অমিতাভ বচ্চনের অ্যাকশন দৃশ্য এপিক ৷ পুরো মাথা ঘুড়ে যাবে ৷"

অন্য এক অনুরাগী লিখেছেন, "মাইথোলজির প্রেক্ষাপটে সাইন্স ফিকশন ছবিকে পর্দায় তুলে ধরা দারুণ ভাবনা ৷ ছবির টিম খুব ভালো কাজ করেছে ৷ ছবিতে যে সকল বিল্ডিং দেখানো হয়েছে, সিজিআই, গল্প বলার ধরন ও মিউজিক এককথায় অনবদ্য ৷ গায়ে কাঁটা দেয় যখন পর্দায় অমিতাভ বচ্চন এন্ট্রি নেয় ৷ প্রভাস এক কথায় অসাধারণ ৷ দ্বিতীয় পার্টের অপেক্ষায় রইলাম ৷" আপাতত, দর্শক ও অনুরাগীদের রিভিউ শুনে বোঝাই যাচ্ছে কল্কি জার্নি এখানেই শেয় নয় ৷ অপেক্ষা করতে হবে ছবির দ্বিতীয় ভাগের জন্য ৷

ছবিতে ক্যামিও চরিত্রে নজর কেড়েছেন বিজয় দেবড়েকোন্ডা, ম্রুণাল ঠাকুর, দুলকার সলমন ৷ গুরুত্বপূর্ণ ভূমিকায় নজর কাড়েন দিশা পাটানি, কমল হাসান, রাণা ডাগ্গাবাটি, কীর্তি সুরেশ ও বাংলার অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায় ৷ এখনও যদি 'কল্কি 2898 এডি' দেখে না থাকেন, তাহলে এই উইকএন্ডে প্ল্যান করে ফেলুন চটপট ৷

Last Updated : Jun 27, 2024, 12:49 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.