ETV Bharat / entertainment

'কল্কি 2898 এডি' ওটিটি রিলিজ, শীঘ্রই আসছে মুক্তির তারিখ - Kalki 2898 AD OTT Release

Kalki 2898 AD OTT Release: প্রেক্ষাগৃহে ঝড় তুলেছে নাগ অশ্বিন পরিচালিত প্রভাস অভিনীত 'কল্কি 2898 এডি' ৷ ছবির ক্রেজ বিশ্বজুড়ে ৷ তাই দেরি করেনি জনপ্রিয় দু'টি ওটিটি প্ল্যাটফর্ম ৷ প্রথমদিনেই ওটিটি'র জন্য কোটি কোটি টাকায় কেনা হল 'কল্কি 2898 এডি' ছবির স্বত্ত্ব ৷ খুব তাড়াতাড়ি আসছে মুক্তির তারিখও ৷

author img

By ETV Bharat Bangla Team

Published : Jun 27, 2024, 5:19 PM IST

Kalki 2898 AD OTT Release
'কল্কি 2898 এডি' ঘিরে বড় খবর! (ইটিভি ভারত)

হায়দরাবাদ, 27 জুন: অনুরাগীদের অপেক্ষার অবসান ৷ সেলুলয়েডের পর্দায় মুক্তি পেল মাইথোলজিক্যাল সাইন্স-ফিকশন ছবি 'কল্কি 2898 এডি' ৷ দেশের পাশাপাশি বিদেশের মাটিতে কল্কির বক্সঅফিস কালেকশন দুদার্ন্ত ৷ এবার কল্কি ঘিরে বড় খবর এল সামনে ৷ ছবি মুক্তির প্রথম দিনেই জানিয়ে দেওয়া হল কোন ওটিটি প্ল্যাটফর্মে অনুরাগীরা দেখতে পাবেন বছরের সবচেয়ে বড় বিগ বাজেটের ছবি ৷

জানা গিয়েছে, 600 কোটি টাকা ব্যয়ে তৈরি হয়েছে 'কল্কি 2898 এডি' ৷ বক্সঅফিস কালেকশনের পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্মের তরফে ডিজিটাল স্ট্রিমিং রাইটস কিনে নেওয়ায় ছবির ঝুলিতে আয় এসেছে ভালো রকম ৷ রিপোর্ট অনুযায়ী, জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্স ছবির হিন্দি ভার্সনের স্বত্ত্ব প্রযোজকের কাছ থেকে কিনেছে 175 কোটি টাকায় ৷ পাশাপাশি, প্রাইম ভিডিয়ো দক্ষিণী ভাষায় এই ছবির স্বত্ত্ব কিনেছে প্রায় 200 কোটি টাকায় ৷

প্রভাস ছাড়াও ছবিতে অমিতাভ বচ্চন, দীপিকা পাড়ুকোন, কমল হাসান ও বাংলার অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়ের অভিনয় দেখে মুগ্ধ নেটপাড়া ৷ সোশাল মিডিয়া এক্স হ্যান্ডেলে ছবির রিভিউ ভাইরাল ৷ সকলেই এক বাক্যে স্বীকার করেছেন একদিকে যেমন ভিএফএক্স-এর কাজ দুর্দান্ত তেমনই চরিত্রদের অভিনয় নজরকাড়া ৷ সেলুলয়েডের পর্দায় এই ধরনের ছবি দেখে আপ্লুত অনুরাগী থেকে নেটিজেনরা ৷ অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন দিশা পাটানি, বিজয় দেবরেকোন্ডা, ম্রুণাল ঠাকুর ৷ ছবি প্রযোজনা করেছে বৈজন্তি মুভিস ৷

'কল্কি 2898 এডি' তেলুগু, তামিল, কন্নড়, মালয়লম ও হিন্দি ভাষায় মুক্তি পেয়েছে ৷ তার মধ্যে যাঁরা ওটিটিতে হিন্দি ভার্সন দেখতে চাইছেন তাঁদের নজর রাখতে হবে নেটফ্লিক্সের পর্দায় ৷ পাশাপাশি, দক্ষিণী ভাষায় দেখার জন্য নজর রাখতে হবে প্রাইম ভিডিয়ো ওটিটি প্ল্যাটফর্মে ৷

হায়দরাবাদ, 27 জুন: অনুরাগীদের অপেক্ষার অবসান ৷ সেলুলয়েডের পর্দায় মুক্তি পেল মাইথোলজিক্যাল সাইন্স-ফিকশন ছবি 'কল্কি 2898 এডি' ৷ দেশের পাশাপাশি বিদেশের মাটিতে কল্কির বক্সঅফিস কালেকশন দুদার্ন্ত ৷ এবার কল্কি ঘিরে বড় খবর এল সামনে ৷ ছবি মুক্তির প্রথম দিনেই জানিয়ে দেওয়া হল কোন ওটিটি প্ল্যাটফর্মে অনুরাগীরা দেখতে পাবেন বছরের সবচেয়ে বড় বিগ বাজেটের ছবি ৷

জানা গিয়েছে, 600 কোটি টাকা ব্যয়ে তৈরি হয়েছে 'কল্কি 2898 এডি' ৷ বক্সঅফিস কালেকশনের পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্মের তরফে ডিজিটাল স্ট্রিমিং রাইটস কিনে নেওয়ায় ছবির ঝুলিতে আয় এসেছে ভালো রকম ৷ রিপোর্ট অনুযায়ী, জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্স ছবির হিন্দি ভার্সনের স্বত্ত্ব প্রযোজকের কাছ থেকে কিনেছে 175 কোটি টাকায় ৷ পাশাপাশি, প্রাইম ভিডিয়ো দক্ষিণী ভাষায় এই ছবির স্বত্ত্ব কিনেছে প্রায় 200 কোটি টাকায় ৷

প্রভাস ছাড়াও ছবিতে অমিতাভ বচ্চন, দীপিকা পাড়ুকোন, কমল হাসান ও বাংলার অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়ের অভিনয় দেখে মুগ্ধ নেটপাড়া ৷ সোশাল মিডিয়া এক্স হ্যান্ডেলে ছবির রিভিউ ভাইরাল ৷ সকলেই এক বাক্যে স্বীকার করেছেন একদিকে যেমন ভিএফএক্স-এর কাজ দুর্দান্ত তেমনই চরিত্রদের অভিনয় নজরকাড়া ৷ সেলুলয়েডের পর্দায় এই ধরনের ছবি দেখে আপ্লুত অনুরাগী থেকে নেটিজেনরা ৷ অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন দিশা পাটানি, বিজয় দেবরেকোন্ডা, ম্রুণাল ঠাকুর ৷ ছবি প্রযোজনা করেছে বৈজন্তি মুভিস ৷

'কল্কি 2898 এডি' তেলুগু, তামিল, কন্নড়, মালয়লম ও হিন্দি ভাষায় মুক্তি পেয়েছে ৷ তার মধ্যে যাঁরা ওটিটিতে হিন্দি ভার্সন দেখতে চাইছেন তাঁদের নজর রাখতে হবে নেটফ্লিক্সের পর্দায় ৷ পাশাপাশি, দক্ষিণী ভাষায় দেখার জন্য নজর রাখতে হবে প্রাইম ভিডিয়ো ওটিটি প্ল্যাটফর্মে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.