হায়দরাবাদ, 1 জুলাই: বক্সঅফিসে শাহরুখ খানকে টেক্কা প্রভাসের ৷ আয়ের দিকে থেকে 'কল্কি 2898 এডি' পিছনে ফেলল বাদশার ছবিকে ৷ ভাঙল বক্সঅফিস রেকর্ড ৷ নাগ অশ্বিন পরিচালিত মাইথোলজি নির্ভর সাইন্স-ফিকশন ছবিটি মুক্তি পেয়েছে 27 জুন ৷ মুক্তির চার দিনের মাথায় গ্লোবালি 'কল্কি 2898 এডি' আয় করেছে 550 কোটি টাকা ৷ ভারতে মোট আয় 302 কোটি টাকা ৷ তা শাহরুখ খানের জওয়ান ছবির কালেকশনকেও ফেলেছে পিছনে ৷
At the end of 4-day weekend, #Kalki2898AD has grossed around ₹ 550 Crs at the WW Box office.. 🔥
— Ramesh Bala (@rameshlaus) July 1, 2024
সোমবার এক্স হ্যান্ডেলে ট্রেড অ্যানালিস্ট রমেশ বালা ছবির বক্সঅফিস কালেকশন তুলে ধরেছেন ৷ তিনি লেখেন, "প্রথম সপ্তাহে মাত্র চারদিনের মাথায় গ্লোবালি কল্কি 2898 এডি আয় করেছে 550 কোটি টাকা ৷" ভারতে এই ছবির বক্সঅফিস দৌড়ও কম যায় না ৷ রবিবার ছবির ঝুলিতে এসেছে 85 কোটি টাকা ৷ ইন্ডাষ্ট্রি ট্রেকার স্যাকনিল্ক অনুযায়ী, ভারতে ছবির আয় 302 কোটি টাকা ৷ দক্ষিণী পরিচালক অ্যাটলির 'জওয়ান' একই সময়ে বক্সঅফিসে আয় করেছিল 286 কোটি টাকা ৷ 2023 সালে কিং খানের 'জওয়ান' ছিল সবথেকে বেশি রোজগার করা ভারতীয় ছবি ৷ সেই জায়গা এবার দখল করে নিল প্রভাসের 'কল্কি 2898 এডি' ৷ ছবির বক্সঅফিসের বিজয় রথ এখনও দৌড়চ্ছে ৷ এই ছবির শুধুমাত্র হিন্দি সংস্করণই প্রথম সপ্তাহে আয় করে ফেলেছে 115 কোটি টাকা ৷
'কল্কি'র বক্স অফিস কালেকশনের দিকে নজর দিলেই বোঝা যায়, ভারতে তেলুগু সংস্করণ থেকেই সবচেয়ে বেশি আয় হয়েছে ৷ যেখানে 162.1 কোটি টাকা আয় হয়েছে তেলুগু ভাষা থেকে ৷ প্রথম সপ্তাহ শেষে তামিল, হিন্দি, মালয়ালম এবং কন্নড় ভাষায় যথাক্রমে আয় হয়েছে 18.3 কোটি টাকা, 110.5 কোটি টাকা, 9.7 কোটি টাকা এবং 1.8 কোটি টাকা ৷
2024 সালে এখনও পর্যন্ত 'কল্কি 2898 এডি' ভারতীয় বক্সঅফিসে হাইয়েস্ট-গ্রসিংয়ের তালিকায় প্রথম স্থানে রয়েছে ৷ গোটা বিশ্বে ছবি মুক্তির প্রথম দিনই আয় হয়েছে 191.5 কোটি টাকা ৷ তা আবার ভারতীয় ছবির ইতিহাসে থার্ড-হাইয়েস্ট হিসাবে রেকর্ড তৈরি করেছে ৷ এই জায়গা থেকে যশ অভিনীত কেজিএফ 2-ও পড়ল পিছনে ৷ সারিতে প্রথম ও দ্বিতীয় স্থান এখনও পর্যন্ত দখল করে রেখেছে এসএস রাজামৌলি পরিচালিত আরআরআর ও বাহুবলি 2 ৷ পাশাপাশি, প্রভাসের ফিল্মি কেরিয়ারে সেকেন্ড-বিগেস্ট ওপেনার হিসাবে রেকর্ড তৈরি করল 'কল্কি 2898 এডি' ৷