ETV Bharat / entertainment

মারকাটারি অ্যাকশন দৃশ্যে আলিয়া, প্রকাশ্যে 'জিগরা'র টিজার-ট্রেলার - Jigra Teaser Trailer Out

Jigra Teaser Trailer Out: রবিবার প্রকাশ্যে এল আলিয়া ভাটের পরবর্তী ছবি 'জিগরা'র টিজার-ট্রেলার ৷ অ্যাকশন থেকে মারকাটারি সংলাপে ভরপুর 2 মিনিট 49 সেকেন্ডের ভিডিয়োটি ৷ ভাই এবং বোনের গল্প বলবে এই ছবি ৷ ভাই-বোনের চরিত্রে দেখা যাবে আলিয়া ভাট এবং বেদাং রায়নাকে ।

author img

By ETV Bharat Entertainment Team

Published : Sep 8, 2024, 1:13 PM IST

Updated : Sep 8, 2024, 1:45 PM IST

Alia Bhatt film
মুক্তি পেল জিগরা ছবির টিজার-ট্রেলার (ইটিভি ভারত)

হায়দরাবাদ, 8 সেপ্টেম্বর: ফের নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকের মন জয় করতে রুপোলি পর্দায় হাজির আলিয়া ভাট ৷ রবিবার সামনে এল তাঁর বহুল প্রতীক্ষিত 'জিগরা' ছবির টিজার-ট্রেলার ৷ 2 মিনিট 49 সেকেন্ডের টিজার-ট্রেলারে টানটান উত্তেজনা ৷ অ্যাকশন থেকে ইমোশন, সবই ফুটে উঠল ট্রেলারে ৷ এখানে আলিয়ার চরিত্রের নাম সত্য ৷ ছবির ট্রেলার দেখেই বোঝা যাচ্ছে, ভাইয়ের প্রতি দিদির ভালোবাসা এবং তাঁকে রক্ষা করার জন্য একজন দিদি কতদূর যেতে পারে তারই গল্প বলবে এই ছবি ৷

'জিগরা' ফিল্মে আলিয়া ভাটের ভাইয়ের চরিত্রে অভিনয় করছেন বেদাং রায়না ৷ এই প্রথম আলিয়ার সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে তাঁকে ৷ এটি বেদাংয়ের দ্বিতীয় ছবি ৷ এর আগে, গত বছর জোয়া আখতার পরিচালিত 'দ্য আর্চিসে' দেখা গিয়েছে বেদাংকে ৷ এই ফিল্মের মাধ্যমেই বলিউডে আত্মপ্রকাশ করেন তিনি ।

'জিগরা' ছবির টিজার-ট্রেলারের সূচনা হচ্ছে এভাবে, যেখানে বিষণ্ণ আলিয়া একজনকে তাঁর বেদনাদায়ক জীবনের কাহিনী বর্ণনা করছেন । ছোট বয়সে সত্য অর্থাৎ আলিয়া তাঁর বাবা-মাকে হারিয়ে একা হয়ে পড়েন ৷ তারপর আত্মীয়ের কাছে মানুষ হন তিনি ৷ সত্যর পরিবার বলতে তাঁর ভাই ৷ সেই ভাই অর্থাৎ বেদাং রায়নাকে বাঁচাতে ঝাঁপিয়ে পড়েন আলিয়া । বেদাংয়ের চরিত্রটি এখানে একটি বিদেশি কারাগারে বন্দি এবং কারাগারে ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হন তিনি ৷ সত্য অর্থাৎ আলিয়া জীবনের ঝুঁকি নিয়ে সমস্ত প্রতিকূলতার প্রাচীর ভেঙে ভাইকে বাঁচাতে মিশনে নামেন ।

'জিগরা'র টিজার-ট্রেলারে মনোজ পাহওয়া এবং রাহুল রবীন্দ্রনের উল্লেখযোগ্য পারফরম্যান্সও রয়েছে ৷ যারা আলিয়াকে তাঁর ভাইকে খুঁজতে সহায়তা করছেন । ট্রেলারে কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চনের আইকনিক অ্যাংরি ইয়াং ম্যান ব্যক্তিত্বের একটি উল্লেখ রয়েছে ৷ আলিয়া ভাটকে বলতে শোনা যাচ্ছে, 'অব তো বচ্চন হি বন না হ্যায়' ৷ আলিয়ার সংলাপ ফিল্মের আবেগকে আরও বাড়িয়ে দিয়েছে । সঙ্গে ট্রেলারেটিকে আরও প্রাণবন্ত করে তুলেছে ক্লাসিক গান 'ফুলোঁ কা তারোঁ কা' ৷

ভাসান বালা পরিচালিত 'জিগরা' আগামী 11 অক্টোবর বড়পর্দায় মুক্তি পেতে চলেছে ৷ করণ জোহর, অপূর্ব মেহতা, শাহীন ভাট এবং সোমেন মিশ্রের সঙ্গে আলিয়া ভাট প্রযোজনা করেছেন 'জিগরা'র ৷ সহ-প্রযোজনায় রয়েছেন মারিজেকে ডিসুজা ৷ ছবিটি লিখেছেন দেবাশিস ইরেংবাম এবং ভাসান বালা ।

হায়দরাবাদ, 8 সেপ্টেম্বর: ফের নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকের মন জয় করতে রুপোলি পর্দায় হাজির আলিয়া ভাট ৷ রবিবার সামনে এল তাঁর বহুল প্রতীক্ষিত 'জিগরা' ছবির টিজার-ট্রেলার ৷ 2 মিনিট 49 সেকেন্ডের টিজার-ট্রেলারে টানটান উত্তেজনা ৷ অ্যাকশন থেকে ইমোশন, সবই ফুটে উঠল ট্রেলারে ৷ এখানে আলিয়ার চরিত্রের নাম সত্য ৷ ছবির ট্রেলার দেখেই বোঝা যাচ্ছে, ভাইয়ের প্রতি দিদির ভালোবাসা এবং তাঁকে রক্ষা করার জন্য একজন দিদি কতদূর যেতে পারে তারই গল্প বলবে এই ছবি ৷

'জিগরা' ফিল্মে আলিয়া ভাটের ভাইয়ের চরিত্রে অভিনয় করছেন বেদাং রায়না ৷ এই প্রথম আলিয়ার সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে তাঁকে ৷ এটি বেদাংয়ের দ্বিতীয় ছবি ৷ এর আগে, গত বছর জোয়া আখতার পরিচালিত 'দ্য আর্চিসে' দেখা গিয়েছে বেদাংকে ৷ এই ফিল্মের মাধ্যমেই বলিউডে আত্মপ্রকাশ করেন তিনি ।

'জিগরা' ছবির টিজার-ট্রেলারের সূচনা হচ্ছে এভাবে, যেখানে বিষণ্ণ আলিয়া একজনকে তাঁর বেদনাদায়ক জীবনের কাহিনী বর্ণনা করছেন । ছোট বয়সে সত্য অর্থাৎ আলিয়া তাঁর বাবা-মাকে হারিয়ে একা হয়ে পড়েন ৷ তারপর আত্মীয়ের কাছে মানুষ হন তিনি ৷ সত্যর পরিবার বলতে তাঁর ভাই ৷ সেই ভাই অর্থাৎ বেদাং রায়নাকে বাঁচাতে ঝাঁপিয়ে পড়েন আলিয়া । বেদাংয়ের চরিত্রটি এখানে একটি বিদেশি কারাগারে বন্দি এবং কারাগারে ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হন তিনি ৷ সত্য অর্থাৎ আলিয়া জীবনের ঝুঁকি নিয়ে সমস্ত প্রতিকূলতার প্রাচীর ভেঙে ভাইকে বাঁচাতে মিশনে নামেন ।

'জিগরা'র টিজার-ট্রেলারে মনোজ পাহওয়া এবং রাহুল রবীন্দ্রনের উল্লেখযোগ্য পারফরম্যান্সও রয়েছে ৷ যারা আলিয়াকে তাঁর ভাইকে খুঁজতে সহায়তা করছেন । ট্রেলারে কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চনের আইকনিক অ্যাংরি ইয়াং ম্যান ব্যক্তিত্বের একটি উল্লেখ রয়েছে ৷ আলিয়া ভাটকে বলতে শোনা যাচ্ছে, 'অব তো বচ্চন হি বন না হ্যায়' ৷ আলিয়ার সংলাপ ফিল্মের আবেগকে আরও বাড়িয়ে দিয়েছে । সঙ্গে ট্রেলারেটিকে আরও প্রাণবন্ত করে তুলেছে ক্লাসিক গান 'ফুলোঁ কা তারোঁ কা' ৷

ভাসান বালা পরিচালিত 'জিগরা' আগামী 11 অক্টোবর বড়পর্দায় মুক্তি পেতে চলেছে ৷ করণ জোহর, অপূর্ব মেহতা, শাহীন ভাট এবং সোমেন মিশ্রের সঙ্গে আলিয়া ভাট প্রযোজনা করেছেন 'জিগরা'র ৷ সহ-প্রযোজনায় রয়েছেন মারিজেকে ডিসুজা ৷ ছবিটি লিখেছেন দেবাশিস ইরেংবাম এবং ভাসান বালা ।

Last Updated : Sep 8, 2024, 1:45 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.