ETV Bharat / entertainment

বক্সঅফিসে সানির 'জাট' কামাল, শাহিদ-কঙ্গনা পড়লেন পিছনে, প্রথম দিনে রেকর্ড আয় - JAAT BOX OFFICE COLLECTION DAY 1

প্রেক্ষাগৃহে মুক্তির পর সানি দেওলের জাট কামাল দেখাচ্ছে ৷ প্রথমদিনের কালেকশনে পিছনে পড়েছে শাহিদ কাপুরের 'দেবা'৷

Etv Bharat
বক্সঅফিসে সানির 'জাট' কামাল (পোস্টার)
author img

By ETV Bharat Entertainment Team

Published : April 11, 2025 at 10:06 AM IST

2 Min Read

হায়দরাবাদ, 11 এপ্রিল: 'গদর 2' বক্সঅফিসে ইতিহাস তৈরি করার পর সানি দেওলের (Sunny Deol ) 'জাট' কাপাচ্ছে পর্দা ৷ প্রায় দেড় বছর পর সিনেমা ঘরে এসেছে সানির ছবি (jaat box office) ৷ 10 এপ্রিল সিলভার স্ক্রিনে মুক্তি পায় 'জাট' ৷ ট্রেলার দেখে যে উন্মাদনা দর্শকদের মধ্যে ছিল সিনেমা যে সেই প্রত্যাশা পূরণ করেছে তা বক্সঅফিস কালেকশনেই স্পষ্ট ৷

অ্যাকশন থ্রিলার 'জাট' দিয়ে বলিউডে তেলেগু সিনে দুনিয়ার অন্যতম প্রবীণ পরিচালক গোপীচাঁদ মালিনেনির আত্মপ্রকাশ ৷ সানি দেওল ছাড়াও ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন রেজিনা ক্যাসান্দ্রা। অন্যদিকে রণদীপ হুডা খলনায়কের ভূমিকায় অভিনয় করছেন। গোপীচাঁদ পরিচালিত এই ছবিটি ভাস্কর সিং 'জাট'(সানি দেওল) কে ঘিরে। সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, গোপীচাঁদ মালিনেনি পরিচালিত 'জাট' 100 কোটি টাকা বাজেটে তৈরি ৷ হায়দরাবাদ, বাপাতলা এবং বিশাখাপত্তনমে হয়েছে ছবির শুটিং ৷

'জাট' প্রথমদিনের বক্সঅফিস কালেকশন

'গদর 2'-র পর সানি দেওল তাঁর ফিল্মি ক্যারিয়ারের দ্বিতীয় বৃহত্তম ওপেনিং ছবির খেতাব অর্জন করে ফেলেছেন। ট্রেড অ্যানালিস্ট স্যাকোনিল্ক অনুযায়ী, 'জাট' আজ (প্রথম দিন) রাত 8টা পর্যন্ত 8.51 কোটি টাকা আয় করেছে। সানি দেওল অভিনীত এই ছবিটি প্রথম দিনে 10 থেকে 12 কোটি টাকা আয় করতে পারে বলে আশা করা হচ্ছে।

সানি দেওলের সবচেয়ে বড় ওপেনার ফিল্ম
2023 সালে 'গদর 2' ছিল সানি দেওলের সবচেয়ে বড় ওপেনিং ছবি। স্যাকানিল্কের মতে, 2023 সালে মুক্তিপ্রাপ্ত 'গদ 2' প্রথম দিনেই 40.1 কোটি টাকা আয় করেছিল। ভারতে এই ছবির বক্সঅফিস কালেকশন ছিল 525.7 কোটি টাকা। 'গদর 2'-এর পর, 'জাট' সানি দেওলের দ্বিতীয় বৃহত্তম ওপেনিং ছবির খেতাব পেয়ে গিয়েছে ৷

বক্সঅফিসে জাট পিছনে ফেলল যে ছবিগুলিকে
'জাট' প্রথম দিনেই 2025 -এখনও পর্যন্ত মুক্তি পাওয়া বলিউডের বেশ কিছু সিনেমার কালেকশনকে ছাপিয়ে গিয়েছে ৷ তালিকায় রয়েছে শহীদ কাপুরের 'দেভা', জন আব্রাহামের 'দ্য ডিপ্লোম্যাট', সোনু সুদের 'ফতেহ' এবং কঙ্গনা রানাওয়াতের 'এমার্জেন্সি'। স্যাকানিল্ক অনুযায়ীস, 'দেভা' প্রথম দিনে 5.5 কোটি টাকা আয় করেছে ৷ যেখানে 'দ্য ডিপ্লোম্যাট', 'ফতেহ' এবং 'এমার্জেন্সি' যথাক্রমে 4 কোটি, 2.4 কোটি এবং 2.5 কোটি টাকা আয় করেছে।

ওটিটি-তে কবে আসছে সানির 'জাট' ?
সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, নেটফ্লিক্স সানি দেওলের ছবি 'জাট'-এর পোস্ট-থিয়েট্রিকাল ডিজিটাল স্ট্রিমিং স্বত্ব কিনে নিয়েছে। অর্থাৎ, ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তির পর নেটফ্লিক্সে OTT-তে প্রিমিয়ার হবে। তবে, OTT-তে কবে মুক্তি পাবে সেই তারিখ এখনও ঘোষণা করা হয়নি।

হায়দরাবাদ, 11 এপ্রিল: 'গদর 2' বক্সঅফিসে ইতিহাস তৈরি করার পর সানি দেওলের (Sunny Deol ) 'জাট' কাপাচ্ছে পর্দা ৷ প্রায় দেড় বছর পর সিনেমা ঘরে এসেছে সানির ছবি (jaat box office) ৷ 10 এপ্রিল সিলভার স্ক্রিনে মুক্তি পায় 'জাট' ৷ ট্রেলার দেখে যে উন্মাদনা দর্শকদের মধ্যে ছিল সিনেমা যে সেই প্রত্যাশা পূরণ করেছে তা বক্সঅফিস কালেকশনেই স্পষ্ট ৷

অ্যাকশন থ্রিলার 'জাট' দিয়ে বলিউডে তেলেগু সিনে দুনিয়ার অন্যতম প্রবীণ পরিচালক গোপীচাঁদ মালিনেনির আত্মপ্রকাশ ৷ সানি দেওল ছাড়াও ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন রেজিনা ক্যাসান্দ্রা। অন্যদিকে রণদীপ হুডা খলনায়কের ভূমিকায় অভিনয় করছেন। গোপীচাঁদ পরিচালিত এই ছবিটি ভাস্কর সিং 'জাট'(সানি দেওল) কে ঘিরে। সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, গোপীচাঁদ মালিনেনি পরিচালিত 'জাট' 100 কোটি টাকা বাজেটে তৈরি ৷ হায়দরাবাদ, বাপাতলা এবং বিশাখাপত্তনমে হয়েছে ছবির শুটিং ৷

'জাট' প্রথমদিনের বক্সঅফিস কালেকশন

'গদর 2'-র পর সানি দেওল তাঁর ফিল্মি ক্যারিয়ারের দ্বিতীয় বৃহত্তম ওপেনিং ছবির খেতাব অর্জন করে ফেলেছেন। ট্রেড অ্যানালিস্ট স্যাকোনিল্ক অনুযায়ী, 'জাট' আজ (প্রথম দিন) রাত 8টা পর্যন্ত 8.51 কোটি টাকা আয় করেছে। সানি দেওল অভিনীত এই ছবিটি প্রথম দিনে 10 থেকে 12 কোটি টাকা আয় করতে পারে বলে আশা করা হচ্ছে।

সানি দেওলের সবচেয়ে বড় ওপেনার ফিল্ম
2023 সালে 'গদর 2' ছিল সানি দেওলের সবচেয়ে বড় ওপেনিং ছবি। স্যাকানিল্কের মতে, 2023 সালে মুক্তিপ্রাপ্ত 'গদ 2' প্রথম দিনেই 40.1 কোটি টাকা আয় করেছিল। ভারতে এই ছবির বক্সঅফিস কালেকশন ছিল 525.7 কোটি টাকা। 'গদর 2'-এর পর, 'জাট' সানি দেওলের দ্বিতীয় বৃহত্তম ওপেনিং ছবির খেতাব পেয়ে গিয়েছে ৷

বক্সঅফিসে জাট পিছনে ফেলল যে ছবিগুলিকে
'জাট' প্রথম দিনেই 2025 -এখনও পর্যন্ত মুক্তি পাওয়া বলিউডের বেশ কিছু সিনেমার কালেকশনকে ছাপিয়ে গিয়েছে ৷ তালিকায় রয়েছে শহীদ কাপুরের 'দেভা', জন আব্রাহামের 'দ্য ডিপ্লোম্যাট', সোনু সুদের 'ফতেহ' এবং কঙ্গনা রানাওয়াতের 'এমার্জেন্সি'। স্যাকানিল্ক অনুযায়ীস, 'দেভা' প্রথম দিনে 5.5 কোটি টাকা আয় করেছে ৷ যেখানে 'দ্য ডিপ্লোম্যাট', 'ফতেহ' এবং 'এমার্জেন্সি' যথাক্রমে 4 কোটি, 2.4 কোটি এবং 2.5 কোটি টাকা আয় করেছে।

ওটিটি-তে কবে আসছে সানির 'জাট' ?
সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, নেটফ্লিক্স সানি দেওলের ছবি 'জাট'-এর পোস্ট-থিয়েট্রিকাল ডিজিটাল স্ট্রিমিং স্বত্ব কিনে নিয়েছে। অর্থাৎ, ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তির পর নেটফ্লিক্সে OTT-তে প্রিমিয়ার হবে। তবে, OTT-তে কবে মুক্তি পাবে সেই তারিখ এখনও ঘোষণা করা হয়নি।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.