হায়দরাবাদ, 20 জানুয়ারি: সাফল্য ও আত্ম অহংকারে ডুবে গিয়েছিলেন ৷ 'রঙ্গীলা' ও 'সত্য'র মতো ছবির সাফল্যে অন্ধ হয়ে গিয়েছিলেন ৷ আত্মসমালোচনা পরিচালক রামগোপাল বর্মার ৷ 17 জানুয়ারি প্রেক্ষাগৃহে 27 বছর পর ফের মুক্তি পেয়েছে রাম গোপালের 'সত্য'৷
আইকনিক ক্রাইম ড্রামা ছবিতে ভিকুর চরিত্রে মনোজ বাজপেয়ী ও সত্যর চরিত্রে জেডি চক্রবর্তীর অভিনয় আজও সিনেপ্রেমীদের মুখে মুখে ফেরে ৷ সেই ছবি প্রেক্ষাগৃহে বসে দেখার পর আত্মসমালোচনায় ডোবেন পরিচালক ৷ সোশাল মিডিয়ায় দীর্ঘ পোস্টে লেখেন, কীভাবে সিনে জগতে তিনি নিজের ক্ষতি করেছেন ৷ অহংকারে অন্ধ হয়ে গিয়েছিলেন ৷ সেই আত্মগ্লানি আজ দংশন করছে পরিচালককে ৷
A SATYA CONFESSION TO MYSELF
— Ram Gopal Varma (@RGVzoomin) January 20, 2025
—— Ram Gopal Varma
By the time SATYA was rolling to an end , while watching it 2 days back for 1st time after 27 yrs, I started choking with tears rolling down my cheeks and I dint care if anyone would see
The tears were not…
এক্সহ্যান্ডেলে পরিচালক লেখেন, "27 বছর পর প্রথমবার সত্য দেখলাম ৷ চোখের জল বাধ মানছিল না ৷ যন্ত্রণায় গলার স্বর বন্ধ হয়ে আসছিল ৷ কিন্তু আমি পরোয়া করছিলাম না যে কেউ সেটা দেখে ফেলবে ভেবে ৷ এই চোখের জল শুধুমাত্র সিনেমার জন্য ছিল না ৷ তার থেকেও বেশি কিছু ছিল ৷"
রাম লেখেন, "একটা সিনেমা তৈরি করা মানে সন্তানের জন্ম দেওয়া ৷ আমি জানি এই ছবিটার জার্নি ৷ আমি মনোনিবেশ করেছি সবসময় লোকে কী বলবে তার ওপর ৷ আমার নিজেকে দোষী মনে হচ্ছে ৷ আমি সেই জন্য কাঁদছি যাঁদের সঙ্গে আমি বিশ্বাসঘাতকতা করেছি ৷ যাঁরা সত্য ছবির শুটিংয়ের সময় আমার ওপর ভরসা রেখেছিলেন ৷ তাঁদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছি ৷"
এরপর স্বীকারোক্তিতে রাম গোপাল লেখেন, "আমি নেশাগ্রস্ত হয়ে গিয়েছিলাম ৷ অ্যালকোহলে নয়, সাফল্য ও আত্মঅহংকারে ৷ রঙ্গীলা ও সত্যর সফলতার আলো আমার চোখ বন্ধ করে দিয়েছিল ৷ আর যে কারণে আমি মিনিংলেস কিছু সিনেমা বানানোর পিছনে দৌড়াচ্ছিলাম ৷ কেয়ারলেস এই প্রসেসে আমি সহজ সত্যটা ভুলে গিয়েছিলাম ৷ টেকনিক তোমার কনটেন্টে নতুন কিছু দিতে পারে কিন্তু সেটা সফলতার দিকে বহন করতে পারে না ৷" |
এরপর পরিচালক জানান, আসলে এই ছবির পুনরায় মুক্তি যেন তাঁর কাছে ওয়েকআপ কলের মতো ৷ যে আত্মবিলাসে ডুবে ছিল ৷ পরিচালক শেষে শপথ নিয়ে বলেন, "এখন আমি শপথ নিলাম যে আমার জীবনের যতটুকু অবশিষ্ট আছে, আমি তা আন্তরিকভাবে ব্যয় করতে চাই এবং সত্যর মতো যোগ্য কিছু কিছু সিনেমা তৈরি করতে চাই ৷"