হায়দরাবাদ, 25 এপ্রিল: জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওতে জঙ্গি হামলা নাড়িয়ে দিয়েছে দেশকে ৷ সেই আবহেই পর্দায় মুক্তি পেয়েছে কাশ্মীরে জওয়ানদের বীরত্বের লড়াই 'গ্রাউন্ড জিরো' ছবি ৷ 2001 সালে সালে সন্ত্রাসবাদী হামলা হয়েছিল সংসদ ভবনে ৷ সেই ঘটনা এবার রূপোলি পর্দায় ৷ মুখ্য চরিত্রে ইমরান হাশমি ৷ 25 এপ্রিল অনেক দর্শকই ফার্স্ট ডে ফার্স্ট শো দেখেছেন ৷ সোশাল মিডিয়ায় শেয়ার করেছেন মতামতও ৷ কী বলছেন তাঁরা, দেখে নেব এক্স রিভিউ ৷
এক্স হ্যান্ডেলে নেটিজেনদের রিভিউ
সিনেমার প্রচার যতই জোরদার হোক না কেন, তার ফলাফল নির্ভর করে শক্তিশালী চিত্রনাট্য ও অভিনয়ের ওপরেই ৷ তাই সিনেমায় তারকার সংখ্যা এক বা একাধিক যাই থাকুক না কেন গল্প কথা বলে ৷ যেমনটা ঘটেছে গ্রাউন্ড জিরো ছবির ক্ষেত্রেও ৷ পহেলগাঁও হামলার পর ছবি ঘিরে উত্তেজনা এই মুহূর্তে কম ৷ তবে বিশেষজ্ঞদের মতে, বক্সঅফিসে অবশ্যই সফল হবে ইমরানের এই ছবি ৷ ভারত-পাকিস্তান চিন্তার মধ্যেও দর্শকরা এই ছবি দেখতে হলমুখী হয়েছেন প্রথম দিন ৷
Just watched Ground Zero. So happy to note that nearly 80 percent of the movie was shot in Kashmir. The film details the spectacular story of BSF DIG NND Dubey and the killing of Ghazi Baba. A realistic movie with minimal Bollywood melodrama. Congratulations @IamArhanBagati pic.twitter.com/xDyXlTe5BE
— Snehesh Alex Philip (@sneheshphilip) April 19, 2025
সিদ্ধার্থ কানন এক্স হ্যান্ডেলে ছবি দেখার পর লিখেছেন, "কাশ্মীরের বাস্তবতা ফুটে উঠেছে এই ছবিতে ৷ সত্যের গভীরে নিয়ে যাবে এই ছবি ৷ 50 বছরের ইতিহাসে একজন বিএসএফ জওয়ানের মিশন কীভাবে সফল হয়েছিল, তার সাক্ষী থাকবেন দর্শকরা ৷ আমার মনে হয় প্রত্যেক ভারতীয়র এই সিনেমা দেখা উচিত ৷"
Just watched, #GroundZero and must say it is the most relevant reality of Kashmir! It's absolutely raw and deeply rooted in truth! This film showcases a true story of BSF's finest operations carried out in past 50 years! I think every Indian needs to watch this!@emraanhashmi… pic.twitter.com/ZifIKyh1VX
— Siddharth R Kannan (@sidkannan) April 25, 2025
আর এক নেটিজেন লেখেন, "জাস্ট গ্রাউন্ড জিরো দেখলাম ৷ কাশ্মীরের আসল সত্য এই ছবির ইউএসপি ৷ প্রত্যেক ভারতীয়কে এই সিনেমা নাড়িয়ে দেবে ৷" আবার কেউ লিখেছেন, "দিল্লিতে স্পেশাল স্ক্রিনিংয়ে দেখলাম গ্রাউন্ড জিরো ৷ ছবিটি সহ-প্রযোজনা করেছেন অভিষেক কুমার ৷ দেশপ্রেমের অন্যতম উদাহরণ এই সিনেমা ৷ কৃতি চক্র জয়ী এন এনডি দুবের জীবনী তুলে ধরা হয়েছে এখানে ৷ সকলের অবশ্যই দেখা উচিত ৷"
Totally loved #GroundZero great work by Director Tejas and team! @emraanhashmi Kashmir is India and the movie is to remind each one of us so much about our beautiful land…. Great work. Jai Hind. pic.twitter.com/cMkXuqfZRz
— Dr Deepali Bhardwaj (डॉक्टर दीपाली भारद्वाज ) 🇮🇳 (@dermatdoc) April 19, 2025
আর এক নেটিজেন সিনেমার দেখার পর লিখেছেন, "পরিচালক তেজাস ও তাঁর টিম খুব ভালো কাজ করেছে ৷ কাশ্মীর ভারতেরই অংশ ৷ তা আরও একবার সকলকে মনে করিয়ে দিয়েছে এই সিনেমা ৷ দারুণ কাজ ৷ জয় হিন্দ ৷" কারোর মতে, "গ্রাউন্ড জিরো সকলের দেখা উচিত ৷ ইট'স অল অ্যাবাউট রিয়েলিটি ৷" সিনেমা দেখে কারোর অভিমত, "সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের আর এক প্রতিচ্ছবি গ্রাউন্ড জিরো ৷ ইমরান হাশমির জওয়ানের চরিত্রে অসাধারণ ৷ স্টোরিলাইন অসাধারণ ৷ ছবি দেখতে দেখতে রক্ত গরম হয়ে যাবে ৷"
I wholeheartedly recommend Ground Zero to everyone. It’s a cinematic spectacle, it’s about reality. An honest portrayal of Kashmir as it is. This film matters, and it deserves to be seen.
— लाडो ❤️ (@BaissaRathore1) April 24, 2025
সিনেমার প্রেক্ষাপট
ইমরান হাশমিকে দেখা গিয়েছে বিএসএফ জওয়ানের চরিত্রে গ্রাউন্ড জিরো ছবিতে ৷ সিরিয়াল কিসার খেতাব মুছে অন্য ইমরানকে দর্শকরা আবিষ্কার করতে পারবেন এই সিনেমায় ৷ নরেন্দ্র নাথ দুবের জীবনী অবলম্বনে তৈরি ছবির প্রেক্ষাপট ৷ 2011 সালে ভারতে সংসদ ভবন হামলার ঘটনায় যে মাস্টারমাইন্ড ছিল, সেই গাজি বাবাকে কীভাবে খতম করেছিল জওয়ানরা তাই জানা যাবে এই ছবিতে ৷ গাজি বাবা জইশ-ই-মহম্মদ জঙ্গি গোষ্ঠীর অন্যতম মাথা ৷ সেই মাথাকেই কেটে ফেলেন বিএসএফ জওয়ান নরেন্দ্র নাথ দুবে যে চরিত্রে কামাল দেখিয়েছেন ইমরান হাশমি ৷