ETV Bharat / entertainment

'বেশ করেছি !' ওজন কমাতে ওষুধের ব্যবহার গ্র্যামিজয়ী মেগানের, সমালোচকদের দিলেন কড়া জবাব - MEGHAN TRAINOR ON WEIGHT LOSS DRUGS

গ্র্যামি বিজয়ী মেগান ট্রেনর ও তাঁর স্বামী ড্যারিল দুজনেই জানান, এই সিদ্ধান্তের জন্য কোনও অনুশোচনা নেই ৷

Meghan Trainor opens up about weight loss with Mounjaro
ওজন কমাতে ওষুধের ব্যবহার গ্র্যামিজয়ী মেগানের (আইএএনএস)
author img

By ETV Bharat Entertainment Team

Published : April 12, 2025 at 1:43 PM IST

3 Min Read

লস অ্যাঞ্জেলস, 12 এপ্রিল: কয়েকদিন আগেই কপিল শর্মার শারীরিক পরিবর্তন দেখে চমকে গিয়েছিল নেটপাড়া ৷ ভারী চেহারা থেকে স্লিম হতেই কপিলের দিকে ধেয়ে আসে প্রশ্ন ৷ এক্সারসাইজ নাকি মেডিসিন কী ব্যবহার করেছেন তিনি প্রশ্ন ওঠে নেটপাড়ায় ৷ তবে এবার খোলাখুলি ওষুধ খেয়ে ওজন কমানোর কথা জনসমক্ষে আনলেন গ্রামি জয়ী তারকা মেগান ট্রেনর ও তাঁর স্বামী ড্যারিল ৷

'অল অ্যাবাউট দ্যাট বাস' হিটমেকার জানিয়েছেন এই সিদ্ধান্তের জন্য কোনও অনুশোচনাও হচ্ছে না তারঁ ৷ গ্ল্যামার ওয়ার্ল্ডে খুঁত থাকার জায়গা নেই ৷ শরীর-সৌন্দর্যে একটু কমতি ধরা পড়লেই চিন্তিত হয়ে পড়েন তারকারা ৷ আর জিরো ফিগার ধরে রাখা আরও বড় চ্যালেঞ্জ ৷ ফিট থাকতে তাই কঠোর অনুসাশন ও যোগব্যায়াম মাস্ট ৷ কিন্তু কঠিন সেই পথে যেতে নারাজ মেগান ট্রেনর ৷

2018 সাল থেকে ড্যারিলের সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হন ট্রেনর ৷ সম্প্রতি 'ওয়ার্কিং অন ইট' পডকাস্টে তিনি বলেন, "আমরা বন্ধুদের কাছে প্রতিনিয়ত শুনেছি, চিকিৎসকদের কাছেও মুঞ্জারো এবং ওজেম্পিক ওষুধ সম্পর্কে শুনেছি। এরপরেই তা ব্য়বহারের সিদ্ধান্ত নিই ৷" তিনি জানান, অন্যান্য ওজন কমানোর ওষুধের তুলনায় এর পার্শ্বপ্রতিক্রিয়া কম ৷ তারপরেই গায়িকা ও তাঁর স্বামী ড্যারিল এই মেডিসিন নেওয়া শুরু করেন ৷ সেই পডকাস্টে ডিয়ার ফিউচার হাজব্যান্ড তারকা জানান, "ড্যারিল এবং আমি দুজনেই একসঙ্গে সবকিছু করা পছন্দ করি।"

তা সত্ত্বেও, গায়িকা জোর দিয়ে বলেন যে এটি একটি সহজ সমাধান নয় ৷ তিনি ব্যাখ্যা করেন যে ওজন কমানোর জন্য তাকে এখনও জিমে কঠোর পরিশ্রম করতে হবে। তিনি বলেন, "আমরা এত বছর ধরে এত পরিশ্রম করে শরীরকে যেভাবে ধরে রেখেছি সেটা নষ্ট করতে পারব না ৷ আমরা জিমে যাই, আমরা ব্যায়াম করি, আমরা ঠিকমতো খাই, ওজন ঠিক রাখার জন্য ৷" মার্চ মাসে বিলবোর্ড উইমেন ইন মিউজিক ইভেন্টে মেগান ট্রেনরের পারফেক্ট বডি নজর কাড়ে সকলের ৷ তবে এটাই প্রথমবার নয়, এর আগেও নিজের ওজন কমানো নিয়ে কথা বলেছেন গায়িকা-অভিনেত্রী ৷

নিজের ইন্সটাগ্রামে মেগান লেখেন, "মিউজিকে বিলবোর্ডে নিজের নাম আসায় আমি কৃতজ্ঞ ৷ কিন্তু একটা বিষয় খারাপ লেগেছে ৷ আমার গানের বদলে সকলে আমার শরীর নিয়ে কথা বলেছেন ৷ আমাদের এতদিন পরিশ্রম যা আজ আমাকে এখানে নিয়ে এসেছে, তা নিয়ে কেউ কথা বললেন না ৷ সঙ্গীত শিল্পে একজন মহিলা হওয়ার অনুভূতি এমনই ৷

তিনি আরও লেখেন, "আমি এখন আর 10 বছর আগের মতো দেখতে নই। আমি আমার বাচ্চাদের জন্য এবং আমার জন্য সবচেয়ে সুস্থ, শক্তিশালী হয়ে ওঠার চেষ্টা করছি। আমি একজন ডায়েটিশিয়ানদের সঙ্গে কাজ করে জীবনযাত্রায় পরিবর্তন এনেছি ৷ একজন প্রশিক্ষকের সঙ্গে ব্যায়াম শুরু করেছি ৷ দ্বিতীয় গর্ভাবস্থার পর আমি বিজ্ঞানের সাহায্য নিয়েছি ৷ মৌঞ্জারো ব্যবহার করেছি। আমি তা করেছি কারণ আমি দুর্দান্ত অনুভব করছি।"

লস অ্যাঞ্জেলস, 12 এপ্রিল: কয়েকদিন আগেই কপিল শর্মার শারীরিক পরিবর্তন দেখে চমকে গিয়েছিল নেটপাড়া ৷ ভারী চেহারা থেকে স্লিম হতেই কপিলের দিকে ধেয়ে আসে প্রশ্ন ৷ এক্সারসাইজ নাকি মেডিসিন কী ব্যবহার করেছেন তিনি প্রশ্ন ওঠে নেটপাড়ায় ৷ তবে এবার খোলাখুলি ওষুধ খেয়ে ওজন কমানোর কথা জনসমক্ষে আনলেন গ্রামি জয়ী তারকা মেগান ট্রেনর ও তাঁর স্বামী ড্যারিল ৷

'অল অ্যাবাউট দ্যাট বাস' হিটমেকার জানিয়েছেন এই সিদ্ধান্তের জন্য কোনও অনুশোচনাও হচ্ছে না তারঁ ৷ গ্ল্যামার ওয়ার্ল্ডে খুঁত থাকার জায়গা নেই ৷ শরীর-সৌন্দর্যে একটু কমতি ধরা পড়লেই চিন্তিত হয়ে পড়েন তারকারা ৷ আর জিরো ফিগার ধরে রাখা আরও বড় চ্যালেঞ্জ ৷ ফিট থাকতে তাই কঠোর অনুসাশন ও যোগব্যায়াম মাস্ট ৷ কিন্তু কঠিন সেই পথে যেতে নারাজ মেগান ট্রেনর ৷

2018 সাল থেকে ড্যারিলের সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হন ট্রেনর ৷ সম্প্রতি 'ওয়ার্কিং অন ইট' পডকাস্টে তিনি বলেন, "আমরা বন্ধুদের কাছে প্রতিনিয়ত শুনেছি, চিকিৎসকদের কাছেও মুঞ্জারো এবং ওজেম্পিক ওষুধ সম্পর্কে শুনেছি। এরপরেই তা ব্য়বহারের সিদ্ধান্ত নিই ৷" তিনি জানান, অন্যান্য ওজন কমানোর ওষুধের তুলনায় এর পার্শ্বপ্রতিক্রিয়া কম ৷ তারপরেই গায়িকা ও তাঁর স্বামী ড্যারিল এই মেডিসিন নেওয়া শুরু করেন ৷ সেই পডকাস্টে ডিয়ার ফিউচার হাজব্যান্ড তারকা জানান, "ড্যারিল এবং আমি দুজনেই একসঙ্গে সবকিছু করা পছন্দ করি।"

তা সত্ত্বেও, গায়িকা জোর দিয়ে বলেন যে এটি একটি সহজ সমাধান নয় ৷ তিনি ব্যাখ্যা করেন যে ওজন কমানোর জন্য তাকে এখনও জিমে কঠোর পরিশ্রম করতে হবে। তিনি বলেন, "আমরা এত বছর ধরে এত পরিশ্রম করে শরীরকে যেভাবে ধরে রেখেছি সেটা নষ্ট করতে পারব না ৷ আমরা জিমে যাই, আমরা ব্যায়াম করি, আমরা ঠিকমতো খাই, ওজন ঠিক রাখার জন্য ৷" মার্চ মাসে বিলবোর্ড উইমেন ইন মিউজিক ইভেন্টে মেগান ট্রেনরের পারফেক্ট বডি নজর কাড়ে সকলের ৷ তবে এটাই প্রথমবার নয়, এর আগেও নিজের ওজন কমানো নিয়ে কথা বলেছেন গায়িকা-অভিনেত্রী ৷

নিজের ইন্সটাগ্রামে মেগান লেখেন, "মিউজিকে বিলবোর্ডে নিজের নাম আসায় আমি কৃতজ্ঞ ৷ কিন্তু একটা বিষয় খারাপ লেগেছে ৷ আমার গানের বদলে সকলে আমার শরীর নিয়ে কথা বলেছেন ৷ আমাদের এতদিন পরিশ্রম যা আজ আমাকে এখানে নিয়ে এসেছে, তা নিয়ে কেউ কথা বললেন না ৷ সঙ্গীত শিল্পে একজন মহিলা হওয়ার অনুভূতি এমনই ৷

তিনি আরও লেখেন, "আমি এখন আর 10 বছর আগের মতো দেখতে নই। আমি আমার বাচ্চাদের জন্য এবং আমার জন্য সবচেয়ে সুস্থ, শক্তিশালী হয়ে ওঠার চেষ্টা করছি। আমি একজন ডায়েটিশিয়ানদের সঙ্গে কাজ করে জীবনযাত্রায় পরিবর্তন এনেছি ৷ একজন প্রশিক্ষকের সঙ্গে ব্যায়াম শুরু করেছি ৷ দ্বিতীয় গর্ভাবস্থার পর আমি বিজ্ঞানের সাহায্য নিয়েছি ৷ মৌঞ্জারো ব্যবহার করেছি। আমি তা করেছি কারণ আমি দুর্দান্ত অনুভব করছি।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.