ETV Bharat / entertainment

আরব সাগরের তীরে তারকাদের সাড়ম্বরে উদযাপন গণেশ চতুর্থী, দেখুন ভিডিয়ো - Ganesh Chaturthi 2024

Ganesh Utsav 2024: গণেশ চতুর্থী উপলক্ষে সেজে উঠেছে মুম্বই ৷ ধুমধাম করে বাপ্পাকে ঘরে নিয়ে গেলেন টেলিভিশন তারকা অঙ্কিতা লোখান্ডে থেকে শুরু করে ভারতী সিং, টিনা দত্ত-সহ আরও অনেকে ৷ পাশাপাশি, সোশাল মিডিয়ায় অনুরাগীদের বিশেষ দিনের শুভেচ্ছা জানিয়েছেন একাধিক বলি তারকা ৷

author img

By ETV Bharat Entertainment Team

Published : Sep 7, 2024, 3:38 PM IST

Ganesh Utsav 2024
তারকাদের গণেশ চতুর্থী উদযাপন (সোশাল মিডিয়া)

মুম্বই, 7 সেপ্টেম্বর: আজ গোটা দেশ গণপতি বাপ্পাকে মহা আড়ম্বর সহকারে স্বাগত জানাচ্ছে ৷ পিছিয়ে নেই বিটাউনের সেলেবরাও ৷ টিনা দত্ত, ভারতী সিং, অঙ্কিতা লোখান্ড-সহ একাধিক তারকা গণপতি বাপ্পাকে উল্লাসের সঙ্গে নিয়ে আসছেন বাড়িতে ৷ পাশাপাশি অনেক তারকা আবার সোশাল মিডিয়া অনুরাগীদের গণেশ চতুর্থীর শুভেচ্ছাও জানিয়েছেন ৷ অক্ষয় কুমার, সামান্থা রুথ প্রভু, আল্লু অর্জুনের মতো তারকারা সোশাল মিডিয়ায় গণেশ চতুর্থীর শুভেচ্ছা জানিয়েছেন।

মুম্বইয়ে গণেশ চতুর্থী উদযাপন (এএনআই)

শুক্রবার রাতেই অঙ্কিতা লোখান্ডে তাঁর পরিবারকে সঙ্গে নিয়ে বাপ্পাকে আনতে যান ৷ সেখানে পছন্দের গজাননকে সঙ্গে নিয়ে তিনি বাড়িতে আসেন ৷ নীল রঙের ফুল দিয়ে সাজানো হয় গণপতির আসন ৷ সেই ছবি সোশাল মিডিয়ায় শেয়ার করেছেন অঙ্কিতা ৷

প্রতিবছর শিল্পা শেঠ্ঠীও সাড়ম্বরে গণেশ পুজো করে থাকেন ৷ এদিনও তিনি মেয়ে ও স্বামী রাজ কুন্দ্রার সঙ্গে ভিডিয়ো শেয়ার করেছেন ৷

গণেশ মূর্তির সামনে করজোড়ে প্রণাম করতে দেখা যায় সারা আলি খানকে ৷ এদিন অরেঞ্জ রঙের আনারকলি পোশাকে দেখা যায় সিম্বা অভিনেত্রীকে ৷

গণেশ পুজোর ছবি শেয়ার করেছেন অভিনেত্রী সোনালী বিন্দ্রেও ৷ সিংহাসনে ছোট্ট গণেশ মূর্তির সামনে সাদা রঙের শাড়িতে অপরূপা সোনালী ৷

মা নীতু সিংকে সঙ্গে নিয়ে গণপতি আনলেন অভিনেতা রণবীর কাপুর ৷

গণপতির পুজো করেন অন্যন্যা পাণ্ডেও ৷ সোশাল মিডিয়ায় গজাননের সঙ্গে ফ্যামিলি ফোটো ৷

এছাড়াও সোশাল মিডিয়ায় গণপতির ছবি শেয়ার করে অনুরাগীদের গণেশ চতুর্থীর শুভেচ্ছা জানিয়েছেন অক্ষয় কুমার, সামান্থা রুথ প্রভু, আল্লু অর্জুন, অনিল কাপুর, তামান্না ভাটিয়া, সানি দেওল, ইষা গুপ্তা-সহ আরও অনেকে ৷

Ganesh Utsav 2024
তারকার পোস্ট (সোশাল মিডিয়া)
Ganesh Utsav 2024
আল্লু অর্জুনের পোস্ট (সোশাল মিডিয়া)
Ganesh Utsav 2024
সামান্থা রুথ প্রভুর পোস্ট (সোশাল মিডিয়া)
Ganesh Utsav 2024
অক্ষয় কুমারের পোস্ট (সোশাল মিডিয়া)
Ganesh Utsav 2024
সানি দেওলের পোস্ট (সোশাল মিডিয়া)
Ganesh Utsav 2024
তামান্না ভাটিয়ার পোস্ট (সোশাল মিডিয়া)

মুম্বই, 7 সেপ্টেম্বর: আজ গোটা দেশ গণপতি বাপ্পাকে মহা আড়ম্বর সহকারে স্বাগত জানাচ্ছে ৷ পিছিয়ে নেই বিটাউনের সেলেবরাও ৷ টিনা দত্ত, ভারতী সিং, অঙ্কিতা লোখান্ড-সহ একাধিক তারকা গণপতি বাপ্পাকে উল্লাসের সঙ্গে নিয়ে আসছেন বাড়িতে ৷ পাশাপাশি অনেক তারকা আবার সোশাল মিডিয়া অনুরাগীদের গণেশ চতুর্থীর শুভেচ্ছাও জানিয়েছেন ৷ অক্ষয় কুমার, সামান্থা রুথ প্রভু, আল্লু অর্জুনের মতো তারকারা সোশাল মিডিয়ায় গণেশ চতুর্থীর শুভেচ্ছা জানিয়েছেন।

মুম্বইয়ে গণেশ চতুর্থী উদযাপন (এএনআই)

শুক্রবার রাতেই অঙ্কিতা লোখান্ডে তাঁর পরিবারকে সঙ্গে নিয়ে বাপ্পাকে আনতে যান ৷ সেখানে পছন্দের গজাননকে সঙ্গে নিয়ে তিনি বাড়িতে আসেন ৷ নীল রঙের ফুল দিয়ে সাজানো হয় গণপতির আসন ৷ সেই ছবি সোশাল মিডিয়ায় শেয়ার করেছেন অঙ্কিতা ৷

প্রতিবছর শিল্পা শেঠ্ঠীও সাড়ম্বরে গণেশ পুজো করে থাকেন ৷ এদিনও তিনি মেয়ে ও স্বামী রাজ কুন্দ্রার সঙ্গে ভিডিয়ো শেয়ার করেছেন ৷

গণেশ মূর্তির সামনে করজোড়ে প্রণাম করতে দেখা যায় সারা আলি খানকে ৷ এদিন অরেঞ্জ রঙের আনারকলি পোশাকে দেখা যায় সিম্বা অভিনেত্রীকে ৷

গণেশ পুজোর ছবি শেয়ার করেছেন অভিনেত্রী সোনালী বিন্দ্রেও ৷ সিংহাসনে ছোট্ট গণেশ মূর্তির সামনে সাদা রঙের শাড়িতে অপরূপা সোনালী ৷

মা নীতু সিংকে সঙ্গে নিয়ে গণপতি আনলেন অভিনেতা রণবীর কাপুর ৷

গণপতির পুজো করেন অন্যন্যা পাণ্ডেও ৷ সোশাল মিডিয়ায় গজাননের সঙ্গে ফ্যামিলি ফোটো ৷

এছাড়াও সোশাল মিডিয়ায় গণপতির ছবি শেয়ার করে অনুরাগীদের গণেশ চতুর্থীর শুভেচ্ছা জানিয়েছেন অক্ষয় কুমার, সামান্থা রুথ প্রভু, আল্লু অর্জুন, অনিল কাপুর, তামান্না ভাটিয়া, সানি দেওল, ইষা গুপ্তা-সহ আরও অনেকে ৷

Ganesh Utsav 2024
তারকার পোস্ট (সোশাল মিডিয়া)
Ganesh Utsav 2024
আল্লু অর্জুনের পোস্ট (সোশাল মিডিয়া)
Ganesh Utsav 2024
সামান্থা রুথ প্রভুর পোস্ট (সোশাল মিডিয়া)
Ganesh Utsav 2024
অক্ষয় কুমারের পোস্ট (সোশাল মিডিয়া)
Ganesh Utsav 2024
সানি দেওলের পোস্ট (সোশাল মিডিয়া)
Ganesh Utsav 2024
তামান্না ভাটিয়ার পোস্ট (সোশাল মিডিয়া)
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.