ETV Bharat / entertainment

অভিষেক বচ্চন থেকে নিক জোনাস, স্ত্রীর থেকে বয়সে ছোট এই তারকারা - CELEBS WHO MARRIED TO OLDER WOMAN

এই তালিকায় রয়েছেন ভিকি কৌশল, কুণাল খেমুর মতো অভিনেতারাও ৷

Etv Bharat
স্ত্রীর থেকে বয়সে ছোট এই তারকারা (আইএএনএস)
author img

By ETV Bharat Entertainment Team

Published : June 7, 2025 at 2:52 PM IST

3 Min Read

হায়দরাবাদ, 7 জুন: প্রেমের কোনও বয়স হয় না ৷ আর তাই তো মুধুর সম্পর্ক কখন কোথায় কীভাবে বাঁধন তৈরি করে তা কেউ জানে না ৷ ঠিক যেমন 9 বছরের বড় দীর্ঘদিনের বান্ধবী জাইনাব রাভজির সঙ্গে সাত পাকে বাঁধা পড়়েছেন দক্ষিণী তারকা নাগার্জুনের আরেক ছেলে অখিল আক্কাইনি ৷

বলিউডে এমন প্রেম কাহিনী নতুন নয় ৷ ঐশ্বর্য রাই বচ্চন থেকে প্রিয়াঙ্কা চোপড়া, তালিকাটা ছোট নয় যেখানে স্বামীর থেকে স্ত্রীর বয়সের পার্থক্য ধরা পড়েছে অনেকটাই ৷ অনেকে বলেন, স্ত্রী বয়সে বড় হলে এক সময় প্রেমের মোহ কেটে যায় ৷ কিন্তু সবার ক্ষেত্রে কি সেই কথা খাটে ? অভিষেক বচ্চন বা ক্রিকেট তারকা শচীন তেন্ডুলকর সেই মিথ খন্ডন করেছেন ৷ চলুন এক নজরে দেখে নেওয়া যাক, বলিউডের কোন কোন তারকা স্বামী স্ত্রীর বয়সের তুলনায় ছোট ৷

ঐশ্বর্য রাই বচ্চন- অভিষেক বচ্চন

প্রাক্তন বিশ্বসুন্দরী ঐশ্বর্য (Aishwarya Rai) তিন বছরের বড় জুনিয়র বচ্চনের থেকে ৷ অনেকে এই বিয়ে নিয়ে সেই সময় বলেছিল, সম্পর্ক টিকবে না ৷ 2007 সালে ধুমধাম করে বিয়ে হয় অভিষেক (Abhishek Bachchan)-ঐশ্বর্যর ৷ দেখতে দেখতে 18 বছর স্বামী-স্ত্রী হিসাবে একসঙ্গে পথ চলা সম্পন্ন করেছেন অভি-অ্যাশ ৷

প্রিয়াঙ্কা চোপড়া-নিক জোনাস

নিক জোনাস (Nick Jonas), হলিউডে অন্যতম ফেমাস গায়ক-অভিনেতা ৷ তিনি বলিউডের দেশী গার্ল প্রিয়াঙ্কা চোপড়ার (Priyanka Chopra) প্রেমে পড়েন ৷ পিগি চপস নিকের থেকে 10 বছরের বড় ৷ 2018 সালে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন এই তারকা জুটি ৷

ক্যাটরিনা কাইফ-ভিকি কৌশল

দুজনকে দেখলে মনে হবে দুই মেরুর ৷ কিন্তু কথাতেই আছে অপোজিট অ্যাট্রাকশন ৷ আর তাই হয়তো পাঞ্জাবী ছেলে ভিকি কৌশল প্রেমে পড়েন খ্রিস্টান মেয়ে ক্যাটরিনার ৷ ক্যাটরিনা ভিকির থেকে 5 বছরের বড় ৷

আদিত্য পাঞ্চলি-জারিনা ওয়াহাব

সূরজ পাঞ্চোলির বাবা-মা আদিত্য-জারিনা ৷ আদিত্য ও জারিনার মধ্যে 6 বছর বয়সের পার্থক্য রয়েছে ৷ অর্থাৎ জারিনা আদিত্যর থেকে ছয় বছরের বড় ৷ তাঁরা বিয়ের বন্ধনে আবদ্ধ হন 1986 সালে ৷ 39 বছরের দাম্পত্য জীবন দিব্ব চলছে ৷

সইফ আলি খান-অমৃতা সিং

বলিউডে জনপ্রিয়তার শিখরে ছিলেন অভিনেত্রী অমৃতা সিং (Amrita Singh) ৷ সিনে জগতে ব্যাপক নামডাক ৷ তাঁর রূপের আগুনে কতজন যে হাত পুড়িয়েছেন তার ইয়ত্তা নেই ৷ সেই সময় স্ট্রাগল করছেন পতৌদি পরিবারের ছোটে নবাব সইফ আলি খান (Saif Ali Khan) ৷ প্রথম দেখাতেই 12 বছরের বয়সে বড় অমৃতার প্রেমে পড়েন সইফ ৷ অমৃতা-সইফের বয়সের পার্থক্য নিয়ে বাড়ি থেকে আপত্তি তোলেন মা শর্মিলা ঠাকুরও ৷ কিন্তু প্রেমের কাছে কোনও কিছু বাধা হতে পারে ? 1991 সালে বিয়ে করেন অমৃতা ৷ তবে 13 বছর পর 2004 সালে ভাঙে সেই বিয়েও ৷

ফারহান আখতার-অধুনা ভবানি

দ্বিতীয়বার বিয়ে করেছেন ফারহান আখতার ৷ কিন্তু তাঁর প্রথম বিয়ে যাঁর সঙ্গে হয় সেই অধুনা ছিলেন ফারহানের থেকে বয়সে বড় ৷ অধুনা 7 বছরের বড় ছিলেন ফারহানের থেকে ৷ 2000 সালে বিয়ে করেন ফারহান-অধুনা ৷ 17 বছর পর দাম্পত্য জীবন থেকে বেরিয়ে আসেন তাঁরা ৷ বিচ্ছেদ হয় 2017 সালে ৷

শচীন তেন্ডুলকর- অঞ্জলি

ক্রিকেট তারকা শচীন তাঁর স্ত্রী অঞ্জলির থেকে 6 বছরের ছোট ৷ 1995 সালে শচীন-অঞ্জলি বিয়ের বন্ধনে আবদ্ধ হন ৷ দেখতে দেখতে তাঁদের দাম্পত্য জীবন 30 বছর হতে চলল ৷

এছাড়াও দক্ষিণী তারকা মহেশ বাবু তিন বছরের ছোট স্ত্রী নম্রতা শিরোকদারের থেকে ৷ শিল্পী শেঠ্ঠী, রাজ কুন্দ্রার থেকে তিন মাসের বড় ৷ সোহা আলি খান, স্বামী কুণাল খেমুর থেকে 5 বছরের বড় ৷ অনুষ্কা শর্মাও বিরাট কোহলির থেকে 6 মাসের বড়৷ বিপাশা বসু তিন বছরের বড় করণ গ্রোভারের থেকে ৷

হায়দরাবাদ, 7 জুন: প্রেমের কোনও বয়স হয় না ৷ আর তাই তো মুধুর সম্পর্ক কখন কোথায় কীভাবে বাঁধন তৈরি করে তা কেউ জানে না ৷ ঠিক যেমন 9 বছরের বড় দীর্ঘদিনের বান্ধবী জাইনাব রাভজির সঙ্গে সাত পাকে বাঁধা পড়়েছেন দক্ষিণী তারকা নাগার্জুনের আরেক ছেলে অখিল আক্কাইনি ৷

বলিউডে এমন প্রেম কাহিনী নতুন নয় ৷ ঐশ্বর্য রাই বচ্চন থেকে প্রিয়াঙ্কা চোপড়া, তালিকাটা ছোট নয় যেখানে স্বামীর থেকে স্ত্রীর বয়সের পার্থক্য ধরা পড়েছে অনেকটাই ৷ অনেকে বলেন, স্ত্রী বয়সে বড় হলে এক সময় প্রেমের মোহ কেটে যায় ৷ কিন্তু সবার ক্ষেত্রে কি সেই কথা খাটে ? অভিষেক বচ্চন বা ক্রিকেট তারকা শচীন তেন্ডুলকর সেই মিথ খন্ডন করেছেন ৷ চলুন এক নজরে দেখে নেওয়া যাক, বলিউডের কোন কোন তারকা স্বামী স্ত্রীর বয়সের তুলনায় ছোট ৷

ঐশ্বর্য রাই বচ্চন- অভিষেক বচ্চন

প্রাক্তন বিশ্বসুন্দরী ঐশ্বর্য (Aishwarya Rai) তিন বছরের বড় জুনিয়র বচ্চনের থেকে ৷ অনেকে এই বিয়ে নিয়ে সেই সময় বলেছিল, সম্পর্ক টিকবে না ৷ 2007 সালে ধুমধাম করে বিয়ে হয় অভিষেক (Abhishek Bachchan)-ঐশ্বর্যর ৷ দেখতে দেখতে 18 বছর স্বামী-স্ত্রী হিসাবে একসঙ্গে পথ চলা সম্পন্ন করেছেন অভি-অ্যাশ ৷

প্রিয়াঙ্কা চোপড়া-নিক জোনাস

নিক জোনাস (Nick Jonas), হলিউডে অন্যতম ফেমাস গায়ক-অভিনেতা ৷ তিনি বলিউডের দেশী গার্ল প্রিয়াঙ্কা চোপড়ার (Priyanka Chopra) প্রেমে পড়েন ৷ পিগি চপস নিকের থেকে 10 বছরের বড় ৷ 2018 সালে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন এই তারকা জুটি ৷

ক্যাটরিনা কাইফ-ভিকি কৌশল

দুজনকে দেখলে মনে হবে দুই মেরুর ৷ কিন্তু কথাতেই আছে অপোজিট অ্যাট্রাকশন ৷ আর তাই হয়তো পাঞ্জাবী ছেলে ভিকি কৌশল প্রেমে পড়েন খ্রিস্টান মেয়ে ক্যাটরিনার ৷ ক্যাটরিনা ভিকির থেকে 5 বছরের বড় ৷

আদিত্য পাঞ্চলি-জারিনা ওয়াহাব

সূরজ পাঞ্চোলির বাবা-মা আদিত্য-জারিনা ৷ আদিত্য ও জারিনার মধ্যে 6 বছর বয়সের পার্থক্য রয়েছে ৷ অর্থাৎ জারিনা আদিত্যর থেকে ছয় বছরের বড় ৷ তাঁরা বিয়ের বন্ধনে আবদ্ধ হন 1986 সালে ৷ 39 বছরের দাম্পত্য জীবন দিব্ব চলছে ৷

সইফ আলি খান-অমৃতা সিং

বলিউডে জনপ্রিয়তার শিখরে ছিলেন অভিনেত্রী অমৃতা সিং (Amrita Singh) ৷ সিনে জগতে ব্যাপক নামডাক ৷ তাঁর রূপের আগুনে কতজন যে হাত পুড়িয়েছেন তার ইয়ত্তা নেই ৷ সেই সময় স্ট্রাগল করছেন পতৌদি পরিবারের ছোটে নবাব সইফ আলি খান (Saif Ali Khan) ৷ প্রথম দেখাতেই 12 বছরের বয়সে বড় অমৃতার প্রেমে পড়েন সইফ ৷ অমৃতা-সইফের বয়সের পার্থক্য নিয়ে বাড়ি থেকে আপত্তি তোলেন মা শর্মিলা ঠাকুরও ৷ কিন্তু প্রেমের কাছে কোনও কিছু বাধা হতে পারে ? 1991 সালে বিয়ে করেন অমৃতা ৷ তবে 13 বছর পর 2004 সালে ভাঙে সেই বিয়েও ৷

ফারহান আখতার-অধুনা ভবানি

দ্বিতীয়বার বিয়ে করেছেন ফারহান আখতার ৷ কিন্তু তাঁর প্রথম বিয়ে যাঁর সঙ্গে হয় সেই অধুনা ছিলেন ফারহানের থেকে বয়সে বড় ৷ অধুনা 7 বছরের বড় ছিলেন ফারহানের থেকে ৷ 2000 সালে বিয়ে করেন ফারহান-অধুনা ৷ 17 বছর পর দাম্পত্য জীবন থেকে বেরিয়ে আসেন তাঁরা ৷ বিচ্ছেদ হয় 2017 সালে ৷

শচীন তেন্ডুলকর- অঞ্জলি

ক্রিকেট তারকা শচীন তাঁর স্ত্রী অঞ্জলির থেকে 6 বছরের ছোট ৷ 1995 সালে শচীন-অঞ্জলি বিয়ের বন্ধনে আবদ্ধ হন ৷ দেখতে দেখতে তাঁদের দাম্পত্য জীবন 30 বছর হতে চলল ৷

এছাড়াও দক্ষিণী তারকা মহেশ বাবু তিন বছরের ছোট স্ত্রী নম্রতা শিরোকদারের থেকে ৷ শিল্পী শেঠ্ঠী, রাজ কুন্দ্রার থেকে তিন মাসের বড় ৷ সোহা আলি খান, স্বামী কুণাল খেমুর থেকে 5 বছরের বড় ৷ অনুষ্কা শর্মাও বিরাট কোহলির থেকে 6 মাসের বড়৷ বিপাশা বসু তিন বছরের বড় করণ গ্রোভারের থেকে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.