হায়দরাবাদ, 14 এপ্রিল: বিনোদনকে স্বাগত জানাতে কেটে গেল 38টা বছর ৷ একটা সময় ছিল যখন শ্রীনগরকে ভারতের নন্দবন বলা হত, কিন্তু বিগত দীর্ঘ সময় কাশ্মীর দিল কাটায় সন্ত্রাসবাদীদের আতঙ্কে ৷ পুরনো ক্ষতে এখন আগের থেকে অনেকটাই প্রলেপ পড়েছে ৷ বিনোদন শিল্পে নতুন করে বিনিয়োগ আসছে ৷ সেই সূত্র ধরেই 38 বছর পর প্রথমবার সাদা বরফের আস্তরণে পরতে চলেছে লাল গালিচা ৷ প্রস্তুতি চলছে সিনেমার গ্র্যান্ড প্রিমিয়ারের ৷ নেপথ্যে ইমরান হাশমির ( Emraan Hashmi) 'গ্রাউন্ড জিরো' (Ground Zero) ৷
জানা গিয়েছে, 18 এপ্রিল প্রিমিয়ার হবে ইমরান হাশমি অভিনীত গ্রাউন্ড জিরো ছবির ৷ মূলত, কাশ্মীরের বুকে ঘটে যাওয়া ঘটনার আধার এই ছবি ৷ কাঁটাতারের ধারে বা সীমান্তে দেশের যে সকল বীর জওয়ান ও আর্মি অফিসাররা দেশ রক্ষা করে চলেছেন শত্রুদের থেকে সেই সকল ভারত মায়ের সন্তানদের এই সিনেমা দেখানো হবে ৷ দেশপ্রেমের এক অনবদ্য নজির সৃষ্টি করতে চলেছে গ্রাউন্ড জিরো ৷ এর আগে শ্রীনগরে কখনও কোনও সিনেমার প্রিমিয়ার হয়নি ৷ সেই দিক থেকে দেখলে ইমরানের এই ছবি বড় পদক্ষেপ নিয়েছে ৷ এখনও পর্যন্ত ছবির ট্রেলার দর্শক মন ছুঁয়ে গিয়েছে ৷ সোশাল মিডিয়ায় নেটিজেনদের প্রশংসাও মিলেছে ট্রেলার ঘিরে ৷
কাশ্মীরের পটভূমিতেই ছবির প্রেক্ষাপট ৷ হাশমিকে দেখা যাবে বিএসএফ কমান্ড্যান্ট নরেন্দ্র নাথ ধর দুবের চরিত্রে ৷ গাজী বাবার মৃত্যুদণ্ড কার্যকর করার অভিযানের নেতৃত্বে দিয়েছিলেন তিনি ৷ তার চরিত্রই ফুটিয়ে তোলা হয়েছে ছবিতে ৷ জানা যায়, বিগত 50 বছরে এই মিশনকে বিএসএফের সেরা মিশন আখ্যা দেওয়া হয়েছিল ৷ গ্রাউন্ড জিরো সেই অজানা কথাই তুলে ধরবে দর্শকদের সামনে ৷
জইশ-এ-মহম্মদ (Jaish-e-Mohammed) জঙ্গি গোষ্ঠীর প্রথম সারির কমান্ডার ছিলেন গাজী বাবা (Ghazi Baba) ৷ তিনি হরকত-উল-আনসার (Harkat-ul-Ansar) জঙ্গি গোষ্ঠীর ডেপুটি কমান্ডারও ছিলেন ৷ 2001 সালের 13 ডিসেম্বর ভারতীয় পার্লামেন্টে (Indian Parliament attack) যে হামলা হয়েছিল, গাজী তার মাস্টারমাইন্ড ছিল বলে জানা যায় ৷
হাশমির সঙ্গে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে সাই তামহঙ্কর, জোয়া হুসেন, ললিত প্রভাকর, মুকেশ তিওয়ারি, পুনিত তিওয়ারি, সত্য প্রকাশ এবং হনুন বাওরার মতো তারকাদের ৷ রীতেশ সিধওয়ানি ও ফারহান আখতারের প্রযোজনা সংস্থা এক্সেল এন্টারটেনমেন্ট রয়েছে ছবি বানানোর দায়িত্বে ৷ পরিচালক তেজাস ডেওসকর (Tejas Deuskar) ৷ মারাঠী অভিনেত্রী সাই তামহাংকরকে দেখা যাবে ইমরান হাশমির বিপরীতে ৷ গ্রাউন্ড জিরো প্রেক্ষাগৃহে মুক্তি পাবে 25 এপ্রিল ৷