ETV Bharat / entertainment

সস্ত্রীক দুর্নিবারের উপর চড়াও দুষ্কৃতীরা, কী হয়েছিল লাইভে জানালেন গায়ক - Miscreants attack Durnibar Saha

Miscreants attack Durnibar Saha: দুর্নিবার সাহা ও তাঁর স্ত্রী ঐন্দ্রিলার উপর দুষ্কৃতীরা চড়াও হয়েছে ৷ ফেসবুক লাইভে এমনই অভিযোগ করলেন গায়ক স্বয়ং ৷ ঠিক কী ঘটনার সম্মুখীন হতে হয়েছে তাঁদের, লাইভ ভিডিয়োয় তার বর্ণনা দিয়েছেন সস্ত্রীক গায়ক ৷

author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 18, 2024, 2:12 PM IST

ETV BHARAT
দুর্নিবার ও তাঁর স্ত্রী ঐন্দ্রিলার উপর চড়াও দুষ্কৃতীরা (ছবি: ফেসবুক)

কলকাতা, 18 অগস্ট: সম্প্রতি নিরাপত্তা নিয়ে প্রশ্নের মুখে কল্লোলিনী কলকাতা ৷ সেই প্রশ্নই আরও জোরালো হয়েছে আরজি কর কাণ্ডের পর ৷ সেই অভিযোগ আরও উসকে দিল শনিবারের আরও একটি ঘটনা । যেটা ঘটে গিয়েছে গায়ক দুর্নিবার সাহা এবং তাঁর স্ত্রী ঐন্দ্রিলা সেনের সঙ্গে । ভরদুপুরে তাঁদের দুষ্কৃতীদের হামলার মুখে পড়তে হয়েছে বলে জানালেন সেলেব দম্পতি ৷

শনিবার একটি ফেসবুক লাইভ করেন সস্ত্রীক দুর্নিবার ৷ তাঁদের কথা থেকেই জানা যায়, নির্দিষ্ট সময়ের মধ্যে তাঁদের পৌঁছতে হত একটি পরিচর্যা কেন্দ্রে । মাঝপথে কিছু মানুষ কাজ করছিলেন । তাঁদের সরে যেতে বলার জন্য বারবার হর্ন বাজাতে থাকেন দুর্নিবার । কিন্তু ওই শ্রমিকরা সরে যাওয়ার বদলে দুর্নিবারের দিকে ধেয়ে আসেন বলে অভিযোগ ।

দুর্নিবার বলেন, "ভরদুপুরে রাস্তার মাঝে কাজ করছিলেন ওঁরা । ওখানে কোনও 'স্টপ' চিহ্ন ছিল না যে গাড়ি থামানো হবে । পাঁচ-ছয় বার গাড়ির হর্ন বাজানোর পরেও ওঁরা না-সরলে আমি গাড়ির কাঁচ নামাই এবং রাস্তা থেকে সরে যেতে বলি, যাতে গাড়িটা বেরিয়ে যেতে পারে । কিন্তু তাঁরা তেড়ে এসে এমনকিছু কথা বলতে থাকেন যে, আমি বাধ্য হই গাড়ি থেকে নামতে ।"

এরপরই অভিযুক্তরা তাঁর উপর চড়াও হন বলে অভিযোগ করেছেন দুর্নিবার ৷ তিনি বলেন, তাঁর গলাও নাকি চেপে ধরেছিলেন একজন । দুর্নিবার লাইভেই বলেন, "আপনারা আমার গলায় দাগ দেখতে পাচ্ছেন । ওঁরা গলা চেপে ধরেছিলেন । আমি এখন ঢোঁক গিলতে পারছি না । আমার হাতের দাগও দেখতে পাবেন । নিজেকে বাঁচানোর জন্য হামলাকারীদের একজনের গলা আমিও চেপে ধরি । ওঁরা তখন তিন-চার জন মিলে রাস্তার উলটো দিকে আমাকে টেনে হিঁচড়ে নিয়ে যান ।"

দুর্নিবারের লাইভ থেকেই জানা যায়, সেই সময় গাড়ি থেকে নেমে পড়েন দুর্নিবারের স্ত্রী ঐন্দ্রিলা । তিনি বলেন, "সাহস থাকলে আমার গায়ে হাত দিয়ে দেখা ।" ঐন্দ্রিলার এই সাহসিকতা আর পাশে থাকার মানসিকতাকে সাধুবাদ জানিয়েছেন দুর্নিবার ।

কলকাতা, 18 অগস্ট: সম্প্রতি নিরাপত্তা নিয়ে প্রশ্নের মুখে কল্লোলিনী কলকাতা ৷ সেই প্রশ্নই আরও জোরালো হয়েছে আরজি কর কাণ্ডের পর ৷ সেই অভিযোগ আরও উসকে দিল শনিবারের আরও একটি ঘটনা । যেটা ঘটে গিয়েছে গায়ক দুর্নিবার সাহা এবং তাঁর স্ত্রী ঐন্দ্রিলা সেনের সঙ্গে । ভরদুপুরে তাঁদের দুষ্কৃতীদের হামলার মুখে পড়তে হয়েছে বলে জানালেন সেলেব দম্পতি ৷

শনিবার একটি ফেসবুক লাইভ করেন সস্ত্রীক দুর্নিবার ৷ তাঁদের কথা থেকেই জানা যায়, নির্দিষ্ট সময়ের মধ্যে তাঁদের পৌঁছতে হত একটি পরিচর্যা কেন্দ্রে । মাঝপথে কিছু মানুষ কাজ করছিলেন । তাঁদের সরে যেতে বলার জন্য বারবার হর্ন বাজাতে থাকেন দুর্নিবার । কিন্তু ওই শ্রমিকরা সরে যাওয়ার বদলে দুর্নিবারের দিকে ধেয়ে আসেন বলে অভিযোগ ।

দুর্নিবার বলেন, "ভরদুপুরে রাস্তার মাঝে কাজ করছিলেন ওঁরা । ওখানে কোনও 'স্টপ' চিহ্ন ছিল না যে গাড়ি থামানো হবে । পাঁচ-ছয় বার গাড়ির হর্ন বাজানোর পরেও ওঁরা না-সরলে আমি গাড়ির কাঁচ নামাই এবং রাস্তা থেকে সরে যেতে বলি, যাতে গাড়িটা বেরিয়ে যেতে পারে । কিন্তু তাঁরা তেড়ে এসে এমনকিছু কথা বলতে থাকেন যে, আমি বাধ্য হই গাড়ি থেকে নামতে ।"

এরপরই অভিযুক্তরা তাঁর উপর চড়াও হন বলে অভিযোগ করেছেন দুর্নিবার ৷ তিনি বলেন, তাঁর গলাও নাকি চেপে ধরেছিলেন একজন । দুর্নিবার লাইভেই বলেন, "আপনারা আমার গলায় দাগ দেখতে পাচ্ছেন । ওঁরা গলা চেপে ধরেছিলেন । আমি এখন ঢোঁক গিলতে পারছি না । আমার হাতের দাগও দেখতে পাবেন । নিজেকে বাঁচানোর জন্য হামলাকারীদের একজনের গলা আমিও চেপে ধরি । ওঁরা তখন তিন-চার জন মিলে রাস্তার উলটো দিকে আমাকে টেনে হিঁচড়ে নিয়ে যান ।"

দুর্নিবারের লাইভ থেকেই জানা যায়, সেই সময় গাড়ি থেকে নেমে পড়েন দুর্নিবারের স্ত্রী ঐন্দ্রিলা । তিনি বলেন, "সাহস থাকলে আমার গায়ে হাত দিয়ে দেখা ।" ঐন্দ্রিলার এই সাহসিকতা আর পাশে থাকার মানসিকতাকে সাধুবাদ জানিয়েছেন দুর্নিবার ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.