ETV Bharat / entertainment

দিশা মৃত্যু মামলায় আরও বিপাকে আদিত্য ঠাকরে-ডিনো মোরিয়া ! জয়েন্ট কমিশনারের দ্বারস্থ পরিবার - DISHA SALIAN DEATH CASE

দিশা সালিয়ান মৃত্যু মামলায় পরিবারের আইনজীবী তিনটি দাবি জানিয়েছেন জয়েন্ট কমিশনার লক্ষ্মী গৌতমকে ৷

Disha Salian case
দিশা সালিয়ান মৃত্যু মামলা (আইএএনএস)
author img

By ETV Bharat Entertainment Team

Published : March 28, 2025 at 10:55 AM IST

3 Min Read

হায়দরাবাদ, 28 মার্চ: অন্যদিকে মোড় নিচ্ছে দিশা সালিয়ান মৃত্যু মামলা ৷ বৃহস্পতিবারই প্রকাশ্যে আনা হয়েছে দিশার ময়নাতদন্তের রিপোর্ট ৷ দিশার বাবা সতীশ সালিয়ান সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন ৷ এবার সালিয়ান পরিবারের আইনজীবী নতুন দাবি তুলেছেন ৷

প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের প্রাক্তন ম্যানেজার দিশার মৃত্যু নিয়ে ক্রমশ জলঘোলা হচ্ছে ৷ এই মামলা লড়ছেন আইনজীবী নীলেশ ওঝা ৷ জানা গিয়েছে, তিনি দাবি করেছেন, দিশার মৃত্যুর ঘটনার দৃশ্য পুনঃস্থাপন করতে হবে ৷ শুধু তাই নয়, শিবসেনা নেতা (UBT) আদিত্য ঠাকরে ও বাকি অভিযুক্তদেক নারকো টেস্ট করাতে হবে ৷

'কাই পো চে' অভিনেতা সুশান্তের প্রাক্তন ম্যানেজার দিশা মারা যান 2020 সালের জুন মাসে ৷ মালাড এলাকায় এক অভিজাত আবাসনের 14 তলা থেকে পড়ে দিশার মৃত্যু হয় ৷ পুলিশ এই ঘটনাকে আত্মহত্যা বললেও মানতে নারাজ দিশার বাবা ৷ আইনজীবী ওঝা এই দাবি জানিয়েছেন জয়েন্ট কমিশনার অফ পুলিশ লক্ষ্মী গৌতমকে ৷ এই বিষয়ে আইনজীবী আইএএনএসকে বলেন, "আমরা জয়েন্ট সিপি লক্ষ্ণী গৌতমজির সঙ্গে দেখা করেছি ৷ আমাদের মূলত তিনটি দাবি রয়েছে ৷"

কী কী দাবি ?

1) আমাদের অভিযোগটি মন্ত্রী এবং সরকার আনুষ্ঠানিকভাবে রেকর্ড করেছে। সরকার নিশ্চিত করেছে যে অভিযোগটি বিশেষ তদন্ত দলের (SIT) কাছে হস্তান্তর করা হবে। তবে, সরকার উল্লেখ করেছে যে প্রথমে একটি প্রযুক্তিগত সমস্যা সমাধান করা প্রয়োজন ৷ গণধর্ষণ এবং হত্যার অভিযোগ তোলা হয়েছে ৷ এই তদন্ত শুরু করার আগে ফর্মাল ক্রাইম নম্বর প্রযোজন ৷

2) দ্বিতীয় দাবি ছিল, এই মামলার সঙ্গে জড়িত সকলের জন্য, বিশেষ করে সাক্ষীদের জন্য পুলিশি সুরক্ষা প্রদান করা উচিত। আমরা উল্লেখ করেছি যে কিছু ব্যক্তিকে দুর্ঘটনার শিকার হিসেবে চিহ্নিত করা যেতে পারে ৷ আবার কিছু ব্যক্তিকে আত্মহত্যা হিসেবে চিহ্নিত করা যেতে পারে। আমরা অনুরোধ করেছি যে পুলিশ যেন সাক্ষীদের সুরক্ষা নিশ্চিত করে ৷ এই মামলায় সাক্ষীরা ভয় না পেয়ে এগিয়ে আসতে পারেন ৷

3) মূল অভিযুক্ত হিসাবে চিহ্নিতদের নার্কো চেস্ট করাতে হবে ৷ পাশাপাশি, দিশার মৃত্যুর দৃশ্য পুনরায় তৈরি করতে হবে ৷

আইনজীবী জানান, "দিশার বাবা সতীশ সালিয়ান অনুরোধ করেছেন নার্কো টেস্টের ৷ যে তালিকায় থাকবেন আদিত্য ঠাকরেও ৷ তবে সেটা নির্ভর করছে তাঁরা এই বিষয়ে রাজি হবেন কি না ৷" ওঝা আরও জানিয়েছেন, আদিত্য পাঞ্চোলি, দিনো মোরিয়া এবং আদিত্য ঠাকরের মতো বিখ্যাত তারকাদের এবং তাঁদের দেহরক্ষীদের দিশার মৃত্যুর সঙ্গে জড়িত থাকতে দেখেছেন এমন প্রত্যক্ষদর্শীরা আছেন। মোট পাঁচজন প্রত্যক্ষদর্শী আছেন এই ঘটনার যাঁরা আদালতে গিয়ে সাক্ষী দিতে প্রস্তুত ৷ কিন্তু তাঁদের জীবনে বিপদ যে কোনও সময় নেমে আসতে পারে ৷ ফলে সেই প্রত্যক্ষদর্শী সাক্ষীদের জন্য নিরাপত্তার ব্যবস্থা করার দাবি জানানো হয়েছে ৷

এরপর আইনজীবী মুম্বই পুলিশের প্রাক্তন কমিশনার পরমবীর সিং-দিকে অভিযোগের আঙুল তুলেছেন ৷ তিনি জানিয়েছেন প্রাক্তন কমিশনার এই কেস ধামাচাপা দিতে চেয়েছিলেন ৷ তিনি সাংবাদিক সম্মেলনে জানিয়েছিলেন, এই ঘটনায় আদিত্য ঠাকরে যুক্ত নন ৷ পাশাপাশি তিনি নাকি সিসিটিভি ফুটেজ দেখেছেন ৷ ওঝা বলেন, "আমি আদিত্য ঠাকরে, আদিত্য পাঞ্চোলি ও ডিনো মোরিয়ার মোবাইল টাওয়ার লোকেশন পয়েন্টআউট করতে চাই ৷ তাঁরা ঘটনাস্থলেই ছিলেন ৷ পরমবীর সিংয়ের বক্তব্য সম্পূর্ণ মিথ্যা ৷"

সুশান্ত সিং মৃত্যু মামলায় হাফ ছেড়ে বেঁচেছেন তাঁর বান্ধবী রিয়া চক্রবর্তী ও তাঁর ভাই ৷ এখন দেখার দিশার সালিয়ানের মৃত্যু মামলায় জল কতদূর গড়ায় ৷

হায়দরাবাদ, 28 মার্চ: অন্যদিকে মোড় নিচ্ছে দিশা সালিয়ান মৃত্যু মামলা ৷ বৃহস্পতিবারই প্রকাশ্যে আনা হয়েছে দিশার ময়নাতদন্তের রিপোর্ট ৷ দিশার বাবা সতীশ সালিয়ান সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন ৷ এবার সালিয়ান পরিবারের আইনজীবী নতুন দাবি তুলেছেন ৷

প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের প্রাক্তন ম্যানেজার দিশার মৃত্যু নিয়ে ক্রমশ জলঘোলা হচ্ছে ৷ এই মামলা লড়ছেন আইনজীবী নীলেশ ওঝা ৷ জানা গিয়েছে, তিনি দাবি করেছেন, দিশার মৃত্যুর ঘটনার দৃশ্য পুনঃস্থাপন করতে হবে ৷ শুধু তাই নয়, শিবসেনা নেতা (UBT) আদিত্য ঠাকরে ও বাকি অভিযুক্তদেক নারকো টেস্ট করাতে হবে ৷

'কাই পো চে' অভিনেতা সুশান্তের প্রাক্তন ম্যানেজার দিশা মারা যান 2020 সালের জুন মাসে ৷ মালাড এলাকায় এক অভিজাত আবাসনের 14 তলা থেকে পড়ে দিশার মৃত্যু হয় ৷ পুলিশ এই ঘটনাকে আত্মহত্যা বললেও মানতে নারাজ দিশার বাবা ৷ আইনজীবী ওঝা এই দাবি জানিয়েছেন জয়েন্ট কমিশনার অফ পুলিশ লক্ষ্মী গৌতমকে ৷ এই বিষয়ে আইনজীবী আইএএনএসকে বলেন, "আমরা জয়েন্ট সিপি লক্ষ্ণী গৌতমজির সঙ্গে দেখা করেছি ৷ আমাদের মূলত তিনটি দাবি রয়েছে ৷"

কী কী দাবি ?

1) আমাদের অভিযোগটি মন্ত্রী এবং সরকার আনুষ্ঠানিকভাবে রেকর্ড করেছে। সরকার নিশ্চিত করেছে যে অভিযোগটি বিশেষ তদন্ত দলের (SIT) কাছে হস্তান্তর করা হবে। তবে, সরকার উল্লেখ করেছে যে প্রথমে একটি প্রযুক্তিগত সমস্যা সমাধান করা প্রয়োজন ৷ গণধর্ষণ এবং হত্যার অভিযোগ তোলা হয়েছে ৷ এই তদন্ত শুরু করার আগে ফর্মাল ক্রাইম নম্বর প্রযোজন ৷

2) দ্বিতীয় দাবি ছিল, এই মামলার সঙ্গে জড়িত সকলের জন্য, বিশেষ করে সাক্ষীদের জন্য পুলিশি সুরক্ষা প্রদান করা উচিত। আমরা উল্লেখ করেছি যে কিছু ব্যক্তিকে দুর্ঘটনার শিকার হিসেবে চিহ্নিত করা যেতে পারে ৷ আবার কিছু ব্যক্তিকে আত্মহত্যা হিসেবে চিহ্নিত করা যেতে পারে। আমরা অনুরোধ করেছি যে পুলিশ যেন সাক্ষীদের সুরক্ষা নিশ্চিত করে ৷ এই মামলায় সাক্ষীরা ভয় না পেয়ে এগিয়ে আসতে পারেন ৷

3) মূল অভিযুক্ত হিসাবে চিহ্নিতদের নার্কো চেস্ট করাতে হবে ৷ পাশাপাশি, দিশার মৃত্যুর দৃশ্য পুনরায় তৈরি করতে হবে ৷

আইনজীবী জানান, "দিশার বাবা সতীশ সালিয়ান অনুরোধ করেছেন নার্কো টেস্টের ৷ যে তালিকায় থাকবেন আদিত্য ঠাকরেও ৷ তবে সেটা নির্ভর করছে তাঁরা এই বিষয়ে রাজি হবেন কি না ৷" ওঝা আরও জানিয়েছেন, আদিত্য পাঞ্চোলি, দিনো মোরিয়া এবং আদিত্য ঠাকরের মতো বিখ্যাত তারকাদের এবং তাঁদের দেহরক্ষীদের দিশার মৃত্যুর সঙ্গে জড়িত থাকতে দেখেছেন এমন প্রত্যক্ষদর্শীরা আছেন। মোট পাঁচজন প্রত্যক্ষদর্শী আছেন এই ঘটনার যাঁরা আদালতে গিয়ে সাক্ষী দিতে প্রস্তুত ৷ কিন্তু তাঁদের জীবনে বিপদ যে কোনও সময় নেমে আসতে পারে ৷ ফলে সেই প্রত্যক্ষদর্শী সাক্ষীদের জন্য নিরাপত্তার ব্যবস্থা করার দাবি জানানো হয়েছে ৷

এরপর আইনজীবী মুম্বই পুলিশের প্রাক্তন কমিশনার পরমবীর সিং-দিকে অভিযোগের আঙুল তুলেছেন ৷ তিনি জানিয়েছেন প্রাক্তন কমিশনার এই কেস ধামাচাপা দিতে চেয়েছিলেন ৷ তিনি সাংবাদিক সম্মেলনে জানিয়েছিলেন, এই ঘটনায় আদিত্য ঠাকরে যুক্ত নন ৷ পাশাপাশি তিনি নাকি সিসিটিভি ফুটেজ দেখেছেন ৷ ওঝা বলেন, "আমি আদিত্য ঠাকরে, আদিত্য পাঞ্চোলি ও ডিনো মোরিয়ার মোবাইল টাওয়ার লোকেশন পয়েন্টআউট করতে চাই ৷ তাঁরা ঘটনাস্থলেই ছিলেন ৷ পরমবীর সিংয়ের বক্তব্য সম্পূর্ণ মিথ্যা ৷"

সুশান্ত সিং মৃত্যু মামলায় হাফ ছেড়ে বেঁচেছেন তাঁর বান্ধবী রিয়া চক্রবর্তী ও তাঁর ভাই ৷ এখন দেখার দিশার সালিয়ানের মৃত্যু মামলায় জল কতদূর গড়ায় ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.