কলকাতা, 9 জুন: অনন্ত সিং-এর বায়োপিক নিয়ে আসছেন পরিচালক পথিকৃৎ বসু। ছবির নাম 'কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত'। ছবিতে মুখ্য চরিত্র অনন্ত সিং-এর ভূমিকায় দেখা যাবে জিৎকে। সম্প্রতি পথিকৃৎ একটি অনুষ্ঠানে এসে জানিয়েছেন সব কিছু ঠিকঠাক থাকলে সম্ভবত 2026-এর 15 অগস্ট মুক্তি পেতে পারে এই ছবি।
পথিকৃতের কথায়, "ভারতের স্বাধীনতা সংগ্রামে আমরা অনেক বিখ্যাত নাম মনে রাখি। কিন্তু অনেক সাহসী মানুষ রয়ে গিয়েছেন সকলের অজানা। অনন্ত সিং এমনই একজন স্বাধীনতা সংগ্রামী।" দর্শকের মন কেড়ে নিয়েছিল 'দাবাড়ু'। 'কাছের মানুষ'-এর মাধ্যমে দর্শকের ভরসা অর্জন করেছেন 'শ্রীমান ভার্সেস শ্রীমতি'র পরিচালক পথিকৃৎ। পর এবার সুপারস্টার জিৎ-কে নিয়ে নতুন পথচলা শুরু হল তাঁর।
মেগাস্টার জিৎ প্রথমবার পরিচালক পথিকৃৎ বসু এবং নন্দী মুভিজের সঙ্গে হাত মিলিয়েছেন। এবার তাঁকে দেখা যাবে অনন্ত সিং-এর চরিত্রে। ছবির নাম 'কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত'। ছবির পরিচালক পথিকৃৎ বসু। প্রযোজক প্রদীপ কুমার নন্দী। প্রযোজনা সংস্থা নন্দী মুভিজ। 1960-এর দশকের কলকাতার পটভূমিতে ছবি বানাচ্ছেন পথিকৃৎ। অনন্ত একজন রহস্যময় মানুষ। সে আসলে ডাকাত নাকি বিপ্লবী সেটাই এই ছবির মূল প্রশ্ন।
অনন্ত গরিবদের জন্য ধনীদের সম্পদ লুঠ করে। ইন্সপেক্টর দেবী রায়ের নেতৃত্বে পুলিশ যখন তাকে খুঁজে বের করার চেষ্টা করে, তখন অনন্তের সূক্ষ্ম পরিকল্পনা এবং সামরিক দক্ষতা তাকে এগিয়ে রাখে। সে নাস্তানাবুদ করে পুলিশকে। অনন্তের জীবনে আছে এক নির্মম অতীত। কী সেই অতীত? জানা যাবে এই ছবির মাধ্যমে। পথিকৃতের কথায়, এ এক ভুলে যাওয়া নায়কের গল্প। স্বাধীনতা সংগ্রামে অনেক বিখ্যাত নাম মনে রাখে সবাই। কিন্তু অনেক সাহসী মানুষ রয়ে গিয়েছেন সকলের অন্তরালে। অনন্ত সিং এমনই একজন স্বাধীনতা সংগ্রামী। যাঁকে অনেকেই চেনে না।