ETV Bharat / entertainment

বনবিভাগের ফিল্ড ডিরেক্টরের চরিত্রে বাঙালি অভিনেতা দিব্যেন্দু, শোনালেন 'পোচার' কাহিনী

Dibyendu Bhattacharya in Poacher: 23 ফেব্রুয়ারি মুক্তির পরেই নেটিজেনদের প্রশংসা কুড়িয়েছে ওয়েব সিরিজ পোচার ৷ কেরল বনবিভাগের ফিল্ড ডিরেক্টরের চরিত্রে অভিনয় করেছেন বাঙালি অভিনেতা দিব্যেন্দু ভট্টাচার্য। কেমন ছিল সেই জার্নি, অভিনেতা শেয়ার করলেন ইটিভি ভারতের সঙ্গে ৷

author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 5, 2024, 10:18 PM IST

Etv Bharat
'পোচার'-এ বাঙালি অভিনেতা দিব্যেন্দু ভট্টাচার্য

কলকাতা, 5 মার্চ : ওটিটি প্ল্যাটফর্ম আমাজন প্রাইম ভিডিয়োতে মুক্তি পেয়েছে ওয়েব সিরিজ 'পোচার'। কেরলের সত্য ঘটনা অবলম্বনে এই সিরিজ বানিয়েছেন এমি পুরস্কারপ্রাপ্ত পরিচালক রিচি মেহতা। গল্পের প্রেক্ষাপট কেরল। সেখানকার পশু পাচার কাণ্ডের টাকা সন্ত্রাসবাদে ব্যবহৃত হয়। এই সিরিজের মাধ্যমে 2015 সালে কেরলের এক নির্মম ঘটনাকে দর্শকের চোখের সামনে তুলে ধরেছেন রিচি। সিরিজটি মুক্তি পেয়েছে 23 ফেব্রুয়ারি ৷ এই পাচার তদন্তে কেরল বনবিভাগের ফিল্ড ডিরেক্টরের চরিত্রে অভিনয় করেছেন বাঙালি অভিনেতা দিব্যেন্দু ভট্টাচার্য। কেমন ছিল শুটিংয়ের অভিজ্ঞতা ভাগ করে নিলেন ইটিভি ভারতের সঙ্গে ৷

কেরলের ঘন জঙ্গলে শ্যুটিং প্রসঙ্গে অভিনেতা বলেন, "ভীষণ ভালো অভিজ্ঞতা। ভালো পরিচালক, ভালো গল্প, ভালো সহ -অভিনেতা, ভালো কলাকুশলীদের সঙ্গে কাজ করার মজাই আলাদা। রিয়েল লোকেশনে শ্যুট হয়েছে আমাদের। কেরলের জঙ্গলে এই প্রথম শ্যুটিং করলাম। জঙ্গলটা তো আমাদের বাড়ি নয় ৷ ওটা জন্তু জানোয়ারদের বাড়ি। আমাদের কাছে নির্দেশ ছিল হিংস্র জন্তু দেখলে আমরা যেন সরে যাই, লুকিয়ে পড়ি। এ ছাড়া সাপ, পোকামাকড় তো ছিলই। জঙ্গলে অভিনেতা, পরিচালক, ক্যামেরাম্যান ঢুকেছে শুধু।"

তিনি আরও বলেন, "এখানে অভিনেতা নির্বাচন পুরোপুরি অডিশনের মাধ্যমে হয়েছে। রিচির অডিশনে যাঁকে পছন্দ হয়েছে তাঁকেই বারবার নানাভাবে অডিশনেক সামনে দাঁড়াতে হয়েছে ৷ তারপর স্থির হয়েছে কোন চরিত্র কে করবেন। রিচি অডিশনে বিশ্বাসী। মুকেশ ছাবড়ার সঞ্জয় নামের এক সহকারী আমাকে এই ব্যাপারে ফোন করেন। এরপর অডিশন। তারপর নির্বাচিত হই। রিচির সঙ্গে আমার একটা ছবি করার কথা ছিল। কিন্তু সেটা আর হয়নি। তবে চেনাজানা তো ছিলই। কিন্তু চরিত্রে আসার গোটা প্রসেসটা অডিশনের মাধ্যমে হয়েছে আমাদের সবার।"

কীভাবে রপ্ত হল মালয়ালম ভাষা? অভিনেতা বলেন, "আমি তো খুব বেশি সংলাপ বলিনি। তবে, যেটুকু বলেছি তা প্র‍্যাকটিসের কারণেই সম্ভব হয়েছে। অত্যন্ত কঠিন ভাষা মালয়ালম।" মালয়ালম ছাড়াও হিন্দি ও ইংরেজিতে ডাবিং হয়ে গিয়েছে 'পোচার'-এর। যেহেতু ইন্টারন্যাশনাল প্রজেক্ট তাই যে কোনও ভাষাতেই যে কোনও ডাবিং শিল্পীকে দিয়ে ডাবিং করানো যাবে। মূল সিরিজ মালয়ালম ভাষায়। কেন না প্রেক্ষাপট কেরল। এমনটাই জানিয়েছেন দিব্যেন্দু ভট্টাচার্য।

রেঞ্জ অফিসার মালার ভূমিকায় মালয়ালম অভিনেত্রি রঞ্জিতা মেনন। বন্যপ্রাণ সংরক্ষণ কর্মী অ্যালনের ভূমিকায় মালয়ালম অভিনেতা রোশন ম্যাথিউ। পাচারকারীদের ভূমিকায় আছেন বহু পরিচিত এবং অপরিচিত অভিনেতাকে দেখা গিয়েছে সিরিজে । উল্লেখ্য, এই সিরিজের ক্রিয়েটিভ ডিরেক্টর আলিয়া ভাট। প্রযোজনার দায়িত্বে রয়েছে অস্কারজয়ী সংস্থা কিউ এন্টারটেইনমেন্ট ৷

সিরিজ লিখেছেন এবং পরিচালনা করেছেন এমি অ্যাওয়ার্ডজয়ী পরিচালক রিচি মেহতা ৷ হাতির দাঁতের লোভে চোরা শিকারীদের হাতে 2015 সালে নৃশংসভাবে হত্যা হয় 18টি হাতি। জোর তল্লাশি চলতে থাকে পোচারদের। এরপর দিল্লির এক স্পর্শকাতর জায়গা থেকে উদ্ধার হয় 500 কেজি হাতির দাঁত ও সামগ্রী। সেই তদন্তের চালচিত্রও উঠে এসেছে এই সিরিজে। প্রসঙ্গত, নির্ভয়া হত্যা অবলম্বনে 'দিল্লি ক্রাইম' নামের সিরিজ বানিয়েছিলেন রিচি মেহতা। আর এবার বানালেন 'পোচার'।

আরও পড়ুন

1. রামচরণকে বর্ণ বিদ্বেষী মন্তব্যের অভিযোগ শাহরুখের বিরুদ্ধে, ক্ষোভে ফুঁসছে নেটপাড়া

2. স্বাধীনতা সংগ্রামী ঊষা মেহতার জীবনী পর্দায়, প্রকাশ্যে সারা আলি খানের 'অ্যায় বতন মেরে বতন' ছবির ট্রেলার

3. গালভরা দাড়ি, উস্কো-খুশকো চুল; 'খাদান'-এ কয়লা মাফিয়া দেব ?

কলকাতা, 5 মার্চ : ওটিটি প্ল্যাটফর্ম আমাজন প্রাইম ভিডিয়োতে মুক্তি পেয়েছে ওয়েব সিরিজ 'পোচার'। কেরলের সত্য ঘটনা অবলম্বনে এই সিরিজ বানিয়েছেন এমি পুরস্কারপ্রাপ্ত পরিচালক রিচি মেহতা। গল্পের প্রেক্ষাপট কেরল। সেখানকার পশু পাচার কাণ্ডের টাকা সন্ত্রাসবাদে ব্যবহৃত হয়। এই সিরিজের মাধ্যমে 2015 সালে কেরলের এক নির্মম ঘটনাকে দর্শকের চোখের সামনে তুলে ধরেছেন রিচি। সিরিজটি মুক্তি পেয়েছে 23 ফেব্রুয়ারি ৷ এই পাচার তদন্তে কেরল বনবিভাগের ফিল্ড ডিরেক্টরের চরিত্রে অভিনয় করেছেন বাঙালি অভিনেতা দিব্যেন্দু ভট্টাচার্য। কেমন ছিল শুটিংয়ের অভিজ্ঞতা ভাগ করে নিলেন ইটিভি ভারতের সঙ্গে ৷

কেরলের ঘন জঙ্গলে শ্যুটিং প্রসঙ্গে অভিনেতা বলেন, "ভীষণ ভালো অভিজ্ঞতা। ভালো পরিচালক, ভালো গল্প, ভালো সহ -অভিনেতা, ভালো কলাকুশলীদের সঙ্গে কাজ করার মজাই আলাদা। রিয়েল লোকেশনে শ্যুট হয়েছে আমাদের। কেরলের জঙ্গলে এই প্রথম শ্যুটিং করলাম। জঙ্গলটা তো আমাদের বাড়ি নয় ৷ ওটা জন্তু জানোয়ারদের বাড়ি। আমাদের কাছে নির্দেশ ছিল হিংস্র জন্তু দেখলে আমরা যেন সরে যাই, লুকিয়ে পড়ি। এ ছাড়া সাপ, পোকামাকড় তো ছিলই। জঙ্গলে অভিনেতা, পরিচালক, ক্যামেরাম্যান ঢুকেছে শুধু।"

তিনি আরও বলেন, "এখানে অভিনেতা নির্বাচন পুরোপুরি অডিশনের মাধ্যমে হয়েছে। রিচির অডিশনে যাঁকে পছন্দ হয়েছে তাঁকেই বারবার নানাভাবে অডিশনেক সামনে দাঁড়াতে হয়েছে ৷ তারপর স্থির হয়েছে কোন চরিত্র কে করবেন। রিচি অডিশনে বিশ্বাসী। মুকেশ ছাবড়ার সঞ্জয় নামের এক সহকারী আমাকে এই ব্যাপারে ফোন করেন। এরপর অডিশন। তারপর নির্বাচিত হই। রিচির সঙ্গে আমার একটা ছবি করার কথা ছিল। কিন্তু সেটা আর হয়নি। তবে চেনাজানা তো ছিলই। কিন্তু চরিত্রে আসার গোটা প্রসেসটা অডিশনের মাধ্যমে হয়েছে আমাদের সবার।"

কীভাবে রপ্ত হল মালয়ালম ভাষা? অভিনেতা বলেন, "আমি তো খুব বেশি সংলাপ বলিনি। তবে, যেটুকু বলেছি তা প্র‍্যাকটিসের কারণেই সম্ভব হয়েছে। অত্যন্ত কঠিন ভাষা মালয়ালম।" মালয়ালম ছাড়াও হিন্দি ও ইংরেজিতে ডাবিং হয়ে গিয়েছে 'পোচার'-এর। যেহেতু ইন্টারন্যাশনাল প্রজেক্ট তাই যে কোনও ভাষাতেই যে কোনও ডাবিং শিল্পীকে দিয়ে ডাবিং করানো যাবে। মূল সিরিজ মালয়ালম ভাষায়। কেন না প্রেক্ষাপট কেরল। এমনটাই জানিয়েছেন দিব্যেন্দু ভট্টাচার্য।

রেঞ্জ অফিসার মালার ভূমিকায় মালয়ালম অভিনেত্রি রঞ্জিতা মেনন। বন্যপ্রাণ সংরক্ষণ কর্মী অ্যালনের ভূমিকায় মালয়ালম অভিনেতা রোশন ম্যাথিউ। পাচারকারীদের ভূমিকায় আছেন বহু পরিচিত এবং অপরিচিত অভিনেতাকে দেখা গিয়েছে সিরিজে । উল্লেখ্য, এই সিরিজের ক্রিয়েটিভ ডিরেক্টর আলিয়া ভাট। প্রযোজনার দায়িত্বে রয়েছে অস্কারজয়ী সংস্থা কিউ এন্টারটেইনমেন্ট ৷

সিরিজ লিখেছেন এবং পরিচালনা করেছেন এমি অ্যাওয়ার্ডজয়ী পরিচালক রিচি মেহতা ৷ হাতির দাঁতের লোভে চোরা শিকারীদের হাতে 2015 সালে নৃশংসভাবে হত্যা হয় 18টি হাতি। জোর তল্লাশি চলতে থাকে পোচারদের। এরপর দিল্লির এক স্পর্শকাতর জায়গা থেকে উদ্ধার হয় 500 কেজি হাতির দাঁত ও সামগ্রী। সেই তদন্তের চালচিত্রও উঠে এসেছে এই সিরিজে। প্রসঙ্গত, নির্ভয়া হত্যা অবলম্বনে 'দিল্লি ক্রাইম' নামের সিরিজ বানিয়েছিলেন রিচি মেহতা। আর এবার বানালেন 'পোচার'।

আরও পড়ুন

1. রামচরণকে বর্ণ বিদ্বেষী মন্তব্যের অভিযোগ শাহরুখের বিরুদ্ধে, ক্ষোভে ফুঁসছে নেটপাড়া

2. স্বাধীনতা সংগ্রামী ঊষা মেহতার জীবনী পর্দায়, প্রকাশ্যে সারা আলি খানের 'অ্যায় বতন মেরে বতন' ছবির ট্রেলার

3. গালভরা দাড়ি, উস্কো-খুশকো চুল; 'খাদান'-এ কয়লা মাফিয়া দেব ?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.