ETV Bharat / entertainment

'একটা ভুল ঠিক করতে গিয়ে আরও বড় ভুল...' সাতসকালে দেবের পোস্ট ঘিরে চাঞ্চল্য - Dev on RG Kar Rape and Muder Case

Dev on RG Kar Justice: আরজি কর কাণ্ড নিয়ে ফের সরব অভিনেতা তথা তৃণমূল সাংসদ দেব ৷ তবে একজনের জন্য বিচার চাইতে গিয়ে যাতে অন্যজন বিপদে না পড়েন, সেই বিষয়ে খোলাখুলি বার্তা দিলেন দেব ৷

author img

By ETV Bharat Entertainment Team

Published : Sep 7, 2024, 9:58 AM IST

Dev on RG Kar Justice
সাতসকালে পোস্ট দেবের (ইটিভি ভারত)

হায়দরাবাদ, 7 সেপ্টেম্বর: প্রায় একমাস হতে চলল আরজি কর কাণ্ড ঘটে গিয়েছে ৷ প্রতিবাদ-বিক্ষোভ, আন্দোলনে সরব রাজ্য তথা শহর ৷ চিকিৎসা ক্ষেত্রে বিচার চেয়ে সরব জুনিয়র ডাক্তাররাও ৷ ফলে কিছুটা হলেও স্বাস্থ্যব্যবস্থা বিঘ্নিত হওয়ার কারণে জুনিয়র চিকিৎসকদের কাজে ফেরার অনুরোধ করেছিল সুপ্রিম কোর্টও ৷ এই অবস্থায় সোশাল মিডিয়ায় মনের কথা খুলে বললেন অভিনেতা তথা তৃণমূল সাংসদ দেব ৷

Dev on RG Kar Justice
অভিনেতা দেবের পোস্ট (সোশাল মিডিয়া)

এদিন ইন্সটাগ্রাম স্টোরিতে দেব লেখেন, "একজন নারীর বিচার চাইতে গিয়ে আর একজনের সঙ্গে অন্যায় ঠিক নয় ৷ একজন যিনি প্রাণ হারিয়েছেন তাঁর বিচার চাইতে গিয়ে আর একজনের প্রাণ যাওয়া ঠিক নয় ৷ আমরা এর থেকে আরও ভালো হতে পারি ৷ প্রত্যেকটা জীবনের মূল্য রয়েছে ৷ প্রত্যেকটা ক্ষতির মূল্য রয়েছে ৷ একটা ভুল ঠিক করতে গিয়ে আরও বড় ভুল করা উচিত নয় ৷" এরপরে তিনি একদিকে যেমন ধর্ষকদের বিরুদ্ধে কঠিন শাস্তির দাবি জানিয়েছেন তেমনই প্রত্যেক রোগী যাতে স্বাস্থ্য পরিষেবা সঠিকভাবে পায় সেই দিকেও জোর দিয়েছেন অভিনেতা দেব ৷

উল্লেখ্য, আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসকের হত্যাকাণ্ডে প্রতিবাদে কর্মবিরতিতে সামিল জুনিয়র চিকিৎসকেরা ৷ তারই মাঝে বিনা চিকিৎসায় এক রোগীর মৃত্যুর খবর সামনে আসে ৷ তৃণমূল নেতা কুণাল ঘোষও এই বিষয়টা এক্স হ্যান্ডেলে তুলে ধরেন ৷ জানা গিয়েছে, মৃত যুবক দুর্ঘটনার শিকার হন ৷ শুক্রবার ভোরে তাঁর দুই পায়ের উপর দিয়ে লরি চলে যায় ৷ আশঙ্কাজনক অবস্থায় যুবককে কলকাতায় স্থানান্তরিত করা হয় ৷ কুণাল ঘোষের দাবি অনুযায়ী, সকাল 9টা থেকে বেলা 12টা পর্যন্ত রোগীকে ভর্তি নেওয়া হয়নি ৷ এরপরেই ওই যুবক মৃত্যুর কোলে ঢোলে পড়েন ৷

হায়দরাবাদ, 7 সেপ্টেম্বর: প্রায় একমাস হতে চলল আরজি কর কাণ্ড ঘটে গিয়েছে ৷ প্রতিবাদ-বিক্ষোভ, আন্দোলনে সরব রাজ্য তথা শহর ৷ চিকিৎসা ক্ষেত্রে বিচার চেয়ে সরব জুনিয়র ডাক্তাররাও ৷ ফলে কিছুটা হলেও স্বাস্থ্যব্যবস্থা বিঘ্নিত হওয়ার কারণে জুনিয়র চিকিৎসকদের কাজে ফেরার অনুরোধ করেছিল সুপ্রিম কোর্টও ৷ এই অবস্থায় সোশাল মিডিয়ায় মনের কথা খুলে বললেন অভিনেতা তথা তৃণমূল সাংসদ দেব ৷

Dev on RG Kar Justice
অভিনেতা দেবের পোস্ট (সোশাল মিডিয়া)

এদিন ইন্সটাগ্রাম স্টোরিতে দেব লেখেন, "একজন নারীর বিচার চাইতে গিয়ে আর একজনের সঙ্গে অন্যায় ঠিক নয় ৷ একজন যিনি প্রাণ হারিয়েছেন তাঁর বিচার চাইতে গিয়ে আর একজনের প্রাণ যাওয়া ঠিক নয় ৷ আমরা এর থেকে আরও ভালো হতে পারি ৷ প্রত্যেকটা জীবনের মূল্য রয়েছে ৷ প্রত্যেকটা ক্ষতির মূল্য রয়েছে ৷ একটা ভুল ঠিক করতে গিয়ে আরও বড় ভুল করা উচিত নয় ৷" এরপরে তিনি একদিকে যেমন ধর্ষকদের বিরুদ্ধে কঠিন শাস্তির দাবি জানিয়েছেন তেমনই প্রত্যেক রোগী যাতে স্বাস্থ্য পরিষেবা সঠিকভাবে পায় সেই দিকেও জোর দিয়েছেন অভিনেতা দেব ৷

উল্লেখ্য, আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসকের হত্যাকাণ্ডে প্রতিবাদে কর্মবিরতিতে সামিল জুনিয়র চিকিৎসকেরা ৷ তারই মাঝে বিনা চিকিৎসায় এক রোগীর মৃত্যুর খবর সামনে আসে ৷ তৃণমূল নেতা কুণাল ঘোষও এই বিষয়টা এক্স হ্যান্ডেলে তুলে ধরেন ৷ জানা গিয়েছে, মৃত যুবক দুর্ঘটনার শিকার হন ৷ শুক্রবার ভোরে তাঁর দুই পায়ের উপর দিয়ে লরি চলে যায় ৷ আশঙ্কাজনক অবস্থায় যুবককে কলকাতায় স্থানান্তরিত করা হয় ৷ কুণাল ঘোষের দাবি অনুযায়ী, সকাল 9টা থেকে বেলা 12টা পর্যন্ত রোগীকে ভর্তি নেওয়া হয়নি ৷ এরপরেই ওই যুবক মৃত্যুর কোলে ঢোলে পড়েন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.